ETV Bharat / state

কোরোনা নিয়ে সামাজিক বয়কটের মুখে বসিরহাটের চিকিৎসক পরিবার

সামাজিক বয়কটের মুখে চিন ফেরত চিকিৎসকের পরিবার ৷ কোরোনা আতঙ্কে বসিরহাটের খোলাপোঁতা পঞ্চায়েতের দক্ষিণ মথুরাপুর গ্রামের ওই পরিবারকে একঘরে করে রাখা হয়েছে ৷

doctor-family-of-basirhat-faces-social-boycott
সামাজিক বয়কটের মুখে বসিরহাটের চিকিৎসক পরিবার
author img

By

Published : Mar 17, 2020, 11:38 PM IST

Updated : Mar 18, 2020, 1:29 AM IST

বসিরহাট, 18 মার্চ:কোরোনা আতঙ্কের জেরে সামাজিক বয়কটের মুখে এক চিকিৎসক পরিবার। বসিরহাটের খোলাপোঁতা পঞ্চায়েতের দক্ষিণ মথুরাপুর গ্রামের ঘটনা। চিন ফেরত চিকিৎসক পর্ণা পাল (নাম পরিবর্তন) বর্তমানে দিল্লির কস্তুরীবাগ হাসপাতালের ট্রেনিং সেন্টারে কর্মরত। পাল পরিবারের বড় মেয়ে কোরোনা ভাইরাস বহন করছে রটে গেছে । যার জেরে সামাজিক বয়কটের মুখে পড়েছে ওই চিকিৎসকের পরিবার ৷

পর্ণার মা ধান্যকুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রের সুপারভাইজার । পর্ণা বর্তমানে দিল্লিতে রয়েছেন। তবুও প্রতিনিয়ত মেয়েকে নিয়ে পাড়া প্রতিবেশীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে । পেশায় সিভিল ইঞ্জিনিয়ার পর্ণার বাবা এবং বোনকেও ফোনে সকলের প্রশ্নের জবাবদিহি করতে হচ্ছে ৷ বাদ যাননি বাড়ির পরিচারিকাও । তাঁকে চিকিৎসকের বাড়িতে কাজ করতে যেতে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পাল পরিবার ।

পরিস্থিতি বুঝে পর্ণা সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি কর্মস্থলে রয়েছি। যারা এই ধরনের গুজব রটাচ্ছেন তারা সম্পূর্ণ না জেনেই করছেন।" যারা এই অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন পর্ণার মা । তিনি বলেন,"আমি একজন স্বাস্থ্যকর্মী । আমার পরিবারের অনেকেই চিকিৎসার সঙ্গে জড়িত । আমরা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি ।"

এই বিষয়ে খোলাপোঁতা পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায় বলেন, " রাজ্যের মুখ্যমন্ত্রী সতর্ক থাকার কথা বলছেন ৷ গুজব না ছড়ানোর কথা বলছেন । সেখানে এই ধরনের অপপ্রচার মানা যায় না । যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

বসিরহাট, 18 মার্চ:কোরোনা আতঙ্কের জেরে সামাজিক বয়কটের মুখে এক চিকিৎসক পরিবার। বসিরহাটের খোলাপোঁতা পঞ্চায়েতের দক্ষিণ মথুরাপুর গ্রামের ঘটনা। চিন ফেরত চিকিৎসক পর্ণা পাল (নাম পরিবর্তন) বর্তমানে দিল্লির কস্তুরীবাগ হাসপাতালের ট্রেনিং সেন্টারে কর্মরত। পাল পরিবারের বড় মেয়ে কোরোনা ভাইরাস বহন করছে রটে গেছে । যার জেরে সামাজিক বয়কটের মুখে পড়েছে ওই চিকিৎসকের পরিবার ৷

পর্ণার মা ধান্যকুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রের সুপারভাইজার । পর্ণা বর্তমানে দিল্লিতে রয়েছেন। তবুও প্রতিনিয়ত মেয়েকে নিয়ে পাড়া প্রতিবেশীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে । পেশায় সিভিল ইঞ্জিনিয়ার পর্ণার বাবা এবং বোনকেও ফোনে সকলের প্রশ্নের জবাবদিহি করতে হচ্ছে ৷ বাদ যাননি বাড়ির পরিচারিকাও । তাঁকে চিকিৎসকের বাড়িতে কাজ করতে যেতে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পাল পরিবার ।

পরিস্থিতি বুঝে পর্ণা সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি কর্মস্থলে রয়েছি। যারা এই ধরনের গুজব রটাচ্ছেন তারা সম্পূর্ণ না জেনেই করছেন।" যারা এই অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন পর্ণার মা । তিনি বলেন,"আমি একজন স্বাস্থ্যকর্মী । আমার পরিবারের অনেকেই চিকিৎসার সঙ্গে জড়িত । আমরা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি ।"

এই বিষয়ে খোলাপোঁতা পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায় বলেন, " রাজ্যের মুখ্যমন্ত্রী সতর্ক থাকার কথা বলছেন ৷ গুজব না ছড়ানোর কথা বলছেন । সেখানে এই ধরনের অপপ্রচার মানা যায় না । যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

Last Updated : Mar 18, 2020, 1:29 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.