কলকাতা, 8 নভেম্বর: জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল রাজ্য টেবল টেনিসে খেলতে নেমে স্মৃতিমেদুর প্রাপ্তি সেন। কয়েক মাস আগে প্রয়াত হয়েছেন 'দ্রোণাচার্য' কোচ । তাঁকে শ্রদ্ধা জানাতেই বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশন তাঁর নামে রাজ্য টেবল টেনিস করার এই উদ্যোগ নিয়েছে। নর্থ কলকাতা টেবল টেনিস সংস্থার ব্যবস্থাপনায় বড়বাজার যুবক সংঘের কোর্টে 5 নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য চ্যাম্পিয়নশিপ। যা শেষ হবে মঙ্গলবার অর্থাৎ, 12 নভেম্বর। স্বাভাবিকভাবেই রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ঘিরে প্যাডলারদের উৎসাহ চোখে পড়ার মত।
তবে হাজার দেড়েক প্যাডলারের ভিড়ে দ্রোণাচার্যকে খুঁজে বেড়াচ্ছেন একনিষ্ঠ শিক্ষার্থী প্রাপ্তি সেন। দলগত ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও অংশ নিচ্ছেন । প্রত্যেকটি ম্যাচের আগেই প্রাপ্তি আবেগতাড়িত। মহিলা প্যাডলার বলেন, "ভীষণ ইমোশনাল ব্যাপার আমার কাছে। বোটনদা'র (জয়ন্ত পুশিলাল) ছবির সামনে কোনও প্রতিযোগিতা খেলতে হবে কোনওদিন ভাবিনি। ছাত্রী হিসেবে শ্রদ্ধা জানাতে একটা কাজই করতে পারি, ভালো খেলা। বোটনদা প্রয়াত হওয়ার পরে যে টুর্নামেন্টগুলো খেলেছি সবজায়গায় ভালো খেলার চেষ্টা করছি। যাতে স্যারকে শ্রদ্ধা জানাতে পারি।"
প্রাপ্তি আরও জানান, জয়ন্ত পুশিলাল আমাকে গড়ে তুলেছেন। আজ যেটুকু সবই স্যরের জন্য। উনি চাইতেন যাতে ভালো খেলি। তাই শ্রদ্ধা জানাতে ভালো খেলাকেই পাখির চোখ করছেন বলে জানান প্রাপ্তি। রাজ্য টিটি'তে প্রাপ্তি মহিলা দলগত বিভাগের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও খেলছেন। এরপর পাঁচকুলায় ন্যাশনাল রাঙ্কিং রাউন্ডে চণ্ডীগড় ইনস্টিটিউট টুর্নামেন্টে রেলের হয়ে নামবেন প্রাপ্তি।
এরপর ডিসেম্বরে ন্যাশানাল ব়্যাঙ্কিং রাউন্ডে খেলবেন। টেবল টেনিসের জাতীয় ক্যালেন্ডারে যে ক'টি টুর্নামেন্ট রয়েছে, সব ক'টিতেই অংশ নেবেন প্রাপ্তি। আর প্রতিটিতেই ভালো খেলে সাফল্যকে পাখির চোখ করছেন প্রাপ্তি, যাতে স্যর জয়ন্ত পুশিলালকে শ্রদ্ধা জানানো যায়।
দলগত বিভাগ:
অনূর্ধ্ব-11 বালক
চ্যাম্পিয়ন: উত্তর 24 পরগনা, রানার্স: উত্তর কলকাতা
অনূর্ধ্ব-11 বালিকা
চ্যাম্পিয়ন: উত্তর কলকাতা, রানার্স: উত্তর 24 পরগনা।
অনূর্ধ্ব-19 বালক
চ্যাম্পিয়ন: উত্তর 24 পরগনা, রানার্স: হাওড়া
অনূর্ধ্ব- 19 বালিকা
চ্যাম্পিয়ন: উত্তর 24 পরগনা, রানার্স: পূর্ব কলকাতা।
অনূর্ধ্ব- 13 বালক
চ্যাম্পিয়ন: উত্তর কলকাতা, রানার্স: উত্তর 24 পরগনা
অনূর্ধ্ব- 13 বালিকা
চ্যাম্পিয়ন: দক্ষিণ কলকাতা, রানার্স: উত্তর 24 পরগনা
অনূর্ধ্ব- 15 বালক
চ্যাম্পিয়ন: হাওড়া, রানার্স: উত্তর 24 পরগনা
অনূর্ধ্ব- 15 বালিকা
চ্যাম্পিয়ন: দক্ষিণ কলকাতা, রানার্স: উত্তর 24 পরগনা