কলকাতা, 5 নভেম্বর: ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি শুরু হল ৷ যেখানে রাজ্যে হয়ে চলা একের পর এক নাবালিকা ধর্ষণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল ৷ এই কর্মসূচিতে রাজ্যপালের প্রতি সম্মান জানাতে একটি ইন্টারেক্টিভ মেসেজিং বোর্ড রাখা হয়েছে ৷ যেখানে দর্শকরা সক্রিয়ভাবে নিজেদের মতামত জানাচ্ছেন ৷
রাজ্যে ক্রমবর্ধমান নাবালিকা ধর্ষণ নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল বলেন, "এই ধরনের ঘটনা সত্যি দুঃখজনক ৷ সাধারণ মানুষকে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷" ঠিক এই কারণে তিনি রাজ্যের আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া হিংসা-বিধ্বস্ত 250টি গ্রামে ঘুরে দেখার টার্গেট নিয়েছেন ৷ মানবপাচার বিরোধী কার্যক্রম, মাদক বিরোধী উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত কাজ করা হবে ৷
যুব সমাজের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগ থাকবে সেখানে ৷ যার মাধ্যমে শিক্ষিত যুবক-যুবতীরা তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পাবেন ৷ এই উদ্যোগগুলির লক্ষ্য হবে সমাজের দুর্বল শ্রেণির কল্যাণে কাজ করা ৷
রাজ্যপাল পদে দু’বছর পূর্তি উপলক্ষে মূলত এই কর্মসূচি নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের বিকশিত ভারতের যে লক্ষ্য, তার সঙ্গে সাযুজ্য রেখেই এই উদ্যোগ ৷ যেখানে নারী শিক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷ সমাজ বদলাতে মহিলাদের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ, তা তুলে ধরা হচ্ছে ৷ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচিতে ৷
এই দু’বছর পূর্তি উপলক্ষে রাজভবনে কার্গিলের 19 জন শহিদ জওয়ানদের পরিবারকে সম্মান দিয়েছেন সিভি আনন্দ বোস ৷ রাজ্যপাল বলেন, "ভারতের যেকোনও যুদ্ধ জয় বীর সেনাদের জন্য সম্ভব হয়েছে ৷ আমরা অনেক যুদ্ধক্ষেত্র দেখেছি ৷ আমাদের সেনাদের সাহস এবং দেশের প্রতি শ্রদ্ধা, ভালবাসার জন্য কার্গিল যুদ্ধে জয় সম্ভব হয়েছে ৷ আমাদের সেনা সীমান্তে রাতদিন দায়িত্ব পালন করেন ৷ তাই দেশবাসী নির্বিঘ্নে ঘুমায় ৷"
রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত বলেন, "রাজ্যপাল তাঁর ধারাবাহিক কাজের সঙ্গে সঙ্গতি রেখে, এই কর্মসূচি নিয়েছেন। এই কর্মসূচিতে সাধারণ মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ঘটবে ৷ 'আপনা ভারত–জাগতা বেঙ্গল', উদ্যোগের মাধ্যমে রাজ্যপাল সিভি আনন্দ বোস জাতীয় গর্বের সঙ্গে, বাংলার মহিমাকে যুক্ত করতে চান ৷"