ETV Bharat / state

আজ শেষকৃত্য বড়মার

আজ গান স্যালুট দেওয়া হবে বড়মাকে। তারপর সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। প্রমথরঞ্জন ঠাকুরের সমাধিস্থানের পাশেই একটি জমিতে শেষকৃত্যের আয়োজন চলছে। রয়েছে পুলিশ প্রসাশন।

author img

By

Published : Mar 7, 2019, 1:23 PM IST

শেষযাত্রায় বড়মা

ঠাকুরনগর, ৭ মার্চ : আজ বেলা ১১.৫০ নাগাদ গান স্যালুট দেওয়া হবে বড়মাকে। তারপর সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। প্রমথরঞ্জন ঠাকুরের সমাধিস্থানের পাশেই একটি জমিতে শেষকৃত্যের আয়োজন চলছে। রয়েছে পুলিশ প্রসাশন। ছোটো ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের হাতেই হবে তাঁর মুখাগ্নি। বড়মার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরনগর কলেজের দিকে আবার সেথান থেকে ফেরানো হবে ঠাকুরবাড়িতে।

মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শেষকৃত্য কখন হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। বড়মার নাতি শান্তনু ঠাকুর আগেই জানিয়েছিলেন, আজ বিকেল ৪টে নাগাদ মুখাগ্নি করবেন ছোটো ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। অন্যদিকে মমতাবালা শিবির ঘোষণা করে, আজ সকাল ১১টায় বড়মার শেষকৃত্য হবে। সবমিলিয়ে বড়মার শেষকৃত্য নিয়ে দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছিল।

ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি বড়মাকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সেখানেই রাত ৮টা ৫২ মিনিটে মারা যান তিনি। গতকাল সকাল ১১টা ১০মিনিট নাগাদ বড়মার মরদেহ ঠাকুরবাড়িতে আনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় বড়মা শেষকৃত্য করা হবে।

undefined

ঠাকুরনগর, ৭ মার্চ : আজ বেলা ১১.৫০ নাগাদ গান স্যালুট দেওয়া হবে বড়মাকে। তারপর সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। প্রমথরঞ্জন ঠাকুরের সমাধিস্থানের পাশেই একটি জমিতে শেষকৃত্যের আয়োজন চলছে। রয়েছে পুলিশ প্রসাশন। ছোটো ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের হাতেই হবে তাঁর মুখাগ্নি। বড়মার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরনগর কলেজের দিকে আবার সেথান থেকে ফেরানো হবে ঠাকুরবাড়িতে।

মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শেষকৃত্য কখন হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। বড়মার নাতি শান্তনু ঠাকুর আগেই জানিয়েছিলেন, আজ বিকেল ৪টে নাগাদ মুখাগ্নি করবেন ছোটো ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। অন্যদিকে মমতাবালা শিবির ঘোষণা করে, আজ সকাল ১১টায় বড়মার শেষকৃত্য হবে। সবমিলিয়ে বড়মার শেষকৃত্য নিয়ে দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছিল।

ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি বড়মাকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সেখানেই রাত ৮টা ৫২ মিনিটে মারা যান তিনি। গতকাল সকাল ১১টা ১০মিনিট নাগাদ বড়মার মরদেহ ঠাকুরবাড়িতে আনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় বড়মা শেষকৃত্য করা হবে।

undefined

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.