ETV Bharat / state

ট্যাব কেলেঙ্কারিতে দিনহাটা থেকে গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক - TAB SCAM

ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়াল প্রাথমিক স্কুলের শিক্ষকের ৷ অভিযোগ, নিজের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা আত্মসাৎ করেছেন তিনি।

TAB SCAM
গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 6:21 PM IST

কোচবিহার, 17 নভেম্বর: ট্যাব কেলেঙ্কারিতে কোচবিহারের দিনহাটা থেকে গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ তাঁকে গ্রেফতার করেছে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর।

ধৃতের নাম মনোজিৎ বর্মন। বাড়ি দিনহাটার মাদারলেন এলাকায়। পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ জানা গিয়েছে, মনোজিতের নামে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। তার মাধ্যমেই টাকার আদান প্রদান করতেন। এমনকী তাঁর স্ত্রী এবং দাদার নামেও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এর আগে এই ঘটনায় মালদা ও চোপড়া থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারীরা মনোজিতের নাম জানতে পারেন। এরপরই বিশেষ দল দিনহাটায় এসে মনোজিতকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিতাই ব্লকের শিঙ্গিমারি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিতের বিরুদ্ধে এর আগেও স্কুলে অর্থ তছরুপ থেকে শুরু করে মিড-ডে-মিল সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছিল ৷ সম্প্রতি ট্যাব কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে মালদার বৈষ্ণবনগর ও চোপড়া থেকে একাধিক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই মনোজিতের নাম উঠে আসে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মনোজিতের নামে বিভিন্ন ব্যাঙ্কে 15 থেকে 20 টি অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টগুলিতেই মূলত টাকা ঢুকত। সমস্ত অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। এদিকে, রবিবার সকালে এই বিষয়ে মনোজের দাদা বিশ্বজিৎ বর্মন জানান, এ ব্যাপারে তাঁর বিশেষ কিছু জানা নেই ৷ শনিবার তাঁদের থানায় ডাকা হয়েছিল।

কোচবিহার, 17 নভেম্বর: ট্যাব কেলেঙ্কারিতে কোচবিহারের দিনহাটা থেকে গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ তাঁকে গ্রেফতার করেছে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর।

ধৃতের নাম মনোজিৎ বর্মন। বাড়ি দিনহাটার মাদারলেন এলাকায়। পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ জানা গিয়েছে, মনোজিতের নামে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। তার মাধ্যমেই টাকার আদান প্রদান করতেন। এমনকী তাঁর স্ত্রী এবং দাদার নামেও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এর আগে এই ঘটনায় মালদা ও চোপড়া থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারীরা মনোজিতের নাম জানতে পারেন। এরপরই বিশেষ দল দিনহাটায় এসে মনোজিতকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিতাই ব্লকের শিঙ্গিমারি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিতের বিরুদ্ধে এর আগেও স্কুলে অর্থ তছরুপ থেকে শুরু করে মিড-ডে-মিল সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছিল ৷ সম্প্রতি ট্যাব কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে মালদার বৈষ্ণবনগর ও চোপড়া থেকে একাধিক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই মনোজিতের নাম উঠে আসে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মনোজিতের নামে বিভিন্ন ব্যাঙ্কে 15 থেকে 20 টি অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টগুলিতেই মূলত টাকা ঢুকত। সমস্ত অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। এদিকে, রবিবার সকালে এই বিষয়ে মনোজের দাদা বিশ্বজিৎ বর্মন জানান, এ ব্যাপারে তাঁর বিশেষ কিছু জানা নেই ৷ শনিবার তাঁদের থানায় ডাকা হয়েছিল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.