ETV Bharat / state

নাম বদলাবে 'বামফ্রন্টের' ? বৃহত্তর বাম ঐক্যের দাবি দীপঙ্কর ভট্টাচার্যের

বিজেপিকে রুখতে গণতান্ত্রিক দলগুলিকে নিয়ে বৃহত্তর বাম ঐক্যের পক্ষে সওয়াল সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদকের ৷ তবে, নাম বদলের প্রসঙ্গ এড়িয়ে গেলেন মহম্মদ সেলিম ৷

LEFT FRONT NAME CHANGE
দীপঙ্কর ভট্টাচার্য ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 8:34 PM IST

কলকাতা, 5 নভেম্বর: বঙ্গ রাজনীতিতে প্রথমবার কোনও নির্বাচনে সিপিআইএমএল লিবারেশনের প্রার্থীকে সমর্থন করছে সিপিএম ৷ বামফ্রন্টের তরফে বিবৃতি দিয়ে নৈহাটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে ৷ প্রার্থীর প্রচারেও যাচ্ছেন বাম শরিকেরা ৷ তবে, কাগজে কলমে লিবারেশন বামফ্রন্টের শরিক নয়, ছিলও না। যদিও আগে বহুবার লিবারেশন রাজ্যে সিপিএম কিংবা অন্যান্য বাম প্রার্থীদের সমর্থন করেছে ৷ এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে, গণতান্ত্রিক দলগুলিকে নিয়ে নতুন ফ্রন্ট গঠনের কথা শোনা গেল সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মুখে ৷

এ বছর আরজি কর ইস্যুতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাতে, সিপিএম নৈহাটি বিধানসভা আসন ছেড়েছে লিবারেশনকে ৷ যে কারণে লিবারেশন সিপিএমকে অভিনন্দনও জানিয়েছে ৷ এই নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, "আমরা বহুদিন ধরেই বৃহত্তর বাম ঐক্যের কথা বলেছিলাম ৷ দেরিতে হলেও সময়ের দাবি মেনে তা হয়েছে ৷" 2026 বিধানসভা নির্বাচনে এই বৃহত্তর বাম ঐক্য হবে কি না, বা লিবারেশন বামফ্রন্টে যোগ দেবে কি না, এই প্রশ্নে দীপঙ্কর ভট্টাচার্য বামফ্রন্টের নাম বদলের কথা বলেন।

দীপঙ্কর ভট্টাচার্য ৷ (ইটিভি ভারত)

জাতীয় স্তরে বহুবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলগুলি একত্রে নতুন-নতুন নামে সরকার গড়েছে ৷ নির্বাচনে লড়াই করেছে ৷ বাম, কংগ্রেস-সহ অন্যান্য অবিজেপি দলগুলিকে নিয়ে ইউপিএ গঠিত হয়েছে ৷ এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে 'ইন্ডিয়া' গঠিত হয়েছে ৷ দীপঙ্কর ভট্টাচার্য মূলত সেই দিকটাই তুলে ধরেন এ দিন ৷

তিনি বলেন, "এই বাম ঐক্য কতদূর সুদূরপ্রসারী হবে, তা সময়ই ঠিক করবে ৷ লিবারেশন বামফ্রন্টে আগেও ছিল না, এখনও নেই ৷ তবে, বিজেপিকে রুখতে বৃহত্তর বাম ঐক্য দরকার ৷ লিবারেশন ছাড়াও বাকি গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে নতুন ফ্রন্টের নাম কী হবে, সেটাও ভাবা দরকার ৷ তাই, প্রশ্নটা ভবিষ‌্যতের উপর ছেড়ে দিতেই পারি ৷ নামটা বদলে অন‌্য করতে পারলে ভালো হয় ৷"

1977 সালে রাজ্যে কংগ্রেস সরকারের পতনের পর বামফ্রন্ট ক্ষমতায় আসে ৷ সেখান থেকে টানা 34 বছর সরকারে ছিল বামফ্রন্ট ৷ এখন সিপিএম-এর নেতৃত্বাধীন রাজ্য বামফ্রন্টে আছে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক-সহ অন্যান্য বামপন্থী দলগুলি ৷ এখন দেখার লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য যে কথা বলছেন, তা ভবিষ্যতে কতদূর এগোয় ৷

বামফ্রন্টের নাম বদলে, নতুন কোনও বৃহত্তর বামশক্তি রাজ্যে গড়ে ওঠে কি না, তা সময়ই বলবে ৷ তবে, দীপঙ্করের নামবদল প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দীপঙ্কর ভট্টাচার্য তাঁর ব্যক্তিগত মতামত জানিয়েছেন ৷ সংবাদ মাধ্যমের কাছে তা জানিয়েছেন ৷ ফলে তা নিয়ে মন্তব্য না করাই ভালো ৷ ভবিষ্যতে এই বিষয়টা উঠলে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নেব ৷ কারণ, অনেকগুলি রাজনৈতিক দলকে নিয়ে বামফ্রন্ট গঠিত হয়েছে ৷"

