ETV Bharat / state

কোর কমিটিই থাকা উচিত বীরভূমে, পারফরমেন্সই শেষ কথা, ‘ব্যক্তিগত’ মত অভিষেকের

পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূলে রদবদলের ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সুপারিশ জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে ৷

ABHISHEK BANERJEE
কোর কমিটিই থাকা উচিত বীরভূমে, পারফরমেন্সই শেষ কথা, ‘ব্যক্তিগত’ মত অভিষেকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 8:46 PM IST

কলকাতা, 7 নভেম্বর: প্রায় দু’বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল ৷ লালমাটির জেলায় তিনিই আবার ঘাসফুলের কান্ডারি হয়ে উঠবেন, এমনটাই মনে করেন অনেকে৷ কিন্তু সেটা কি হবে ? জামিন পাওয়ার পর প্রায় মাস দুয়েক কেটে গিয়েছে, এখনও বীরভূমের সভাপতি প্রত্যাবর্তন হয়নি অনুব্রত মণ্ডলের ৷ তার উপর বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘মতামত’ সামনে আসার পর বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধির ইঙ্গিত মিলল ৷

এদিন জন্মদিন ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের । সেই উদ্দেশ্যে অসংখ্য সমর্থক-কর্মীরা উপস্থিত ছিলেন কালীঘাটে ৷ অনুগামীদের সঙ্গে দেখা করার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিষেক ৷ সেখানে তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে যেহেতু বীরভূমে লোকসভা নির্বাচনে কোর কমিটির পারফরম্যান্স ভালো, তাই তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, বীরভূমের দায়িত্ব কোর কমিটির হাতে থাকলেই ভালো । যদিও তিনি জানিয়ে দিয়েছেন এটা তাঁর ব্যক্তিগত মত ।

Abhishek Banerjee
জনতার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, 2022 সালের 11 অগস্ট গরুপাচার মামলায় গ্রেফতার হন বীরভূমে তৃণমূল কংগ্রেসের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ মাসছয়েক পর তাঁর ঠিকানা হয় দিল্লির তিহাড় জেলে ৷ 2023 সালে পঞ্চায়েত নির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনের সময় তিহাড়েই ছিলেন অনুব্রত ৷

এই সময়ের মধ্যে বীরভূমের সভাপতি পদে কাউকে বসায়নি তৃণমূল ৷ বরং কোর কমিটির হাতেই দায়িত্ব দেওয়া হয় ৷ সেই কোর কমিটির নেতৃত্বেই দুই ভোটেই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিন সেই প্রসঙ্গ তুলেই কার্যত বীরভূমে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনে ফল ভালো হয়েছে । দুই সংসদের লিড বেড়েছে ৷ অনুব্রত মণ্ডলকে জেলে পাঠিয়েছে । তাতেও কিছু হয়নি ।

Abhishek Banerjee
জন্মদিনে অভিষেকের বাড়ির সামনে অনুগামীদের ভিড় (নিজস্ব চিত্র)

তবে পারফরমেন্স নিয়ে অভিষেকের এই মতামত যে শুধু বীরভূম সম্পর্কে তা নয়, বরং সারা রাজ্যেই তৃণমূলের সাংগঠনিক রদবদলে পারফরমেন্সই শেষকথা হওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ চোখের অস্ত্রোপচার করতে বিদেশে যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একগুচ্ছ সুপারিশ করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তিনি জানিয়েছেন যে আনুগত্য নয়, পারফরমেন্সই শেষ কথা বলবে ।

এদিন তিনি জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে সুপারিশ করেছেন, তাতে 35টি সাংগঠনিক জেলার মধ্যে কম করে দশ থেকে 12টির বেশি সাংগঠনিক জেলায় সভাপতি বদলের সুপারিশ করেছেন ।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন, তিনি এক কথার ছেলে । যা বলেন সে কথা রাখার চেষ্টা করেন । আগামী তিনমাসের মধ্যে এই পরিবর্তনগুলি দেখা যাবে । ইতিমধ্যেই সেই তিনমাস অতিবাহিত হয়েছে । তা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘আমার কাজ আমি করে দিয়েছি । চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গিয়েছি । হতে পারে উপ-নির্বাচন ও আর সাত-পাঁচ কারণে এই ব্যাপারে তিনি এখনও সিদ্ধান্ত নেননি ।’’

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

যতদূর জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশের মধ্যে কলকাতা ছাড়া 125টা পুরসভায় রদবদলের প্রস্তাব রয়েছে । অভিষেকের বক্তব্যে স্পষ্ট যে সমস্ত পুরসভায় ফল খারাপ হয়েছে, সেক্ষেত্রে কাউন্সিলরের পাশাপাশি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের ভূমিকাও খতিয়ে দেখা হবে ।

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন আরজি করের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সরকারের । এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকারের অন্যান্য দফতরগুলিতেও সংশোধন করা উচিত । তবে আরজিকরের ঘটনা নিয়ে এদিন সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন তিনি ৷ অভিষেকের কথায়, আরজি করের ঘটনায় বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেও মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইনি । আরজি কর এর আন্দোলনে বামেরা সামনের সারিতে থাকলেও তিনি আরও জানিয়েছেন, 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে সিপিএমের ভোট আরও কমবে ।

