ঝালদা, 14 এপ্রিল : ঝালদা-কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল আইসি সঞ্জীব ঘোষকে । কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় বেশ কিছু অডিয়ো ভাইরাল হয় ৷ তাতেই নাম জড়িয়ে যায় আইসির । এমনকী নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুও প্রথম থেকেই দাবি করে আসছেন, ঘটনার সঙ্গে জড়িত ঝালদা থানার আইসি (CBI summons IC Sanjib Ghosh) । তদন্তভার নেওয়ার পরেই আইসিকে তলব করল সিবিআই ৷
ভাইরাল হওয়া অডিয়োতে আইসি সঞ্জীব ঘোষ এবং তপন কান্দুর ভাইপো মিঠুনের মধ্যে কথোপকথন শোনা গিয়েছিল ৷ আইসি বলেন, "আমার নাম করে অভিযোগ করে কি ভাল করছিস ? আমি সাসপেন্ড হয়ে গেলে বা আমার চাকরি চলে গেলে বউ, ছেলে, মেয়ে না খেতে পেয়ে মারা গেলে কি তোদের ভাল হবে ?" যদিও সাংবাদিক বৈঠকে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান জানিয়েছিলেন, ‘‘তদন্ত বলছে এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আইসি জড়িত নন ৷’’
আরও পড়ুন : ঝালদায় কাউন্সিলর খুনের তদন্তে ভাষাগত সমস্যায় বিপাকে সিবিআই
প্রসঙ্গত, 13 মার্চ বিকেলে গুলিবিদ্ধ হন পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Councillor Murder Case) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত তপনবাবুকে উদ্ধার করে ঝাড়খণ্ডের রাঁচিতে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় গুলি এবং বন্দুকের ম্যাগাজিন ।