কাকদ্বীপ, 30 সেপ্টেম্বর: আবারও কাঠগড়ায় রাজ্যের সিভিক ভলান্টিয়ার। আরজি করের ঘটনার পর এবারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা থানার অন্তর্গত পাথরপ্রতিমা কলেজের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পাথরপ্রতিমা থানা এলাকায় এক ছাত্রী কলেজের একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। থানাতেই কর্মরত অমিতাভ বাড়ুই নামে এক সিভিক ভলান্টিয়ার সেই সময় ওই ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে শ্লীলতাহানি করে। এরপরই ওই ছাত্রীর পরিবার পাথরপ্রতিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারকে সোমবার কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করা হয় বলেও জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার এক কলেজ ছাত্রী পরিবারের লোকের সঙ্গে পাথরপ্রতিমা থানায় এসে অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কলেজ ছাত্রীর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস জানান, পাথরপ্রতিমা মহাবিদ্যালয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ৷ সেই ছাত্রীকে রাস্তা আটকে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করে অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার।
ওই ছাত্রীকে সিভিক ভলেন্টিয়ার জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। এমনকী ওই ছাত্রীর মোবাইল ফোন ও বেশ কিছু নগদ টাকা কেড়ে নেয় অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার। গোটা বিষয়টা ওই ছাত্রী তার বাড়িতে এসে জানালে, তাঁর মা পাথরপ্রতিমা থানায় গিয়ে অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে প্রাথরপ্রতিমা থানার পুলিশ।