ETV Bharat / state

তমলুকে দোকানের শাটার কেটে চুরি

author img

By

Published : Jan 6, 2020, 9:38 PM IST

ঘড়ির দোকানের মালিক সালাউদ্দিন খান জানিয়েছেন, "স্থানীয়দের তরফে ভোর নাগাদ ফোনে খবর পেয়েছি চুরির কথা । দোকানে এসে দেখি সামনে শোকেসে থাকা সমস্ত হাতঘড়ি চোরেরা নিয়ে গিয়েছে।"

theft in 3 shops
দোকানের শাটার কেটে চুরি

তমলুক, 6 জানুয়ারি : রাতের অন্ধকারে শাটার কেটে মোট তিনটি দোকানে চুরি । তমলুক শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা জেলা হাসপাতাল চত্বর থেকে তিনটি দোকান চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা সদর তমলুকের হাসপাতাল মোড় ও তার সংলগ্ন এলাকা বাদামতলায় একটি মোবাইল ও কম্পিউটার পার্টসের দোকান, একটি ঘড়ির দোকান ও একটি ওষুধের দোকানে চুরি হয় গতরাতে । অন্য দিনের মতোই রাত বারোটা নাগাদ দোকানে তালা লাগিয়ে বাড়ি ফেরেন মালিকরা । আজ ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মালিক এসে দেখেন, দোকান থেকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে চোরেরা । ব্যস্ত ও অত্যন্ত জনবহুল এলাকায় লোহার পাত দিয়ে শাটার কেটে দোকান চুরির খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার অন্য ব্যবসায়ীরা ।

ঘড়ির দোকানের মালিক সালাউদ্দিন খান জানিয়েছেন, "স্থানীয়দের তরফে ভোর নাগাদ ফোনে খবর পেয়েছি চুরির কথা । দোকানে এসে দেখি সামনে শোকেসে থাকা সমস্ত হাতঘড়ি চোরেরা নিয়ে গিয়েছে।" তিনটি দোকান চুরির ঘটনায় ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি । তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, "দোকান মালিকদের তরফে চুরির অভিযোগ পেয়েছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

তমলুক, 6 জানুয়ারি : রাতের অন্ধকারে শাটার কেটে মোট তিনটি দোকানে চুরি । তমলুক শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা জেলা হাসপাতাল চত্বর থেকে তিনটি দোকান চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা সদর তমলুকের হাসপাতাল মোড় ও তার সংলগ্ন এলাকা বাদামতলায় একটি মোবাইল ও কম্পিউটার পার্টসের দোকান, একটি ঘড়ির দোকান ও একটি ওষুধের দোকানে চুরি হয় গতরাতে । অন্য দিনের মতোই রাত বারোটা নাগাদ দোকানে তালা লাগিয়ে বাড়ি ফেরেন মালিকরা । আজ ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মালিক এসে দেখেন, দোকান থেকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে চোরেরা । ব্যস্ত ও অত্যন্ত জনবহুল এলাকায় লোহার পাত দিয়ে শাটার কেটে দোকান চুরির খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার অন্য ব্যবসায়ীরা ।

ঘড়ির দোকানের মালিক সালাউদ্দিন খান জানিয়েছেন, "স্থানীয়দের তরফে ভোর নাগাদ ফোনে খবর পেয়েছি চুরির কথা । দোকানে এসে দেখি সামনে শোকেসে থাকা সমস্ত হাতঘড়ি চোরেরা নিয়ে গিয়েছে।" তিনটি দোকান চুরির ঘটনায় ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি । তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, "দোকান মালিকদের তরফে চুরির অভিযোগ পেয়েছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

Intro:তমলুক,৬ জানুয়ারি: রাতের অন্ধকারে তমলুকে সাটার কেটে মোট তিনটি দোকানে চুরি। শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা জেলা হাসপাতাল চত্বর থেকে তিনটি দোকান চুরির ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।
Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা সদর শহর তমলুকের হাসপাতাল মোড় ও তার সংলগ্ন এলাকা বাদামতলায় থাকা একটি মোবাইল ও কম্পিউটার পার্টস এর দোকান, দোকান একটি ঘড়ির দোকান ও একটি ওষুধের দোকানে চুরি হয় গত রাতে। অন্যান্য দিনের মতোই রাত্রি বারোটা নাগাদ দোকান লাগিয়ে বাড়ি ফিরেছিলেন মালিকেরা। ভোর নাগাদ স্থানীয়দের তরফে ফোনে খবর পেয়ে দোকান মালিক এসে দেখান দোকান থেকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে চোরেরা। ব্যস্ত ও অত্যন্ত জনবহুল এলাকায় লোহার পাত দিয়ে শাটার কেটে দোকান চুরির খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারাও।Conclusion:ঘড়ি দোকানের মালিক সালাউদ্দিন খান জানিয়েছেন, স্থানীয়দের তরফে ভোর নাগাদ ফোনে খবর পেয়েছি দোকান চুরির কথা। দোকানে এসে দেখি সামনে শোকেসে থাকা সমস্ত হাতঘড়ি চোরেরা নিয়ে গিয়েছে।

তিনটি দোকান চুরির ঘটনায় ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, দোকান মালিকদের তরফে চুরির অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.