মেদিনীপুর, 27 মে : "CPI(M)-এর ওই হার্মাদগুলো আসলে নতুন বোতলে পুরনো মদ । লাল জামা খুলে গেরুয়া জামা পরবেন এজিনিস কিন্তু বরদাস্ত করা হবে না । হেঁটে মোকাবিলা করে দেব ।" পশ্চিম মেদিনীপুরের বিশেষ দায়িত্ব পাওয়ার পর আজ মেদিনীপুর সার্কিট হাউজ়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।
লোকসভায় বাংলার 42 আসনের মধ্যে 18টি পেয়েছে BJP । চলতি মাসের 23 তারিখে ফল প্রকাশের পর থেকেই নির্বাচন পরবর্তী একাধিক অশান্তির খবর আসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে । পশ্চিম মেদিনীপুরের দু'টি লোকসভা আসনের মধ্যে মেদিনীপুর আসনটি যায় BJP-র দখলে । জেলার মোট 15 টি বিধানসভা আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে মাত্র 1টি ছিল BJP-র দখলে । কিন্তু এবারের লোকসভা নির্বাচনের পর 15-টির মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 8টি । BJP-র দখল করে 7টি । BJP-র বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যলয় দখলের অভিযোগ ওঠে । তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাতে জেলার বিশেষ দায়িত্ব তুলে দেন । দায়িত্ব হাতে পেয়েই পশ্চিম মেদিনীপুরে রওনা দেন তিনি । আজ সার্কিট হাউজ়ে জেলা তৃণমূল নেতৃত্ব ও যুব নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন । বৈঠকের পরই যেসব এলাকায় তৃণমূলের পার্টি অফিস BJP-র দখলে চলে যায় সেসব এলাকা পরিদর্শনে যান । আজ হাতিহলকা, রামনগর, পাঁচখুরি, কালিকা পুর, কেশপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যান ।
তিনি বলেন, "আমরা 2011 সালের আগের পশ্চিম মেদিনীপুর চাই না, পরিষ্কার কথা ।" তিনি আরও বলেন, "2000 সালের চমকাইতলা থেকে 2011 সালের নেতাই, গোটা জেলা বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হয়েছে বারে বারে । আমরা এইটা আটকাব । পুরোনো CPI(M)-এর লোক যারা BJP-র পতাকা নিয়ে এগুলো করছেন, এটা আমরা করতে দেব না । দখলদারির রাজনীতি, ঘর পোড়ানো, পার্টি অফিস দখল করা, ঘরছাড়া করে দেওয়া এই প্র্যাকটিস বিগত দিনে ছিল । এই প্রাকটিস আবার কেউ কেউ গত দু-তিন দিন ধরে করার চেষ্টা করছে । এটাকে রুখে দেব । " তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, "CPI(M)-এর ওই হার্মাদগুলো নতুন বোতলে পুরোনো মদ, লাল জামা খুলে গেরুয়া জামা পরবেন, এজিনিস কিন্তু বরদাস্ত করা হবে না । হেঁটে মোকাবিলা করে দেব । বুধবার থেকে মিছিল করতে বলা হয়েছে ।"