গোয়ালতোড়, 25 সেপ্টেম্বর : গোয়ালতোড়ের উখলা জঙ্গলে গোপন সূত্রে খবর পেয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল 10 বছরের পুরোনো দেশীয় বন্দুকের অংশবিশেষ । সবগুলোই ছিল আলাদা আলাদা কাপড় দিয়ে মোড়া । এই উদ্ধারকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার দিনেশ কুমার।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আধিকারিকরা গোয়ালতোড় থানার পিয়ারসাল গ্রাম পঞ্চায়েতের উখলা জঙ্গলে একটি জায়গায় খোড়াখুড়ি করে । সেই খনন প্রক্রিয়া চলাকালীন প্রায় দশ বছরের পুরোনো আট থেকে নটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ । তবে এই দেশীয় বন্দুকগুলি বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা কাপড়ে মোড়া ছিল । সবকটির পুরো অংশ ছিল না । অনুমান করা হচ্ছে প্রায় দশ বছর আগে এই অস্ত্রগুলি কেউ গোপন রাখতে কাপড়ে মুড়ে মাটি চাপা দেয় ।
এই উদ্ধারের ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । কারণ কিছুদিন আগেই জঙ্গলমহল এলাকায় মাওবাদী পোস্টার পাওয়া গেছে । মাওবাদীদের গতিবিধি লক্ষ্য করা গেছে এই জঙ্গলমহলে । তাছাড়া পাশের জেলা ঝাড়গ্রামে মাওবাদীদের সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে পর্যটকদের । সেই নিয়েও DGP তৎপরতার সঙ্গে তড়িঘড়ি বৈঠক সেরেছেন জেলার পুলিশ সুপারদের নিয়ে । এরই মধ্যে বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল ।
তবে পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন তদন্ত চলছে এবং খতিয়ে দেখা হচ্ছে এগুলো কে বা কারা, কবে, কেন মাটিতে পুঁতে দিয়ে গেছে । তবে দীর্ঘদিন মাটিতে থাকায় জং ধরেছে এই দেশীয় অস্ত্রগুলিতে ।