ETV Bharat / state

Dilip Ghosh: টেট আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ ওড়ালেন দিলীপ - শিক্ষক নিয়োগ দুর্নীতি

করুণাময়ীতে শুরু হওয়া টেট উত্তীর্ণদের আন্দোলনের (TET Agitation) পিছনে রাজনৈতিক মদতের অভিযোগ উঠেছে ৷ পর্ষদ (প্রাথমিক) সভাপতির এই অভিযোগ মানতে নারাজ বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

Dilip Ghosh refuses to accept political influence behind TET Agitation
Dilip Ghosh: টেট আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ ওড়ালেন দিলীপ
author img

By

Published : Oct 19, 2022, 2:19 PM IST

নিউটাউন, 19 অক্টোবর: চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন টেট উত্তীর্ণরা (TET Agitation) ৷ বিধাননগরের করুণাময়ীতে আয়োজিত তাঁদের এই কর্মসূচিকে পালটা 'অন্যায্য' বলে অভিযোগ করেছেন বর্তমান পর্ষদ (প্রাথমিক) সভাপতি ৷ এমনকী, এই আন্দোলনের পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর এই মন্তব্য সমালোচনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা ৷ বুধবার এর প্রতিবাদে মুখ খুললেন বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, যাঁরা আন্দোলনে যোগদান করেছেন, তাঁরা সকলেই লিখিত পরীক্ষায় পাশ করেছেন ৷ কিন্তু তারপরও চাকরি পাননি ৷ নিজেদের হকের দাবি আদায় করতেই আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা ৷ রাজনৈতিক নেতা, নেত্রীরা তাঁদের সমর্থন জানাতে সেখানে যাচ্ছেন ৷ তা যেতেই পারেন ৷ কিন্তু, এই ঘটনাকে কোনও মতেই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন বলে মানতে নারাজ দিলীপ ৷

উল্লেখ্য, পর্ষদের তরফে জানানো হয়েছে, করুণাময়ীতে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা লিখিত পরীক্ষায় পাশ করলেও দু'দফার ইন্টারভিউয়ে পাশ করতে পারেননি ৷ তাই তাঁদের চাকরির দাবি ন্যায্য নয় ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানিয়েছেন, এই বিষয়টি আদালতের বিচারাধীন ৷ তাই এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷

দিলীপ ঘোষের নিশানায় রাজ্য সরকার ৷

আরও পড়ুন: রাত গড়িয়ে সকাল, এপিসি ভবনের সামনে ধরনায় টেট উত্তীর্ণরা

এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেই যোগ্য প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে ৷ ফলে একাধিক ক্ষেত্রে নিয়োগের বিষয়গুলি আদালতের বিচারাধীন হয়ে গিয়েছে ৷ বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ৷ প্রশ্ন তুলেছেন সরকার এবং সংশ্লিষ্ট দফতর ও বিভাগগুলির আধিকারিকদের যোগ্যতা নিয়েও ৷

দিলীপ ঘোষের অভিযোগ, দেড় লক্ষের চাকরি বকেয়া রয়েছে ৷ অথচ, সরকার পক্ষ 10 হাজার ছেলেমেয়েকে চাকরি দিয়ে দায় সারতে চাইছে ৷ সামগ্রিকভাবে সমস্যা সমাধানের কোনও ইচ্ছাই নেই তাদের ৷ বস্তুত, সরকারের সেই ক্ষমতাও নেই বলে দাবি করেছেন দিলীপ ৷ এই অবস্থায় কার্যত চাকরিপ্রার্থীদের পাশেই দাঁড়িয়েছেন এই বিজেপি নেতা ৷ তিনি বলেন, যদি সত্যিই আন্দোলনকারীদের দাবি অন্যায্য হয়, তাহলে কেন সেটা আগেই তাঁদের বোঝানো হয়নি ৷ কেন তাঁদের জানানো হয়নি যে তাঁরা এই চাকরি পাওয়ার যোগ্য নন ৷ এখন যখন চাকরিপ্রার্থীরা আন্দোলনে নেমেছেন, তখনই কেন এসব কথা বলা হচ্ছে !

নিউটাউন, 19 অক্টোবর: চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন টেট উত্তীর্ণরা (TET Agitation) ৷ বিধাননগরের করুণাময়ীতে আয়োজিত তাঁদের এই কর্মসূচিকে পালটা 'অন্যায্য' বলে অভিযোগ করেছেন বর্তমান পর্ষদ (প্রাথমিক) সভাপতি ৷ এমনকী, এই আন্দোলনের পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর এই মন্তব্য সমালোচনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা ৷ বুধবার এর প্রতিবাদে মুখ খুললেন বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, যাঁরা আন্দোলনে যোগদান করেছেন, তাঁরা সকলেই লিখিত পরীক্ষায় পাশ করেছেন ৷ কিন্তু তারপরও চাকরি পাননি ৷ নিজেদের হকের দাবি আদায় করতেই আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা ৷ রাজনৈতিক নেতা, নেত্রীরা তাঁদের সমর্থন জানাতে সেখানে যাচ্ছেন ৷ তা যেতেই পারেন ৷ কিন্তু, এই ঘটনাকে কোনও মতেই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন বলে মানতে নারাজ দিলীপ ৷

উল্লেখ্য, পর্ষদের তরফে জানানো হয়েছে, করুণাময়ীতে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা লিখিত পরীক্ষায় পাশ করলেও দু'দফার ইন্টারভিউয়ে পাশ করতে পারেননি ৷ তাই তাঁদের চাকরির দাবি ন্যায্য নয় ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানিয়েছেন, এই বিষয়টি আদালতের বিচারাধীন ৷ তাই এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷

দিলীপ ঘোষের নিশানায় রাজ্য সরকার ৷

আরও পড়ুন: রাত গড়িয়ে সকাল, এপিসি ভবনের সামনে ধরনায় টেট উত্তীর্ণরা

এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেই যোগ্য প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে ৷ ফলে একাধিক ক্ষেত্রে নিয়োগের বিষয়গুলি আদালতের বিচারাধীন হয়ে গিয়েছে ৷ বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ৷ প্রশ্ন তুলেছেন সরকার এবং সংশ্লিষ্ট দফতর ও বিভাগগুলির আধিকারিকদের যোগ্যতা নিয়েও ৷

দিলীপ ঘোষের অভিযোগ, দেড় লক্ষের চাকরি বকেয়া রয়েছে ৷ অথচ, সরকার পক্ষ 10 হাজার ছেলেমেয়েকে চাকরি দিয়ে দায় সারতে চাইছে ৷ সামগ্রিকভাবে সমস্যা সমাধানের কোনও ইচ্ছাই নেই তাদের ৷ বস্তুত, সরকারের সেই ক্ষমতাও নেই বলে দাবি করেছেন দিলীপ ৷ এই অবস্থায় কার্যত চাকরিপ্রার্থীদের পাশেই দাঁড়িয়েছেন এই বিজেপি নেতা ৷ তিনি বলেন, যদি সত্যিই আন্দোলনকারীদের দাবি অন্যায্য হয়, তাহলে কেন সেটা আগেই তাঁদের বোঝানো হয়নি ৷ কেন তাঁদের জানানো হয়নি যে তাঁরা এই চাকরি পাওয়ার যোগ্য নন ৷ এখন যখন চাকরিপ্রার্থীরা আন্দোলনে নেমেছেন, তখনই কেন এসব কথা বলা হচ্ছে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.