ETV Bharat / state

ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো পূর্ণবয়স্ক হায়েনার

ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণবয়স্ক হায়েনার l বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সুইসা স্টেশনের অদূরে l

হায়েনা
author img

By

Published : Oct 10, 2019, 9:50 PM IST

Updated : Oct 10, 2019, 10:05 PM IST

পুরুলিয়া, 10 অক্টোবর : ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণবয়স্ক হায়েনার । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সুইসা স্টেশনের অদূরে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাঘমুণ্ডি রেঞ্জের কালিমাটি বিট এলাকায় সুইসা থেকে চাণ্ডিল যাওয়ার পথে সম্ভবত রেল লাইন পার হতে গিয়েই মৃত্যু হয়েছে হায়েনাটির । খবর পেয়ে বাঘমুণ্ডি রেঞ্জের বনাধিকারিকরা ঘটনাস্থানে গিয়ে হায়েনাটির দেহ উদ্ধার করে ।

ময়নাতদন্তের পর দেহটি মাটিতে পুঁতে দেওয়া হয় । আশপাশের প্রায় 2 কিমি এলাকায় জঙ্গল না থাকা সত্ত্বেও হায়েনাটি কিভাবে সেখানে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর ।

পুরুলিয়া, 10 অক্টোবর : ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণবয়স্ক হায়েনার । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সুইসা স্টেশনের অদূরে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাঘমুণ্ডি রেঞ্জের কালিমাটি বিট এলাকায় সুইসা থেকে চাণ্ডিল যাওয়ার পথে সম্ভবত রেল লাইন পার হতে গিয়েই মৃত্যু হয়েছে হায়েনাটির । খবর পেয়ে বাঘমুণ্ডি রেঞ্জের বনাধিকারিকরা ঘটনাস্থানে গিয়ে হায়েনাটির দেহ উদ্ধার করে ।

ময়নাতদন্তের পর দেহটি মাটিতে পুঁতে দেওয়া হয় । আশপাশের প্রায় 2 কিমি এলাকায় জঙ্গল না থাকা সত্ত্বেও হায়েনাটি কিভাবে সেখানে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর ।

Intro:পুরুলিয়া : ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণ বয়স্ক হায়নার l বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সুইসা স্টেশনের অদূরে l স্থানীয়দের কথায়, বাঘমুন্ডি রেঞ্জের কালিমাটি বিট এলাকায় সুইসা থেকে চান্ডিল যাওয়ার মাঝপথে রেল লাইন পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে হায়নাটির l খবর পেয়ে বাঘমুন্ডি রেঞ্জের বনাধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে হায়নাটি উদ্ধার করে l পরে সেটির ময়নাতদন্তের পর মাটিতে পুঁতে দেওয়া হয় l আশপাশের প্রায় 2 কিমি কোন জঙ্গল না থাকা সত্ত্বেও হায়নাটি কিভাবে ওই স্থানে পৌছালো তার তদন্ত শুরু করেছে বন দপ্তর lBody:পুরুলিয়া : ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণ বয়স্ক হায়নার l বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সুইসা স্টেশনের অদূরে l স্থানীয়দের কথায়, বাঘমুন্ডি রেঞ্জের কালিমাটি বিট এলাকায় সুইসা থেকে চান্ডিল যাওয়ার মাঝপথে রেল লাইন পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে হায়নাটির l খবর পেয়ে বাঘমুন্ডি রেঞ্জের বনাধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে হায়নাটি উদ্ধার করে l পরে সেটির ময়নাতদন্তের পর মাটিতে পুঁতে দেওয়া হয় l আশপাশের প্রায় 2 কিমি কোন জঙ্গল না থাকা সত্ত্বেও হায়নাটি কিভাবে ওই স্থানে পৌছালো তার তদন্ত শুরু করেছে বন দপ্তর lConclusion:পুরুলিয়া : ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণ বয়স্ক হায়নার l বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সুইসা স্টেশনের অদূরে l স্থানীয়দের কথায়, বাঘমুন্ডি রেঞ্জের কালিমাটি বিট এলাকায় সুইসা থেকে চান্ডিল যাওয়ার মাঝপথে রেল লাইন পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে হায়নাটির l খবর পেয়ে বাঘমুন্ডি রেঞ্জের বনাধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে হায়নাটি উদ্ধার করে l পরে সেটির ময়নাতদন্তের পর মাটিতে পুঁতে দেওয়া হয় l আশপাশের প্রায় 2 কিমি কোন জঙ্গল না থাকা সত্ত্বেও হায়নাটি কিভাবে ওই স্থানে পৌছালো তার তদন্ত শুরু করেছে বন দপ্তর l
Last Updated : Oct 10, 2019, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.