হায়দরাবাদ, 8 নভেম্বর: শেট্টি পরিবারে খুশির খবর ৷ দাদু হতে চলেছেন দ্য 'শেট্টি সাহাব' ৷ বিয়ে হয়েছে প্রায় দু'বছর আগে ৷ এবার কোল আলো করে আসছে কেএল রাহুল ও আথিয়া শেট্টির প্রথম সন্তান ৷ শুক্রবার বিকেলের দিকে হবু মা-বাবা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে অনুরাগীদের এই সুখবর শোনালেন ৷
পাশাপাশি তারকা জুটি এদিন জানিয়ে দিলেন কবে আসতে চলেছে তাঁদের সন্তান ৷ সোশালে তাঁরা একটি কার্ড পোস্ট করে লিখেছেন, "আমাদের জীবনে একমুঠো আশীর্বাদ আসছে 2025-এ' ৷ তারপাশেই রয়েছে একটি শিশুর পায়ের ছবি ৷ এই পোস্টটি অভিনেত্রী সাদা হৃদয়ের ইমোজি ক্যাপশনে দিয়ে পোস্ট করেন। সঙ্গে ট্যাগ করেছেন স্বামী কে এল রাহুলকেও।
আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বাণী কাপুর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা। অভিনেত্রী ও ক্রিকেটারের কমেন্ট সেকশনও অনুরাগীরাও শুভেচ্ছায় বরে উঠেছে ৷
উল্লেখ্য, 2019 সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তারপর বছর পাঁচের প্রেম। দীর্ঘ প্রেমের সময় কাটিয়ে তাঁরা 2023-এর 23 জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ৷ সুনীল শেট্টির খান্ডালার ফার্মহাউজে বসেছিল তাঁদের বিবাহ বাসর। তাঁদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছিল সেই সময়। এবছরের এপ্রিল মাসে আচমকাই রটে তিনি মা হচ্ছেন। আথিয়ার ক্রিকেটার সঙ্গে প্রেম জীবন থেকে শুরু করে তাঁদের বিয়ের সুখবর, কোনওকিছুই রাখঢাক করেননি তাঁরা ৷ আর এবার বাবা, মা হওয়ার খবরও জানিয়ে দিলেন তারকা জুটি ৷