কলকাতা, 5 নভেম্বর: বঙ্গ রাজনীতিতে প্রথমবার কোনও নির্বাচনে সিপিআইএমএল লিবারেশনের প্রার্থীকে সমর্থন করছে সিপিএম ৷ বামফ্রন্টের তরফে বিবৃতি দিয়ে নৈহাটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে ৷ প্রার্থীর প্রচারেও যাচ্ছেন বাম শরিকেরা ৷ তবে, কাগজে কলমে লিবারেশন বামফ্রন্টের শরিক নয়, ছিলও না। যদিও আগে বহুবার লিবারেশন রাজ্যে সিপিএম কিংবা অন্যান্য বাম প্রার্থীদের সমর্থন করেছে ৷ এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে, গণতান্ত্রিক দলগুলিকে নিয়ে নতুন ফ্রন্ট গঠনের কথা শোনা গেল সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মুখে ৷

এ বছর আরজি কর ইস্যুতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাতে, সিপিএম নৈহাটি বিধানসভা আসন ছেড়েছে লিবারেশনকে ৷ যে কারণে লিবারেশন সিপিএমকে অভিনন্দনও জানিয়েছে ৷ এই নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, "আমরা বহুদিন ধরেই বৃহত্তর বাম ঐক্যের কথা বলেছিলাম ৷ দেরিতে হলেও সময়ের দাবি মেনে তা হয়েছে ৷" 2026 বিধানসভা নির্বাচনে এই বৃহত্তর বাম ঐক্য হবে কি না, বা লিবারেশন বামফ্রন্টে যোগ দেবে কি না, এই প্রশ্নে দীপঙ্কর ভট্টাচার্য বামফ্রন্টের নাম বদলের কথা বলেন।

দীপঙ্কর ভট্টাচার্য ৷ (ইটিভি ভারত)

জাতীয় স্তরে বহুবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলগুলি একত্রে নতুন-নতুন নামে সরকার গড়েছে ৷ নির্বাচনে লড়াই করেছে ৷ বাম, কংগ্রেস-সহ অন্যান্য অবিজেপি দলগুলিকে নিয়ে ইউপিএ গঠিত হয়েছে ৷ এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে 'ইন্ডিয়া' গঠিত হয়েছে ৷ দীপঙ্কর ভট্টাচার্য মূলত সেই দিকটাই তুলে ধরেন এ দিন ৷

তিনি বলেন, "এই বাম ঐক্য কতদূর সুদূরপ্রসারী হবে, তা সময়ই ঠিক করবে ৷ লিবারেশন বামফ্রন্টে আগেও ছিল না, এখনও নেই ৷ তবে, বিজেপিকে রুখতে বৃহত্তর বাম ঐক্য দরকার ৷ লিবারেশন ছাড়াও বাকি গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে নতুন ফ্রন্টের নাম কী হবে, সেটাও ভাবা দরকার ৷ তাই, প্রশ্নটা ভবিষ‌্যতের উপর ছেড়ে দিতেই পারি ৷ নামটা বদলে অন‌্য করতে পারলে ভালো হয় ৷"

1977 সালে রাজ্যে কংগ্রেস সরকারের পতনের পর বামফ্রন্ট ক্ষমতায় আসে ৷ সেখান থেকে টানা 34 বছর সরকারে ছিল বামফ্রন্ট ৷ এখন সিপিএম-এর নেতৃত্বাধীন রাজ্য বামফ্রন্টে আছে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক-সহ অন্যান্য বামপন্থী দলগুলি ৷ এখন দেখার লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য যে কথা বলছেন, তা ভবিষ্যতে কতদূর এগোয় ৷

বামফ্রন্টের নাম বদলে, নতুন কোনও বৃহত্তর বামশক্তি রাজ্যে গড়ে ওঠে কি না, তা সময়ই বলবে ৷ তবে, দীপঙ্করের নামবদল প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দীপঙ্কর ভট্টাচার্য তাঁর ব্যক্তিগত মতামত জানিয়েছেন ৷ সংবাদ মাধ্যমের কাছে তা জানিয়েছেন ৷ ফলে তা নিয়ে মন্তব্য না করাই ভালো ৷ ভবিষ্যতে এই বিষয়টা উঠলে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নেব ৷ কারণ, অনেকগুলি রাজনৈতিক দলকে নিয়ে বামফ্রন্ট গঠিত হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.