ETV Bharat / state

বুদবুদে দেওয়াল দখলে মরিয়া ক্ষুব্ধ ‘আদি বিজেপি’

পূর্ব বর্ধমানের বুদবুদে কোন্দল বাড়ছে বিজেপির অন্দরে ৷ বাড়ছে আদি বনাম নব্যর লড়াই ৷ ভোটের আগে শুরু হয়েছে দেওয়াল দখলের হিড়িকও ৷ সেখানেই দেখা মিলছে ‘আদি বিজেপি’দের ৷

west bengal assembly election 2021_Wb_dur_01_bjp interclash in budbud police station area_7204345
বুদবুদে দেওয়াল দখলে মরিয়া ক্ষুব্ধ ‘আদি বিজেপি’
author img

By

Published : Feb 25, 2021, 3:57 PM IST

বুদবুদ, 25 ফেব্রুয়ারি : এখনও রাজ্য়ের শাসন ক্ষমতায় আসেনি দল ৷ সবেমাত্র বিরোধী আসনে দখল বেড়েছে ৷ এদিকে শিয়রে ভোট ৷ এমন একটা শিরে সংক্রান্তি সময়েই আদি বনাম নব্যর বিবাদে নাস্তানাবুদ বুদবুদের বিজেপি নেতৃত্ব ৷

বিজেপির পুরানো নেতা-কর্মীদের অভিযোগ, দলে যোগ দেওয়া নতুন নেতা-কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ অথচ এই নবাগতদের অধিকাংশই হয় তৃণমূল, আর না হয় সিপিএম ছেড়ে দলে যোগ দিয়েছেন ৷ এখন সেই তাঁরাই পিছনে ঠেলে দিয়েছেন বিজেপির ‘আদি’ বাহিনীকে ৷ আর তাতেই বাড়ছে মান-অভিমানের পালা ৷ যার প্রতিফলন ঘটছে দেওয়াল লিখনেও ৷ পূর্ব বর্ধমানের বুদবুদের সোঁয়াই গ্রামে ফের দেওয়াল দখল করেছেন ‘আদি বিজেপি’রা ৷

এই এলাকার বিজেপি নেতা মিলন বাউরি জানান, 26 বছর ধরে দল করছেন তিনি ৷ অথচ নতুনরা দলে ঢুকতেই তাঁদের আর পাত্তা দেওয়া হচ্ছে না ৷ একই অভিযোগ করেছেন মিলনের সঙ্গে থাকা দলের অন্য নেতা-কর্মীরাও ৷ তাঁদের দাবি, নবাগতদের নিয়েই দলের ও সংগঠনের কাজকর্ম চলছে ৷ এমনকি, ভোটপ্রচারে এলাকার কৌশল কী হবে, তাও তাঁদের জানানো হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে নিজেদের মতো করেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা ৷ দেওয়াল দখলে রাখতে আগেভাগেই তাতে সেঁটে দিয়েছেন ‘আদি বিজেপি’র স্ট্য়াম্প ৷ দলের অন্দরে এমন দ্বন্দ্ব তৈরি হওয়ায় জেলা সভাপতি সন্দীপ নন্দীকেই দায়ী করছেন আদি বিজেপিরা ৷

আরও পড়ুন: বুদবুদে দেওয়াল লিখনে লেখা হল ‘‘আমরা আদি বিজেপি’’

গেরুয়া শিবিরের এই কোন্দলে স্বভাবতই খুশি শাসকদল ৷ তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষের দাবি, ভোট যত এগোবে, ততই বাড়বে দ্বন্দ্ব ৷

বুদবুদ, 25 ফেব্রুয়ারি : এখনও রাজ্য়ের শাসন ক্ষমতায় আসেনি দল ৷ সবেমাত্র বিরোধী আসনে দখল বেড়েছে ৷ এদিকে শিয়রে ভোট ৷ এমন একটা শিরে সংক্রান্তি সময়েই আদি বনাম নব্যর বিবাদে নাস্তানাবুদ বুদবুদের বিজেপি নেতৃত্ব ৷

বিজেপির পুরানো নেতা-কর্মীদের অভিযোগ, দলে যোগ দেওয়া নতুন নেতা-কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ অথচ এই নবাগতদের অধিকাংশই হয় তৃণমূল, আর না হয় সিপিএম ছেড়ে দলে যোগ দিয়েছেন ৷ এখন সেই তাঁরাই পিছনে ঠেলে দিয়েছেন বিজেপির ‘আদি’ বাহিনীকে ৷ আর তাতেই বাড়ছে মান-অভিমানের পালা ৷ যার প্রতিফলন ঘটছে দেওয়াল লিখনেও ৷ পূর্ব বর্ধমানের বুদবুদের সোঁয়াই গ্রামে ফের দেওয়াল দখল করেছেন ‘আদি বিজেপি’রা ৷

এই এলাকার বিজেপি নেতা মিলন বাউরি জানান, 26 বছর ধরে দল করছেন তিনি ৷ অথচ নতুনরা দলে ঢুকতেই তাঁদের আর পাত্তা দেওয়া হচ্ছে না ৷ একই অভিযোগ করেছেন মিলনের সঙ্গে থাকা দলের অন্য নেতা-কর্মীরাও ৷ তাঁদের দাবি, নবাগতদের নিয়েই দলের ও সংগঠনের কাজকর্ম চলছে ৷ এমনকি, ভোটপ্রচারে এলাকার কৌশল কী হবে, তাও তাঁদের জানানো হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে নিজেদের মতো করেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা ৷ দেওয়াল দখলে রাখতে আগেভাগেই তাতে সেঁটে দিয়েছেন ‘আদি বিজেপি’র স্ট্য়াম্প ৷ দলের অন্দরে এমন দ্বন্দ্ব তৈরি হওয়ায় জেলা সভাপতি সন্দীপ নন্দীকেই দায়ী করছেন আদি বিজেপিরা ৷

আরও পড়ুন: বুদবুদে দেওয়াল লিখনে লেখা হল ‘‘আমরা আদি বিজেপি’’

গেরুয়া শিবিরের এই কোন্দলে স্বভাবতই খুশি শাসকদল ৷ তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষের দাবি, ভোট যত এগোবে, ততই বাড়বে দ্বন্দ্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.