ETV Bharat / state

দেগঙ্গায় উদ্ধার বোমা - bomb

উত্তর 24পরগনার দেগঙ্গা থেকে উদ্ধার তিনটি বোমা । আটক বাড়ির দুই বাসিন্দা ইয়াকুব মণ্ডল ও মারুফ মণ্ডল ।

এই ঘর থেকেই উদ্ধার হয় বোমা
author img

By

Published : May 17, 2019, 3:25 PM IST

Updated : May 17, 2019, 3:39 PM IST

বারাসাত, 17 মে : ভোটের মাত্র দু-দিন বাকি । কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তর 24 পরগনার বারাসাত, বসিরহাট ও দমদম কেন্দ্র । এরই মধ্যে উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে উদ্ধার তিনটি বোমা । আটক করা হয় বেড়াচাঁপার বেলপুরের বাসিন্দা ইয়াকুব মণ্ডল এবং মারুফ মণ্ডলকে । খবর পেয়ে আসে দেগঙ্গা থানার পুলিশ এবং ভোটের কাজে আসা জওয়ানরাও । অবশেষে বম স্কয়্যাড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।

ভিডিয়োয় দেখুন বক্তব্য

ভোটের দু'দিন আগে, কংগ্রেস কর্মী ইয়াকুব মণ্ডলের বাড়ির ইলেকট্রিক মিটারের ঘর থেকে উদ্ধার হয় ব্যাগের মধ্যে রাখা তিনটি বোমা । ঘটনাটি উত্তর 24 পরগনার দেগঙ্গার অন্তগর্ত বেড়াচাঁপার 1 নম্বর পঞ্চায়েতের বেলপুর গ্রামের । ইলেকট্রিক ঘরে বোমা রয়েছে খবরটা চাউর হতেই এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ও ভোটের নিরাপত্তার কাজে নিযুক্ত জওয়ানরা । সন্দেহের খাতিরে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ওই বাড়ির দুই বাসিন্দা ইয়াকুব ও মারুফকে । তাদের পরিবারের সদস্য মমতাজ বিবির অভিযোগ, ইয়াকুব ও তার পরিবার কংগ্রেসের সমর্থক বলে তাদেরকে ফাঁসানোর জন্যই চক্রান্ত করে বোমাগুলো রাখা হয়েছিল ইলেকট্রিক মিটারের ঘরে। পুলিশ সেটার তদন্ত না করেই দু'জনকে আটক করে থানায় নিয়ে এসেছে । এর পিছনে শাসকদল‌ই জড়িত বলে মনে করছেন তারা । অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

গতকাল ভোটের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বারাসতের জেলাশাসকের দপ্তরে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় দুই পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক । তারমাঝেই বোমা উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন ।

বারাসাত, 17 মে : ভোটের মাত্র দু-দিন বাকি । কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তর 24 পরগনার বারাসাত, বসিরহাট ও দমদম কেন্দ্র । এরই মধ্যে উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে উদ্ধার তিনটি বোমা । আটক করা হয় বেড়াচাঁপার বেলপুরের বাসিন্দা ইয়াকুব মণ্ডল এবং মারুফ মণ্ডলকে । খবর পেয়ে আসে দেগঙ্গা থানার পুলিশ এবং ভোটের কাজে আসা জওয়ানরাও । অবশেষে বম স্কয়্যাড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।

ভিডিয়োয় দেখুন বক্তব্য

ভোটের দু'দিন আগে, কংগ্রেস কর্মী ইয়াকুব মণ্ডলের বাড়ির ইলেকট্রিক মিটারের ঘর থেকে উদ্ধার হয় ব্যাগের মধ্যে রাখা তিনটি বোমা । ঘটনাটি উত্তর 24 পরগনার দেগঙ্গার অন্তগর্ত বেড়াচাঁপার 1 নম্বর পঞ্চায়েতের বেলপুর গ্রামের । ইলেকট্রিক ঘরে বোমা রয়েছে খবরটা চাউর হতেই এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ও ভোটের নিরাপত্তার কাজে নিযুক্ত জওয়ানরা । সন্দেহের খাতিরে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ওই বাড়ির দুই বাসিন্দা ইয়াকুব ও মারুফকে । তাদের পরিবারের সদস্য মমতাজ বিবির অভিযোগ, ইয়াকুব ও তার পরিবার কংগ্রেসের সমর্থক বলে তাদেরকে ফাঁসানোর জন্যই চক্রান্ত করে বোমাগুলো রাখা হয়েছিল ইলেকট্রিক মিটারের ঘরে। পুলিশ সেটার তদন্ত না করেই দু'জনকে আটক করে থানায় নিয়ে এসেছে । এর পিছনে শাসকদল‌ই জড়িত বলে মনে করছেন তারা । অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

গতকাল ভোটের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বারাসতের জেলাশাসকের দপ্তরে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় দুই পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক । তারমাঝেই বোমা উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন ।

Last Updated : May 17, 2019, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.