ETV Bharat / state

সামনেই উৎসব, প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee on Puja Festival - MAMATA BANERJEE ON PUJA FESTIVAL

CM Mamata Banerjee: বন্যা পরিস্থিতি পর্যালোচনা পাশাপাশি উৎসবেও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পাহাড় সফর থেকে সোজা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন নবান্নে ৷ সেখানেই প্রশাসনকে সতর্ক থাকতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এদিন বৈঠক শেষে এমনটাই জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷

CM Mamata Banerjee
প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মমতার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 9:35 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: উত্তরবঙ্গ থেকে নবান্নে ফিরেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পর্যালোচনা বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দফতরের অফিসাররা উপস্থিত ছিলেন। সেখানেই বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যকে দ্রুত একটা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি জানিয়েছেন, এই বৈঠক থেকে সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে। যেখানে জল রয়েছে সেখানে ত্রাণের কাজ নিরবিচ্ছিন্নভাবে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইভাবে যেখানে জল নেমে গিয়েছে সেখানে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে বলেছেন তিনি।

কোশী নদী জল ছাড়ায় দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যসচিব আজ বলেন, "গতকাল মুর্শিদাবাদ পর্যন্ত পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছিল। এই অবস্থায় আজ দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদকে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে নিচু জায়গায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যসচিব জানিয়েছেন, ডিভিসির জল ছাড়ার কারণে যে যে জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সে সব জেলার জেলাশাসকের কাছ থেকেও আজকের বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনার বনগাঁ, গাইঘাটা, গোবরডাঙার কিছু কিছু এলাকায় যেখানে জল জমার খবর ছিল সে সম্পর্কে আপডেট পাওয়া গিয়েছে।

মুখ্যসচিবের আরও সংযোজন, "বন্যার কারণে বাড়িঘর থেকে ব্যক্তিগত জনজীবনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য ত্রাণের কাজ চালিয়ে যেতে হবে। যেহেতু উৎসবের সময় আসছে, তাই আমাদের আরও বেশি করে সক্রিয় থাকতে হবে। যাঁরা বিপদের মধ্যে রয়েছেন, প্রশাসনকে তাঁদের সঙ্গে থাকতে হবে। ইতিমধ্যে জেলাগুলিকে সমস্ত ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও যে কোনও সাহায্যের প্রয়োজন হলে তা রাজ্য সরকারের তরফ থেকে করা হবে।" এছাড়া দক্ষিণবঙ্গে আজ কোথায়, কী অবস্থা রয়েছে তা নিয়েও পর্যালোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

একইসঙ্গে এদিনের বৈঠকে পাহাড়ে ক্ষয়ক্ষতি নিয়েও পর্যালোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, "রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট দফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সামনেই দুর্গোৎসব, এই অবস্থায় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। রাজ্যস্তরে কার্নিভ্যাল নিয়েও আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। এক্ষেত্রে যে যে প্রস্তুতি নেওয়ার, তা নেওয়া হচ্ছে বলেও জানান মনোজ পন্থ।

কলকাতা, 30 সেপ্টেম্বর: উত্তরবঙ্গ থেকে নবান্নে ফিরেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পর্যালোচনা বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দফতরের অফিসাররা উপস্থিত ছিলেন। সেখানেই বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যকে দ্রুত একটা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি জানিয়েছেন, এই বৈঠক থেকে সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে। যেখানে জল রয়েছে সেখানে ত্রাণের কাজ নিরবিচ্ছিন্নভাবে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইভাবে যেখানে জল নেমে গিয়েছে সেখানে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে বলেছেন তিনি।

কোশী নদী জল ছাড়ায় দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যসচিব আজ বলেন, "গতকাল মুর্শিদাবাদ পর্যন্ত পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছিল। এই অবস্থায় আজ দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদকে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে নিচু জায়গায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যসচিব জানিয়েছেন, ডিভিসির জল ছাড়ার কারণে যে যে জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সে সব জেলার জেলাশাসকের কাছ থেকেও আজকের বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনার বনগাঁ, গাইঘাটা, গোবরডাঙার কিছু কিছু এলাকায় যেখানে জল জমার খবর ছিল সে সম্পর্কে আপডেট পাওয়া গিয়েছে।

মুখ্যসচিবের আরও সংযোজন, "বন্যার কারণে বাড়িঘর থেকে ব্যক্তিগত জনজীবনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য ত্রাণের কাজ চালিয়ে যেতে হবে। যেহেতু উৎসবের সময় আসছে, তাই আমাদের আরও বেশি করে সক্রিয় থাকতে হবে। যাঁরা বিপদের মধ্যে রয়েছেন, প্রশাসনকে তাঁদের সঙ্গে থাকতে হবে। ইতিমধ্যে জেলাগুলিকে সমস্ত ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও যে কোনও সাহায্যের প্রয়োজন হলে তা রাজ্য সরকারের তরফ থেকে করা হবে।" এছাড়া দক্ষিণবঙ্গে আজ কোথায়, কী অবস্থা রয়েছে তা নিয়েও পর্যালোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

একইসঙ্গে এদিনের বৈঠকে পাহাড়ে ক্ষয়ক্ষতি নিয়েও পর্যালোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, "রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট দফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সামনেই দুর্গোৎসব, এই অবস্থায় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। রাজ্যস্তরে কার্নিভ্যাল নিয়েও আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। এক্ষেত্রে যে যে প্রস্তুতি নেওয়ার, তা নেওয়া হচ্ছে বলেও জানান মনোজ পন্থ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.