কাঁথি, 26 মার্চ: লকডাউনের সমর্থনে জনগণকে সচেতন করার অপরাধে আক্রমনের মুখে পড়ল কাউন্সিলর ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার এক নম্বর ওয়ার্ড দারুয়া এলাকায় ।
লকডাউনের প্রয়োজনীয়তা বোঝাতে ও তার সমর্থনে জনগণকে সচেতন করতে রাস্তায় বেরিয়েছিলেন কাঁথি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেক সাবুল । অন্যদিকে প্রতিদিনের মতোই কাল রাতেও কাঁথি মহকুমাশাসক কাঁথি ১ নম্বর ব্লকের BDO, কাঁথি থানার আইসি ও মহিলা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় টহল দেওয়া শুরু হয়। সেই টহল দেওয়ার সময় ১ নম্বর ওয়ার্ড এলাকায় বেশ কয়েকজন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন । পুলিশ গাড়ি দেখার সঙ্গে সঙ্গেই তাঁরা ছুটে পালিয়ে যান । তবে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এবং বন্ধ করে দেওয়া হয় চায়ের দোকানগুলি ।
এই ঘটনার পরই এলাকার মোড়ল শেখ মোমা তাঁর আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে কাউন্সিলর সেখ সাবুলের উপর চড়াও হয় । তার সঙ্গে থাকা তিনজনকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ ।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, ‘‘সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউন সম্পর্কে জনগণকে সচেতন করার পর নিজের পার্টি অফিসে অনুগামীদের সঙ্গে কথা বলছিলাম । সেই সময় গ্রামের মোড়োল সেক মোমা তাঁর আত্মীয়-স্বজনদের নিয়ে আমার পার্টি অফিসে এসে আমাকে অকথ্য ভাষায় কটূক্তি করে এবং হেনস্থা করে । আমার সঙ্গে থাকা তিন কর্মীকে মারধরও করে তারা। এই মর্মে আমি রাতেই কাঁথি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি ।’’
কাঁথি থানার IC সুনয়ন বসু বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি আমরা ৷ পুলিশের তরফ থেকে তদন্তও শুরু করা হয়েছে । তবে এই বিষয়ে গ্রামের মোড়ল শেখ মোমার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।