ETV Bharat / state

Extramarital Affair বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে স্ত্রীর কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে হাজির স্বামী - স্ত্রীর কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে হাজির স্বামী

কলেজ পড়ুয়া এক ছাত্রের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনলেন স্বামী (Extramarital Affair) ৷ তারপরই কোমরে দড়ি বেঁধে মারতে মারতে স্ত্রীকে থানায় নিয়ে আসে তিনি ৷ স্বামীর নাম মণিরুল শেখ ৷

Extramarital Affair
Extramarital Affair
author img

By

Published : Aug 29, 2022, 8:59 PM IST

মহিষাদল, 29 অগস্ট: স্ত্রীর কোমরে দড়ি বেঁধে মারতে মারতে থানায় নিয়ে হাজির হলেন স্বামী ৷ এমনই ঘটনা দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মহিষাদল থানা এলাকায় । স্বামীর অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন স্ত্রী (Husband alleged wife for Extramarital Affair) ৷ অন্য পুরুষের সঙ্গে হাতে নাতে ধরেছেন তিনি । এরপরই কোমরে দড়ি বেঁধে স্ত্রীকে থানায় নিয়ে হাজির হয় স্বামী ।

জানা গিয়েছে, গত সাত বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল অর্পিতা সামন্ত এবং মণিরুল শেখ। সাত বছরের বিবাহিত জীবনের আগে অর্পিতার একটি বিবাহ হয়েছিল । বিবাহ বিচ্ছেদের পরে বাপের বাড়ি সুতাহাটাতে থাকতে শুরু করে তিনি । তাঁর পূর্বের একটি সন্তানও রয়েছে । সেখানেই মণিরুলের সঙ্গে পরিচয় হয় তাঁর এবং তা ভালোবাসার সম্পর্কে গড়ায় । পরে তাঁরা বিবাহ করেন ।

মণিরুল শেখের বাড়ি নন্দকুমার এলাকায় । তাঁর অভিযোগ, সাত বছরের বিবাহিত সম্পর্কের পরে অর্পিতা একটি বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে । মণিরুলের বাড়িতেও যাতায়াত ছিল ছেলেটির । সে কলেজ পড়ুয়া (College Student) ।

স্ত্রীর কোমরে দড়ি বেঁধে মারতে মারতে থানায় নিয়ে হাজির হলেন স্বামী

আরও পড়ুন: অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী-র বিরুদ্ধে

মণিরুলের আরও অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) কথা অর্পিতা অস্বীকার করলে স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করেন তিনি । গত শনিবার অর্পিতা বাপের বাড়ি চলে যায়, তিনি বারবার আসার জন্য অনুরোধ করলে জানায় মঙ্গলবার বাড়ি ফিরবে অর্পিতা । সন্দেহ হয় মণিরুলের । নজর রাখতে শুরু করেন তিনি স্ত্রীয়ের উপর ৷ সোমবার হাতেনাতে স্ত্রীকে ধরে ফেলেন বলে জানান স্বামী মণিরুল । তারপরই কোমরে দড়ি বেঁধে মারতে মারতে স্ত্রীকে থানায় নিয়ে আসে এবং পুলিশের কাছে তুলে দেয় তিনি । এখন মণিরুলের দাবি, ওই ছেলের সঙ্গেই তাঁর স্ত্রীর বিয়ে দেবেন ।

মহিষাদল, 29 অগস্ট: স্ত্রীর কোমরে দড়ি বেঁধে মারতে মারতে থানায় নিয়ে হাজির হলেন স্বামী ৷ এমনই ঘটনা দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মহিষাদল থানা এলাকায় । স্বামীর অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন স্ত্রী (Husband alleged wife for Extramarital Affair) ৷ অন্য পুরুষের সঙ্গে হাতে নাতে ধরেছেন তিনি । এরপরই কোমরে দড়ি বেঁধে স্ত্রীকে থানায় নিয়ে হাজির হয় স্বামী ।

জানা গিয়েছে, গত সাত বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল অর্পিতা সামন্ত এবং মণিরুল শেখ। সাত বছরের বিবাহিত জীবনের আগে অর্পিতার একটি বিবাহ হয়েছিল । বিবাহ বিচ্ছেদের পরে বাপের বাড়ি সুতাহাটাতে থাকতে শুরু করে তিনি । তাঁর পূর্বের একটি সন্তানও রয়েছে । সেখানেই মণিরুলের সঙ্গে পরিচয় হয় তাঁর এবং তা ভালোবাসার সম্পর্কে গড়ায় । পরে তাঁরা বিবাহ করেন ।

মণিরুল শেখের বাড়ি নন্দকুমার এলাকায় । তাঁর অভিযোগ, সাত বছরের বিবাহিত সম্পর্কের পরে অর্পিতা একটি বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে । মণিরুলের বাড়িতেও যাতায়াত ছিল ছেলেটির । সে কলেজ পড়ুয়া (College Student) ।

স্ত্রীর কোমরে দড়ি বেঁধে মারতে মারতে থানায় নিয়ে হাজির হলেন স্বামী

আরও পড়ুন: অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী-র বিরুদ্ধে

মণিরুলের আরও অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) কথা অর্পিতা অস্বীকার করলে স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করেন তিনি । গত শনিবার অর্পিতা বাপের বাড়ি চলে যায়, তিনি বারবার আসার জন্য অনুরোধ করলে জানায় মঙ্গলবার বাড়ি ফিরবে অর্পিতা । সন্দেহ হয় মণিরুলের । নজর রাখতে শুরু করেন তিনি স্ত্রীয়ের উপর ৷ সোমবার হাতেনাতে স্ত্রীকে ধরে ফেলেন বলে জানান স্বামী মণিরুল । তারপরই কোমরে দড়ি বেঁধে মারতে মারতে স্ত্রীকে থানায় নিয়ে আসে এবং পুলিশের কাছে তুলে দেয় তিনি । এখন মণিরুলের দাবি, ওই ছেলের সঙ্গেই তাঁর স্ত্রীর বিয়ে দেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.