ETV Bharat / state

মধ্যরাতে শব্দবাজি ফাটাতে মানা করায় প্রতিবাদীকে মারধর, মদ্যপ অবস্থায় কামড় পুলিশকে ! - PROTESTER BEAT AT ARIADAHA

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, তাঁদের উপরেও হামলার অভিযোগ ৷ পুলিশ কর্মীকে হেনস্থা ও কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

PROTESTER BEAT AT ARIADAHA
মধ্যরাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদে যুবককে মারধরের অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 8:18 PM IST

দক্ষিণেশ্বর, 5 নভেম্বর: গভীর রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় ফের আক্রান্ত হলেন এক প্রতিবাদী ৷ এন্টালি, লেকটাউনের পর এবার আড়িয়াদহ ৷ কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ফাটানো ও তারস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ উঠেছে মদ‍্যপদের বিরুদ্ধে ৷ আর ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মাও ৷

আড়িয়াদহের ঘটনায় রেহাই পায়নি পুলিশও ৷ মত্ত অবস্থায় থাকা অভিযুক্তদের আটকাতে গেলে পুলিশকে কামড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে জনসমক্ষে এসেছে (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷ সেখানে দেখা যাচ্ছে, মদ‍্যপ অবস্থায় এক মহিলা অভব্য আচরণ করে চলেছেন পুলিশকর্মীদের সঙ্গে ৷ এমনকি, মহিলা পুলিশকর্মীর গালে চড়ও মারেন তিনি ৷ পালটা ওই মদ‍্যপ মহিলাকে পুলিশ মারধর ও গালিগালাজ করে বলে অভিযোগ ৷ আর এই ভিডিয়ো সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণেশ্বরের আড়িয়াদহ এলাকায় ৷

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় যুবককে মারধর ও পুলিশকে কামড়ানোর অভিযোগ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ কালীপুজোর বিসর্জন উপলক্ষে একটি শোভাযাত্রা বেলঘরিয়া থেকে আড়িয়াদহের দিকে আসছিল ৷ অভিযোগ, মৌসুমী মোড়ের কাছে কালীপুজোর শোভাযাত্রা পৌঁছতেই তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স ৷ শোভাযাত্রায় অংশ নেওয়া পুরুষ ও মহিলা, সকলেই মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ ৷ সেই অবস্থাতেই কয়েকজন মত্ত যুবক শূন্যে শব্দবাজি ছুড়ছিল ৷

জনবসতিপূর্ণ এলাকায় মধ্যরাতে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক যুবক ৷ অভিযোগ, ওই প্রতিবাদী যুবককে বেধড়ক মারধর করেন বিসর্জনে থাকা লোকজন ৷ এমনকি কয়েকজন মহিলাও ওই যুবককে মারতে শুরু করেন ৷ ছেলে মার খাচ্ছে দেখে, বয়স্ক বাবা-মা তাঁকে বাঁচাতে যান ৷ কিন্তু, রেহাই পাননি তাঁরাও ৷ সেই সময় প্রতিবেশীরা উদ্ধার করতে গেলে, তাঁদেরও মারধর করা হয় ৷ যার জেরে এক মহিলার হাতে আঘাত লাগে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণেশ্বর থানার পুলিশ ৷ প্রথমে বুঝিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু, হিতে বিপরীত হয় ৷ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মদ‍্যপরা ৷ সেই সময় পুলিশের কয়েকজন কর্মীকে হেনস্থা, উর্দি ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে ৷ পুলিশের হাতে কামড়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে ৷ শেষমেশ পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷ কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থা এবং লোকালয়ে বিশৃঙ্খলা তৈরি ও প্রতিবাদীকে মারধর করার অভিযোগে এক মহিলা-সহ মোট ছয়জনকে মঙ্গলবার গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ ৷

আক্রান্ত যুবকের বাবার অভিযোগ, "অনেকক্ষণ ধরেই মদ‍্যপেরা বিশৃঙ্খলা তৈরি করছিল সেখানে ৷ তারস্বরে বাজনা এবং শব্দবাজি ছুড়ে দিচ্ছিল উপরের দিকে ৷ ছেলে ফ্ল্যাট থেকে বারণ করছিল ওদের ৷ কিন্তু, শোনেনি ৷ এরপর ও (ছেলে) নীচে এসে বারণ করতেই পুরুষ ও মহিলা, সবাই মিলে মারধর শুরু করে ৷ সেই দৃশ্য দেখে বাঁচাতে যাই ছেলেকে ৷ তখন ওরা আমাকেও মারতে যায় ৷ আমার স্ত্রী'র জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে ৷ যাঁরাই প্রতিবাদ করতে গিয়েছে, তাঁদের সকলকেই মারধর করেছে ওরা ৷ পুলিশও আক্রান্ত হয়েছে ৷ দেখলাম,পুলিশের হাত কামড় দিয়েছে ৷ ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কে রয়েছি ৷"