কলকাতা, 7 নভেম্বর: প্রায় দু’বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল ৷ লালমাটির জেলায় তিনিই আবার ঘাসফুলের কান্ডারি হয়ে উঠবেন, এমনটাই মনে করেন অনেকে৷ কিন্তু সেটা কি হবে ? জামিন পাওয়ার পর প্রায় মাস দুয়েক কেটে গিয়েছে, এখনও বীরভূমের সভাপতি প্রত্যাবর্তন হয়নি অনুব্রত মণ্ডলের ৷ তার উপর বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘মতামত’ সামনে আসার পর বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধির ইঙ্গিত মিলল ৷

এদিন জন্মদিন ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের । সেই উদ্দেশ্যে অসংখ্য সমর্থক-কর্মীরা উপস্থিত ছিলেন কালীঘাটে ৷ অনুগামীদের সঙ্গে দেখা করার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিষেক ৷ সেখানে তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে যেহেতু বীরভূমে লোকসভা নির্বাচনে কোর কমিটির পারফরম্যান্স ভালো, তাই তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, বীরভূমের দায়িত্ব কোর কমিটির হাতে থাকলেই ভালো । যদিও তিনি জানিয়ে দিয়েছেন এটা তাঁর ব্যক্তিগত মত ।

Abhishek Banerjee
জনতার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, 2022 সালের 11 অগস্ট গরুপাচার মামলায় গ্রেফতার হন বীরভূমে তৃণমূল কংগ্রেসের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ মাসছয়েক পর তাঁর ঠিকানা হয় দিল্লির তিহাড় জেলে ৷ 2023 সালে পঞ্চায়েত নির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনের সময় তিহাড়েই ছিলেন অনুব্রত ৷

এই সময়ের মধ্যে বীরভূমের সভাপতি পদে কাউকে বসায়নি তৃণমূল ৷ বরং কোর কমিটির হাতেই দায়িত্ব দেওয়া হয় ৷ সেই কোর কমিটির নেতৃত্বেই দুই ভোটেই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিন সেই প্রসঙ্গ তুলেই কার্যত বীরভূমে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনে ফল ভালো হয়েছে । দুই সংসদের লিড বেড়েছে ৷ অনুব্রত মণ্ডলকে জেলে পাঠিয়েছে । তাতেও কিছু হয়নি ।

Abhishek Banerjee
জন্মদিনে অভিষেকের বাড়ির সামনে অনুগামীদের ভিড় (নিজস্ব চিত্র)

তবে পারফরমেন্স নিয়ে অভিষেকের এই মতামত যে শুধু বীরভূম সম্পর্কে তা নয়, বরং সারা রাজ্যেই তৃণমূলের সাংগঠনিক রদবদলে পারফরমেন্সই শেষকথা হওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ চোখের অস্ত্রোপচার করতে বিদেশে যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একগুচ্ছ সুপারিশ করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তিনি জানিয়েছেন যে আনুগত্য নয়, পারফরমেন্সই শেষ কথা বলবে ।

এদিন তিনি জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে সুপারিশ করেছেন, তাতে 35টি সাংগঠনিক জেলার মধ্যে কম করে দশ থেকে 12টির বেশি সাংগঠনিক জেলায় সভাপতি বদলের সুপারিশ করেছেন ।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন, তিনি এক কথার ছেলে । যা বলেন সে কথা রাখার চেষ্টা করেন । আগামী তিনমাসের মধ্যে এই পরিবর্তনগুলি দেখা যাবে । ইতিমধ্যেই সেই তিনমাস অতিবাহিত হয়েছে । তা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘আমার কাজ আমি করে দিয়েছি । চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গিয়েছি । হতে পারে উপ-নির্বাচন ও আর সাত-পাঁচ কারণে এই ব্যাপারে তিনি এখনও সিদ্ধান্ত নেননি ।’’

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

যতদূর জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশের মধ্যে কলকাতা ছাড়া 125টা পুরসভায় রদবদলের প্রস্তাব রয়েছে । অভিষেকের বক্তব্যে স্পষ্ট যে সমস্ত পুরসভায় ফল খারাপ হয়েছে, সেক্ষেত্রে কাউন্সিলরের পাশাপাশি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের ভূমিকাও খতিয়ে দেখা হবে ।

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন আরজি করের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সরকারের । এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকারের অন্যান্য দফতরগুলিতেও সংশোধন করা উচিত । তবে আরজিকরের ঘটনা নিয়ে এদিন সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন তিনি ৷ অভিষেকের কথায়, আরজি করের ঘটনায় বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেও মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইনি । আরজি কর এর আন্দোলনে বামেরা সামনের সারিতে থাকলেও তিনি আরও জানিয়েছেন, 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে সিপিএমের ভোট আরও কমবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.