ETV Bharat / state

Car Accident: সাত সকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা, আহত মহিলা-সহ 4 - Four Persons were Injured

সাত সকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা (Car Accident in Newtown) ৷ গুরুতর আহত হয়েছেন মহিলা-সহ চার জন (Four Persons were Injured) । বর্তমানে তাঁরা চিনারপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

Four injured in car accident at Newtown
Car Accident: সাত সকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা, আহত মহিলা-সহ 4
author img

By

Published : Sep 7, 2022, 11:01 AM IST

নিউটাউন, 7 সেপ্টেম্বর: সাত সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটল (Car Accident in Newtown) ৷ নিউটাউনের ওয়েস্টিন হোটেল সিগন্যালের কাছে ঘটনাটি ঘটেছে ৷ সিগন্যালে দাঁড়িয়ে থাকা বালির লরির পিছনে এসে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি । ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা মহিলা-সহ চার জন (Four Persons were Injured)। আহতদের নিয়ে যাওয়া হয়েছে চিনারপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ।

জানা গিয়েছে, সকাল 6টা নাগাদ ইকোপার্কের দিক থেকে নারকেল বাগানে যাওয়ার সময় ওয়েস্টিন হোটেলের কাছে সিগন্যালে একটি দাঁড়িয়ে থাকা বালির লরির পিছনে সাজোরে এসে ধাক্কা মারে চার চাকা গাড়িটি । এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক মহিলা-সহ চারজন গুরুতর আহত হয় । গাড়িটি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

সাত সকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা

আরও পড়ুন : 2 সপ্তাহ ধরে মর্গে পড়ে অপহৃত দুই ছাত্রের দেহ, অভিযোগ পেয়েও কেন দেহ শনাক্তকরণে দেরি ?

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ (police) এবং নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা । আহতদের চিনারপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । আহতরা সকলেই নিউটাউনের একটি বেসরকারি সংস্থার কর্মী । সকালে অফিস যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি ।

নিউটাউন, 7 সেপ্টেম্বর: সাত সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটল (Car Accident in Newtown) ৷ নিউটাউনের ওয়েস্টিন হোটেল সিগন্যালের কাছে ঘটনাটি ঘটেছে ৷ সিগন্যালে দাঁড়িয়ে থাকা বালির লরির পিছনে এসে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি । ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা মহিলা-সহ চার জন (Four Persons were Injured)। আহতদের নিয়ে যাওয়া হয়েছে চিনারপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ।

জানা গিয়েছে, সকাল 6টা নাগাদ ইকোপার্কের দিক থেকে নারকেল বাগানে যাওয়ার সময় ওয়েস্টিন হোটেলের কাছে সিগন্যালে একটি দাঁড়িয়ে থাকা বালির লরির পিছনে সাজোরে এসে ধাক্কা মারে চার চাকা গাড়িটি । এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক মহিলা-সহ চারজন গুরুতর আহত হয় । গাড়িটি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

সাত সকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা

আরও পড়ুন : 2 সপ্তাহ ধরে মর্গে পড়ে অপহৃত দুই ছাত্রের দেহ, অভিযোগ পেয়েও কেন দেহ শনাক্তকরণে দেরি ?

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ (police) এবং নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা । আহতদের চিনারপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । আহতরা সকলেই নিউটাউনের একটি বেসরকারি সংস্থার কর্মী । সকালে অফিস যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.