ETV Bharat / state

লাল জামা খুলে গেরুয়া জামা পরলে বরদাস্ত করা হবে না : শুভেন্দু

পশ্চিম মেদিনীপুর জেলার বিশেষ দায়িত্ব পাওয়ার পর আজ মেদিনীপুর সার্কিট হাউজ়ে যান তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী । জেলা নেতৃত্ব ও যুব নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন ।

শুভেন্দু অধিকারী
author img

By

Published : May 27, 2019, 9:13 PM IST

Updated : May 27, 2019, 9:31 PM IST

মেদিনীপুর, 27 মে : "CPI(M)-এর ওই হার্মাদগুলো আসলে নতুন বোতলে পুরনো মদ । লাল জামা খুলে গেরুয়া জামা পরবেন এজিনিস কিন্তু বরদাস্ত করা হবে না । হেঁটে মোকাবিলা করে দেব ।" পশ্চিম মেদিনীপুরের বিশেষ দায়িত্ব পাওয়ার পর আজ মেদিনীপুর সার্কিট হাউজ়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।

লোকসভায় বাংলার 42 আসনের মধ্যে 18টি পেয়েছে BJP । চলতি মাসের 23 তারিখে ফল প্রকাশের পর থেকেই নির্বাচন পরবর্তী একাধিক অশান্তির খবর আসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে । পশ্চিম মেদিনীপুরের দু'টি লোকসভা আসনের মধ্যে মেদিনীপুর আসনটি যায় BJP-র দখলে । জেলার মোট 15 টি বিধানসভা আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে মাত্র 1টি ছিল BJP-র দখলে । কিন্তু এবারের লোকসভা নির্বাচনের পর 15-টির মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 8টি । BJP-র দখল করে 7টি । BJP-র বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যলয় দখলের অভিযোগ ওঠে । তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাতে জেলার বিশেষ দায়িত্ব তুলে দেন । দায়িত্ব হাতে পেয়েই পশ্চিম মেদিনীপুরে রওনা দেন তিনি । আজ সার্কিট হাউজ়ে জেলা তৃণমূল নেতৃত্ব ও যুব নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন । বৈঠকের পরই যেসব এলাকায় তৃণমূলের পার্টি অফিস BJP-র দখলে চলে যায় সেসব এলাকা পরিদর্শনে যান । আজ হাতিহলকা, রামনগর, পাঁচখুরি, কালিকা পুর, কেশপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যান ।

ভিডিয়োয় দেখুন

তিনি বলেন, "আমরা 2011 সালের আগের পশ্চিম মেদিনীপুর চাই না, পরিষ্কার কথা ।" তিনি আরও বলেন, "2000 সালের চমকাইতলা থেকে 2011 সালের নেতাই, গোটা জেলা বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হয়েছে বারে বারে । আমরা এইটা আটকাব । পুরোনো CPI(M)-এর লোক যারা BJP-র পতাকা নিয়ে এগুলো করছেন, এটা আমরা করতে দেব না । দখলদারির রাজনীতি, ঘর পোড়ানো, পার্টি অফিস দখল করা, ঘরছাড়া করে দেওয়া এই প্র্যাকটিস বিগত দিনে ছিল । এই প্রাকটিস আবার কেউ কেউ গত দু-তিন দিন ধরে করার চেষ্টা করছে । এটাকে রুখে দেব । " তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, "CPI(M)-এর ওই হার্মাদগুলো নতুন বোতলে পুরোনো মদ, লাল জামা খুলে গেরুয়া জামা পরবেন, এজিনিস কিন্তু বরদাস্ত করা হবে না । হেঁটে মোকাবিলা করে দেব । বুধবার থেকে মিছিল করতে বলা হয়েছে ।"

মেদিনীপুর, 27 মে : "CPI(M)-এর ওই হার্মাদগুলো আসলে নতুন বোতলে পুরনো মদ । লাল জামা খুলে গেরুয়া জামা পরবেন এজিনিস কিন্তু বরদাস্ত করা হবে না । হেঁটে মোকাবিলা করে দেব ।" পশ্চিম মেদিনীপুরের বিশেষ দায়িত্ব পাওয়ার পর আজ মেদিনীপুর সার্কিট হাউজ়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।

লোকসভায় বাংলার 42 আসনের মধ্যে 18টি পেয়েছে BJP । চলতি মাসের 23 তারিখে ফল প্রকাশের পর থেকেই নির্বাচন পরবর্তী একাধিক অশান্তির খবর আসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে । পশ্চিম মেদিনীপুরের দু'টি লোকসভা আসনের মধ্যে মেদিনীপুর আসনটি যায় BJP-র দখলে । জেলার মোট 15 টি বিধানসভা আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে মাত্র 1টি ছিল BJP-র দখলে । কিন্তু এবারের লোকসভা নির্বাচনের পর 15-টির মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 8টি । BJP-র দখল করে 7টি । BJP-র বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যলয় দখলের অভিযোগ ওঠে । তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাতে জেলার বিশেষ দায়িত্ব তুলে দেন । দায়িত্ব হাতে পেয়েই পশ্চিম মেদিনীপুরে রওনা দেন তিনি । আজ সার্কিট হাউজ়ে জেলা তৃণমূল নেতৃত্ব ও যুব নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন । বৈঠকের পরই যেসব এলাকায় তৃণমূলের পার্টি অফিস BJP-র দখলে চলে যায় সেসব এলাকা পরিদর্শনে যান । আজ হাতিহলকা, রামনগর, পাঁচখুরি, কালিকা পুর, কেশপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যান ।

