মেদিনীপুর, 26 অগস্ট: জাল নথির সাহায্যে এনভিএফ-এর চাকরি পাওয়ার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । ধৃতদের মধ্যে দু’জন মহিলা৷ শনিবার এই ছয়জনের মধ্য়ে চারজনকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । দুই মহিলা অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ তবে পুলিশের ধারণা, এর পিছনে বড় প্রতারণা চক্র রয়েছে ৷ এবার তাদের গ্রেফতার করতে ধৃতদের জেরা করে তথ্য নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ৷
এ দিন সরকারি আইনজীবী পৌলমী বেরা জানান, 5-6 বছর আগে এনভিএফ কমান্ডারের একটি অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয় । আর তাতেই এই ছয়জনকে ধরা হয়েছে । পুলিশ সূত্রে খবর, তদন্ত চলছিল দীর্ঘদিন ধরে ৷ সম্প্রতি উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়ার পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শুক্রবার ৷ সেই জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তাদের গ্রেফতার করে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে নাম ভাঁড়িয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে ৷ কোনও সরকারি কর্মচারী মারা গেলে তাঁর সন্তান বা স্ত্রীকে চাকরি দেওয়া হয় ৷ সেই চাকরিই এঁরা নাম ভাঁড়িয়ে নিয়োগ পেয়েছেন ৷ সেই কারণে নথিও জাল করেছিল এই অভিযুক্তরা ৷ তার পর চাকরি পেয়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানায় কাজ করছিলেন ৷
আরও পড়ুন: নামী কোম্পানির ফ্র্যাঞ্চাইজি দেওয়ার নামে প্রতারণা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার 6
অভিযুক্ত পক্ষের আইনজীবী আজিজুল হক বলেন, ‘‘আমার মক্কেল একটি চক্রকে টাকা দিয়ে এই চাকরি করছিলেন ৷ তাঁরা বিষয়টি জানতেন না । না জেনে বুঝেই তাঁরা কেউ 40 হাজার, কেউ 50 হাজার টাকা দিয়ে এই চাকরিতে যোগদান করেছিলেন পাঁচ বছর আগে । পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় পোস্টিং ছিলেন ।’’
স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই চক্রে আরও অনেকে জড়িত ৷ কারণ, এঁরা জালিয়াতি করে চাকরি পেয়ে থাকলে, কেউ না কেউ তো চাকরি পাইয়ে দিয়েছেন ৷ ফলে পুলিশ এখন সেই প্রতারকদের ধরতে চায় ৷ সূত্র মারফত জানা গিয়েছে, ওই প্রতারকদের অফিস আছে নদিয়ার কল্যাণীতে ৷ পুলিশের মতে, ধৃতদের জেরা করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে ৷ তখন এই চক্রের আরও অনেককে ধরা যাবে ৷
সরকারি আইনজীবী পৌলমী বেরা বলেন, ‘‘মূলত এটা বড় চক্র এবং এর কিংপিন-কে গ্রেফতার করার জন্যই তদন্ত শুরু হয়েছে । যতক্ষণ না বড় চক্রটাকে ধরা যায়, ততক্ষণ কিছু বলা যাবে না ।’’
আরও পড়ুন: শিলিগুড়িতে আইটি পার্কে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, গ্রেফতার 3