ETV Bharat / sports

প্রোটিয়ার দেশে দলবল নিয়ে সূর্যকুমার, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ বিনামূল্যে দেখবেন কোথায়? - INDIA TOUR OF SOUTH AFRICA

দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ভারতীয় দলের টি-20 অভিযান ৷ কবে থেকে শুরু ম্যাচ, কোথায় দেখবেন লাইভ সম্প্রচার?

SURYAKUMAR YADAV AND SANJU SAMSON
প্রোটিয়া সফরে কি দেখা যাবে এই ছবি? (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 5, 2024, 8:58 PM IST

হায়দরাবাদ, 5 নভেম্বর: দেশের মাটিতে নিউজিল্য়ান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে রোহিতব্রিগেডকে ৷ ভারতের পারফরম্য়ান্স নিয়ে কাটাছেঁড়া চলছে সর্বত্র ৷ কিউয়িদের বিরুদ্ধে হারের ক্ষত শুকোনোর আগেই অবশ্য আরও এক সিরিজে অভিযান শুরু করছে ভারতীয় দল ৷ তাও আবার বিদেশের মাটিতে ৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ ৷ সিনিয়র টিম নয়, ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের মতই তরুণ দল নিয়ে প্রোটিয়ার দেশে পাড়ি দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার ৷

বিশ্বকাপ ফাইনালের ফ্ল্য়াশব্যাক: কয়েকমাস আগে এই প্রোটিয়াদের হারিয়েই কুড়ি-বিশের বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ এরপর পরিবর্তন এসেছে দলে ৷ একে একে অবসরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত সিনিয়ররা ৷ কিন্তু তাতে সিরিজের উন্মদনা ফিকে হওয়ার নয় ৷ বিশ্বকাপ ফাইনালের বদলা নিয়ে ঘরের মাঠে চারম্য়াচের সিরিজে ভারতকে হারাতে বদ্ধপরিকক থাকবে এইডেন মার্করামের দল ৷ ইতিমধ্যেই সে দেশে পৌঁছে গিয়েছে ভারতীয় দল ৷

কবে কোথায় রয়েছে ম্য়াচগুলি: আগামী 8 নভেম্বর শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ ডারবানে খেলবে দুই দল ৷ এরপর 10, 13 ও 15 নভেম্বর ম্য়াচগুলি যথাক্রমে অনুষ্ঠিত হবে গেবেরহা, সেঞ্চুরিয়ন ও জো'বার্গে ৷

কখন শুরু হবে ম্যাচ: সিরিজের দ্বিতীয় টি-20 বাদে সবক'টি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে 8টায় ৷ দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে 7টায় ৷

কোথায় দেখাবে ম্যাচ: টেলিভিশনে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টি-20 সিরিজ দেখা যাবে স্পোর্টস 18 চ্যানেলে ৷ ম্যাচের লাইভ স্ট্রিমিং বিনামূল্যে অনুরাগীরা দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে ৷

একনজরে ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার (অধিনায়ক), অভিষেক, সঞ্জু (উইকেটরক্ষক), রিঙ্কু, তিলক, জীতেশ (উইকেটরক্ষক), হার্দিক, অক্ষর, রমনদীপ, বরুণ, রবি, আর্শদীপ, বিজয়কুমার, আবেশ ও যশ ৷

হায়দরাবাদ, 5 নভেম্বর: দেশের মাটিতে নিউজিল্য়ান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে রোহিতব্রিগেডকে ৷ ভারতের পারফরম্য়ান্স নিয়ে কাটাছেঁড়া চলছে সর্বত্র ৷ কিউয়িদের বিরুদ্ধে হারের ক্ষত শুকোনোর আগেই অবশ্য আরও এক সিরিজে অভিযান শুরু করছে ভারতীয় দল ৷ তাও আবার বিদেশের মাটিতে ৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ ৷ সিনিয়র টিম নয়, ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের মতই তরুণ দল নিয়ে প্রোটিয়ার দেশে পাড়ি দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার ৷

বিশ্বকাপ ফাইনালের ফ্ল্য়াশব্যাক: কয়েকমাস আগে এই প্রোটিয়াদের হারিয়েই কুড়ি-বিশের বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ এরপর পরিবর্তন এসেছে দলে ৷ একে একে অবসরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত সিনিয়ররা ৷ কিন্তু তাতে সিরিজের উন্মদনা ফিকে হওয়ার নয় ৷ বিশ্বকাপ ফাইনালের বদলা নিয়ে ঘরের মাঠে চারম্য়াচের সিরিজে ভারতকে হারাতে বদ্ধপরিকক থাকবে এইডেন মার্করামের দল ৷ ইতিমধ্যেই সে দেশে পৌঁছে গিয়েছে ভারতীয় দল ৷

কবে কোথায় রয়েছে ম্য়াচগুলি: আগামী 8 নভেম্বর শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ ডারবানে খেলবে দুই দল ৷ এরপর 10, 13 ও 15 নভেম্বর ম্য়াচগুলি যথাক্রমে অনুষ্ঠিত হবে গেবেরহা, সেঞ্চুরিয়ন ও জো'বার্গে ৷

কখন শুরু হবে ম্যাচ: সিরিজের দ্বিতীয় টি-20 বাদে সবক'টি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে 8টায় ৷ দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে 7টায় ৷

কোথায় দেখাবে ম্যাচ: টেলিভিশনে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টি-20 সিরিজ দেখা যাবে স্পোর্টস 18 চ্যানেলে ৷ ম্যাচের লাইভ স্ট্রিমিং বিনামূল্যে অনুরাগীরা দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে ৷

একনজরে ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার (অধিনায়ক), অভিষেক, সঞ্জু (উইকেটরক্ষক), রিঙ্কু, তিলক, জীতেশ (উইকেটরক্ষক), হার্দিক, অক্ষর, রমনদীপ, বরুণ, রবি, আর্শদীপ, বিজয়কুমার, আবেশ ও যশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.