ভিডিয়োয় দেখুন

তিনি বলেন, "আমরা 2011 সালের আগের পশ্চিম মেদিনীপুর চাই না, পরিষ্কার কথা ।" তিনি আরও বলেন, "2000 সালের চমকাইতলা থেকে 2011 সালের নেতাই, গোটা জেলা বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হয়েছে বারে বারে । আমরা এইটা আটকাব । পুরোনো CPI(M)-এর লোক যারা BJP-র পতাকা নিয়ে এগুলো করছেন, এটা আমরা করতে দেব না । দখলদারির রাজনীতি, ঘর পোড়ানো, পার্টি অফিস দখল করা, ঘরছাড়া করে দেওয়া এই প্র্যাকটিস বিগত দিনে ছিল । এই প্রাকটিস আবার কেউ কেউ গত দু-তিন দিন ধরে করার চেষ্টা করছে । এটাকে রুখে দেব । " তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, "CPI(M)-এর ওই হার্মাদগুলো নতুন বোতলে পুরোনো মদ, লাল জামা খুলে গেরুয়া জামা পরবেন, এজিনিস কিন্তু বরদাস্ত করা হবে না । হেঁটে মোকাবিলা করে দেব । বুধবার থেকে মিছিল করতে বলা হয়েছে ।"

কোনো ভাবেই আর নেতাই ,নন্দীগ্রাম হতে দেব না ,ফের 2011 সালের আগের ঘটনা মনে করিয়ে দিল শুভেন্দু অধিকারী ,আর সেই ঘটনা কিছুতেই বরদাশ্ত করবে না বলে জানাল শুভেন্দু বাবু তার বক্তব্য আমরা শক্ত হাতে দমন করবো l বলা যায় যে ভোটের পরবর্তী হিংসায় গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও বাদ যায়নি l গণনার দিন থেকেই হিংসার পরিমাণ বাড়তে থাকে পশ্চিম মেদিনীপুর জেলায় l এবারে মেদিনীপুর লোকসভায় তৃণমূল পরাস্ত হয় বিজেপির কাছে l মোট 15 টি বিধানসভার মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপির একটি দখলে থাকলেও বাকি 14 টি দখলে ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এবারের লোকসভা নির্বাচনে ফলাফলে দেখা যায় 15 বিধানসভার মধ্যে তৃণমূলের দখলে আটটি এবং বিজেপির দখলে সাতটি চলে যায় l এই ঘটনার পরে জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস রাতারাতি দখল করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে l এই দখলদারির ঘটনায় নেত্রী তাড়াতাড়ি বৈঠক করেন কালীঘাটে ,তিনি জেলার নেতাদের পাশাপাশি যুবনেতাদের ডেকে তাদের সঙ্গে বৈঠক করেন l বৈঠক করে পশ্চিম মেদিনীপুর শহর জঙ্গলমহলের বিশেষ দায়িত্ব তুলে দেন যুবনেতা শুভেন্দু অধিকারী হাতে l দায়িত্ব হাতে পাওয়ার পর এই পশ্চিম মেদিনীপুরে পা রাখলেন শুভেন্দু অধিকারী l এদিন তিনি সার্কিট হাউসে নিজেদের জেলা নেতৃত্ব ও যুব নেতাদের সঙ্গে এক প্রস্তুতি বৈঠক করেন l বৈঠকের পর তিনি যেসব এলাকায় তৃণমূলের পার্টি অফিস বিজেপির দখলে চলে যায় সেসব এলাকা পরিদর্শনে নামেন l তিনি এই দিন হাতিহলকা , রামনগর ,পাঁচখুরি , কালিকা পুর ,কেশপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যান l যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু বাবু l সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সিপিএমের হার্মাদরা লাল জামা খুলে এখন বিজেপির ছাতায় এসে এই ধরনের হিংসা ছড়াচ্ছে l এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না l আমরা সব পার্টি অফিস খুলে দিয়েছি l বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা নিজে হাতে তদারকি করব l রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের সঙ্গে মোকাবিলা করব কিন্তু কোন ভাবেই এই ধরনের উশৃংখলতা বরদাশ্ত করা হবে না l এতদিন প্রশাসন ছিল নির্বাচন কমিশনের হাতে ,আজ থেকে আমাদের প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই চলে এসেছে l তিনি নিজে একজন ভালো দায়িত্ববান পুলিশ মন্ত্রী ,তাই তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন l
Last Updated : May 27, 2019, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.