আনন্দ (গুজরাত), 5 নভেম্বর: তৈরির আগেই বিপত্তি ৷ ভেঙে পড়ল বুলেট ট্রেন প্রকল্পের নির্মীয়মাণ সেতু ৷ গুজরাতের আনন্দের কাছে মঙ্গলবার এই বিপর্যয় ঘটেছে। ভেঙে পড়া সেতুটির তলায় বহু শ্রমিক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন আনন্দ থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে । এদিন ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
এদিন বিকাল 5টার দিকে দুর্ঘটনাটি ঘটে ৷ নির্মাণস্থলে ব্যবহৃত একটি গার্ডার প্রথমে ভেঙে পড়ে, তারপরই ব্রিজের একটি বড় অংশ পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আনন্দ জেলা পুলিশ সুপার গৌরব জাসানি বলেন, "উদ্ধার করে দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা ভালো রয়েছেন। অন্য শ্রমিকরা এখনও ভেঙে পড়া অংশের নীচে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি।"
#WATCH | Gujarat: Concrete blocks collapsed at a construction site of the bullet train project in Anand, today. Rescue operations are underway. Anand police, fire brigade officials have reached the spot.
— ANI (@ANI) November 5, 2024
National High Speed Rail Corporation Limited says, " today evening at mahi… pic.twitter.com/LapwfEOo5h
ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বলছে, আজ সন্ধ্যায় মাহি নদীর উপর, বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছিল ৷ আর তা চলছে দীর্ঘদিন ধরেই ৷ নির্মাণস্থলে বেশকিছু শ্রমিক ভেঙে পড়া অংশের মধ্যে আটকে পড়েছেন। ক্রেন দিয়ে উদ্ধার অভিযান চলছে। ধীরে ধীরে বালি, পাথর, সিমেন্টের টুকরো সরিয়ে কয়েকজন শ্রমিকদের উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁরা আপাতত সুস্থ রয়েছেন।
#WATCH | Gujarat | On the incident at bullet train project site in Anand, DSP Anand, Gaurav Jasani says, " a girder being set up at the bullet train project site had fallen today. in this incident, 2 people were rescued and sent to hospital. as per primary information, 1 or 2… pic.twitter.com/DuRwBpxMw6
— ANI (@ANI) November 5, 2024
উল্লেখ্য, মুম্বই থেকে আমেদাবাদের দূরত্ব প্রায় 508 কিলোমিটার। এখন একটি শহর থেকে অন্য শহরে যেতে সময় লাগে 6 ঘণ্টা। বুলেট ট্রেনটি চালু হলে এই দুই শহরের মধ্যে যাতায়াতে সময় লাগবে 2 ঘণ্টায়। এই রুটেয় কাজ চলছিল ৷ সেখানেই ঘটল দুর্ঘটনা।