ETV Bharat / state

ত্রাণের প্যাকেটে ‘‘বাংলার গর্ব মমতা’’, বিতর্ক অশোকনগরে - ত্রাণবিলিতে রাজনীতিকরণ

সরকারি ত্রাণের প্যাকেটে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ‘বাংলার গর্ব মমতা’ স্লোগান ঘিরে বিতর্ক উত্তর 24 পরগনার অশোকনগরে ।

Politics in relief distribution
সরকারি ত্রাণের প্যাকেটে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি
author img

By

Published : Apr 18, 2020, 9:01 PM IST

অশোকনগর, 18 এপ্রিল: সরকারি ত্রাণের প্যাকেটেও প্রচার ! তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ‘বাংলার গর্ব মমতা’ স্লোগান প্রতিটি ত্রাণের প্যাকেটে । এই নিয়ে রীতিমতো শোরগোল উঠল উত্তর 24 পরগনার অশোকনগরে ।

বিরোধী দল CPI(M) ইতিমধ্যেই পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি ত্রাণ বণ্টনে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে । উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার 23টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য শুক্রবার সরকারি ত্রাণ পৌঁছায় । সেই ত্রাণ কাউন্সিলরদের মাধ্যমে বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে । পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সরকারের তরফ থেকে মোট 70 কুইন্টাল চাল ও 200 কুইন্টাল গম বরাদ্দ হয়েছে । সেগুলো প্যাকেটবন্দি করে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ।

ত্রাণের প্যাকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিতর্ক উত্তর ২৪ পরগনার অশোকনগরে ।

বিতর্ক শুরু হয়েছে সেই প্যাকেট ঘিরেই । সরকারিভাবে ত্রাণ দেওয়া হলেও প্যাকেটের গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ‘বাংলার গর্ব মমতা’ স্লোগান লেখা রয়েছে । বিরোধী CPI(M) দলনেতা চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, ‘‘আমার ওয়ার্ডের জন্য 150 প্যাকেট ত্রাণ পৌরসভা থেকে পাঠানো হয়েছে । সরকারি ত্রাণ মানে জনগণের টাকায় কেনা ত্রাণ । অথচ সেই ত্রাণের প্যাকেটে তৃণমূল নেত্রীর ছবি ও দলীয় স্লোগান ‘বাংলার গর্ব মমতা’ লেখা রয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি । আসলে শাসক দল সরকারি ত্রাণ বিলিতেও রাজনীতিকরণ করছে ।’

যদিও পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, ‘আমরা ত্রাণবিলিতে মোটেও রাজনীতিকরণ করছি না । প্যাকেটের গায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে । মুখ্যমন্ত্রীকে বাংলার গর্ব বলতে বাধা কোথায়? আসলে কিছু মানুষ আছে, যাঁরা এই দুঃসময়ে একটা মানুষকেও ত্রাণ দেননি, তারাই এইসব খুঁত খুঁজে বেড়াচ্ছেন ।’

অশোকনগর, 18 এপ্রিল: সরকারি ত্রাণের প্যাকেটেও প্রচার ! তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ‘বাংলার গর্ব মমতা’ স্লোগান প্রতিটি ত্রাণের প্যাকেটে । এই নিয়ে রীতিমতো শোরগোল উঠল উত্তর 24 পরগনার অশোকনগরে ।

বিরোধী দল CPI(M) ইতিমধ্যেই পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি ত্রাণ বণ্টনে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে । উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার 23টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য শুক্রবার সরকারি ত্রাণ পৌঁছায় । সেই ত্রাণ কাউন্সিলরদের মাধ্যমে বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে । পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সরকারের তরফ থেকে মোট 70 কুইন্টাল চাল ও 200 কুইন্টাল গম বরাদ্দ হয়েছে । সেগুলো প্যাকেটবন্দি করে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ।

ত্রাণের প্যাকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিতর্ক উত্তর ২৪ পরগনার অশোকনগরে ।

বিতর্ক শুরু হয়েছে সেই প্যাকেট ঘিরেই । সরকারিভাবে ত্রাণ দেওয়া হলেও প্যাকেটের গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ‘বাংলার গর্ব মমতা’ স্লোগান লেখা রয়েছে । বিরোধী CPI(M) দলনেতা চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, ‘‘আমার ওয়ার্ডের জন্য 150 প্যাকেট ত্রাণ পৌরসভা থেকে পাঠানো হয়েছে । সরকারি ত্রাণ মানে জনগণের টাকায় কেনা ত্রাণ । অথচ সেই ত্রাণের প্যাকেটে তৃণমূল নেত্রীর ছবি ও দলীয় স্লোগান ‘বাংলার গর্ব মমতা’ লেখা রয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি । আসলে শাসক দল সরকারি ত্রাণ বিলিতেও রাজনীতিকরণ করছে ।’

যদিও পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, ‘আমরা ত্রাণবিলিতে মোটেও রাজনীতিকরণ করছি না । প্যাকেটের গায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে । মুখ্যমন্ত্রীকে বাংলার গর্ব বলতে বাধা কোথায়? আসলে কিছু মানুষ আছে, যাঁরা এই দুঃসময়ে একটা মানুষকেও ত্রাণ দেননি, তারাই এইসব খুঁত খুঁজে বেড়াচ্ছেন ।’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.