ETV Bharat / state

ফণীতে ধান চাষে ক্ষতি হবে না তো ? আশঙ্কায় আত্মঘাতী চাষি

আলু চাষে ক্ষতি । শোধ করতে পারেননি দেড় লাখ টাকার ঋণও । আর এবার ফণীতে ধান চাষের ক্ষতি আশঙ্কায় আত্মঘাতী হলেন এক চাষি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 4, 2019, 5:03 AM IST

কালনা, 4 মে : আগেই ক্ষতি হয়েছে আলু চাষে । মাঠে পড়ে আছে ধান । আর এবার ফণীর কবলে পড়ে ধান চাষে ক্ষতি হতে পারে । এই আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক চাষি । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার ।

মৃতের নাম শংকর ঘোষ (৬৮) । বাড়ি কালনা থানার বড় দরিয়াটন গ্রামে । গতকাল কালনা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয় । অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের তরফে জানানো হয়, ফসলের দাম না পেয়ে দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন শংকর । আর তাই তিনি আত্মহত্যা করেছেন ।

শংকরের বড় ছেলে বলাই ঘোষ বলেন, "এর আগে আলু চাষে ক্ষতি হয় । সেভাবে দাম পায়নি । বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড় লাখ টাকার ঋণ নিয়েছিল । সেই টাকাও শোধ করতে পারেনি বাবা । তার উপর মাঠে এখনও ধান পড়ে রয়েছে । বেশ কয়েকদিন ধরেই বাবা মন-মরা হয়েছিল । ঠিক করে কথা বলছিল না কারও সাথে । আট বিঘা জমিতে ধান চাষ করেছিল । মাঠে জল থাকায় এখনও ধান কাটার কাজ শেষ হয়নি । ফণী ঝড়ে ক্ষয়ক্ষতির কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে । তাই মনে হয় আত্মঘাতী হয়েছে । আমরা কিছুই বুঝতে পারলাম না ।"

কালনা, 4 মে : আগেই ক্ষতি হয়েছে আলু চাষে । মাঠে পড়ে আছে ধান । আর এবার ফণীর কবলে পড়ে ধান চাষে ক্ষতি হতে পারে । এই আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক চাষি । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার ।

মৃতের নাম শংকর ঘোষ (৬৮) । বাড়ি কালনা থানার বড় দরিয়াটন গ্রামে । গতকাল কালনা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয় । অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের তরফে জানানো হয়, ফসলের দাম না পেয়ে দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন শংকর । আর তাই তিনি আত্মহত্যা করেছেন ।

শংকরের বড় ছেলে বলাই ঘোষ বলেন, "এর আগে আলু চাষে ক্ষতি হয় । সেভাবে দাম পায়নি । বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড় লাখ টাকার ঋণ নিয়েছিল । সেই টাকাও শোধ করতে পারেনি বাবা । তার উপর মাঠে এখনও ধান পড়ে রয়েছে । বেশ কয়েকদিন ধরেই বাবা মন-মরা হয়েছিল । ঠিক করে কথা বলছিল না কারও সাথে । আট বিঘা জমিতে ধান চাষ করেছিল । মাঠে জল থাকায় এখনও ধান কাটার কাজ শেষ হয়নি । ফণী ঝড়ে ক্ষয়ক্ষতির কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে । তাই মনে হয় আত্মঘাতী হয়েছে । আমরা কিছুই বুঝতে পারলাম না ।"

Intro:আলু চাষে ক্ষতি, আসছে ফণী, আত্মঘাতী চাষি

সন্তোষ দাস, কালনা

আলু চাষে ক্ষতি হয়েছে এর মধ্যে আসছে ফণী। মাঠে পড়ে আছে ধান। ফের ফণীর কবলে পড়ে আবার ধান চাষে ক্ষতি হতে পারে এই আতংকে
জমিতে থাকা কদমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক চাষি। ঘটনায় চান্চল্য ছড়ালো কালনায়।মৃত ওই ব্যক্তির নাম শংকর ঘোষ(৬৮)।বাড়ি কালনা থানার বড়ো দরিয়াটন গ্রামে। শুক্রবার কালনা হাসপাতালে ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।অস্বাভাবিক এই মৃত্যুর পরেই পরিবারের লোকজনের দাবি একের পর এক ফসলের দাম না পেয়ে দেনার দায়ে মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন।
মৃত ব্যক্তির বড়ো ছেলে বলাই ঘোষের দাবি এর আগে আলু চাষে ক্ষতি হয় ।সেইভাবে দাম পাননি।স্বাভাবিক কারণেই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ায় সেই টাকাও তারা বাবা শোধ করতে পারেননি।তার উপর ধান এখনো মাঠে পড়ে রয়েছে।ফণি ঝড়ে ক্ষয়ক্ষতির কথা ভেবেই আতঙ্কিত হয়েই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মৃতের পরিবারের দাবি।এই বিষয়ে ছেলে বলাই ঘোষ বলেন,‘বেশ কয়েকদিন ধরেই বাবা মনমরা ছিলো।ঠিকঠাক কথাও বলছিলো না।এর আগে আলু চাষে ভীষণ ক্ষতি হয়েছে।কারণ ১৩০ টাকা দরেই আলু বিক্রি করতে হয়েছে।বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড় লক্ষ টাকার ঋণ নেওয়া ছিলো।সেটাও শোধ করতে পারেনি।তার উপর লোকের মুখে ফণি ঝড় আসতে চলেছে এই কথা শোনার পরেই মনে হয় বাবা আতঙ্কিত হয়ে পড়ে।আটবিঘা জমিতে ধান চাষ করা হয়েছিলো।মাঠে জল থাকায় এখনো ধান কাটার কাজ শেষ হয়নি।এই সব ভেবেই বাবার মনে আশংকা তৈরী হয়েছিলো বলেই মনে হয়।এই কারণেই মানসিক অবসাদে বাবা আত্মঘাতী হয়েছেন বলেই আমাদের মনে হয়।আমরা কিছুই বুঝতে পারলাম না।সময়ে বুঝতে পারলে বাবাকে হারাতে হোতো না।’Body:ফণীর আতংকে Conclusion:আত্মঘাতী চাষি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.