দক্ষিণেশ্বর, 5 নভেম্বর: গভীর রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় ফের আক্রান্ত হলেন এক প্রতিবাদী ৷ এন্টালি, লেকটাউনের পর এবার আড়িয়াদহ ৷ কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ফাটানো ও তারস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ উঠেছে মদ‍্যপদের বিরুদ্ধে ৷ আর ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মাও ৷

আড়িয়াদহের ঘটনায় রেহাই পায়নি পুলিশও ৷ মত্ত অবস্থায় থাকা অভিযুক্তদের আটকাতে গেলে পুলিশকে কামড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে জনসমক্ষে এসেছে (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷ সেখানে দেখা যাচ্ছে, মদ‍্যপ অবস্থায় এক মহিলা অভব্য আচরণ করে চলেছেন পুলিশকর্মীদের সঙ্গে ৷ এমনকি, মহিলা পুলিশকর্মীর গালে চড়ও মারেন তিনি ৷ পালটা ওই মদ‍্যপ মহিলাকে পুলিশ মারধর ও গালিগালাজ করে বলে অভিযোগ ৷ আর এই ভিডিয়ো সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণেশ্বরের আড়িয়াদহ এলাকায় ৷

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় যুবককে মারধর ও পুলিশকে কামড়ানোর অভিযোগ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ কালীপুজোর বিসর্জন উপলক্ষে একটি শোভাযাত্রা বেলঘরিয়া থেকে আড়িয়াদহের দিকে আসছিল ৷ অভিযোগ, মৌসুমী মোড়ের কাছে কালীপুজোর শোভাযাত্রা পৌঁছতেই তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স ৷ শোভাযাত্রায় অংশ নেওয়া পুরুষ ও মহিলা, সকলেই মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ ৷ সেই অবস্থাতেই কয়েকজন মত্ত যুবক শূন্যে শব্দবাজি ছুড়ছিল ৷

জনবসতিপূর্ণ এলাকায় মধ্যরাতে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক যুবক ৷ অভিযোগ, ওই প্রতিবাদী যুবককে বেধড়ক মারধর করেন বিসর্জনে থাকা লোকজন ৷ এমনকি কয়েকজন মহিলাও ওই যুবককে মারতে শুরু করেন ৷ ছেলে মার খাচ্ছে দেখে, বয়স্ক বাবা-মা তাঁকে বাঁচাতে যান ৷ কিন্তু, রেহাই পাননি তাঁরাও ৷ সেই সময় প্রতিবেশীরা উদ্ধার করতে গেলে, তাঁদেরও মারধর করা হয় ৷ যার জেরে এক মহিলার হাতে আঘাত লাগে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণেশ্বর থানার পুলিশ ৷ প্রথমে বুঝিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু, হিতে বিপরীত হয় ৷ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মদ‍্যপরা ৷ সেই সময় পুলিশের কয়েকজন কর্মীকে হেনস্থা, উর্দি ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে ৷ পুলিশের হাতে কামড়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে ৷ শেষমেশ পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷ কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থা এবং লোকালয়ে বিশৃঙ্খলা তৈরি ও প্রতিবাদীকে মারধর করার অভিযোগে এক মহিলা-সহ মোট ছয়জনকে মঙ্গলবার গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ ৷

আক্রান্ত যুবকের বাবার অভিযোগ, "অনেকক্ষণ ধরেই মদ‍্যপেরা বিশৃঙ্খলা তৈরি করছিল সেখানে ৷ তারস্বরে বাজনা এবং শব্দবাজি ছুড়ে দিচ্ছিল উপরের দিকে ৷ ছেলে ফ্ল্যাট থেকে বারণ করছিল ওদের ৷ কিন্তু, শোনেনি ৷ এরপর ও (ছেলে) নীচে এসে বারণ করতেই পুরুষ ও মহিলা, সবাই মিলে মারধর শুরু করে ৷ সেই দৃশ্য দেখে বাঁচাতে যাই ছেলেকে ৷ তখন ওরা আমাকেও মারতে যায় ৷ আমার স্ত্রী'র জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে ৷ যাঁরাই প্রতিবাদ করতে গিয়েছে, তাঁদের সকলকেই মারধর করেছে ওরা ৷ পুলিশও আক্রান্ত হয়েছে ৷ দেখলাম,পুলিশের হাত কামড় দিয়েছে ৷ ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কে রয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.