ETV Bharat / state

Independence Day in Ghatal : জলযন্ত্রণাকে সঙ্গী করে ঘাটালে পালিত স্বাধীনতা দিবস - Independent Day in Ghatal : জলযন্ত্রণার মধ্যেও নিয়ম মেনে ঘাটালে পালিত হল স্বাধীনতা দিবস

জল এখনও নামেনি ৷ তবে তার মধ্যেই নিয়ম মেনে পালিত হল স্বাধীনতা দিবস ৷ বিশেষ দিনে নিজেদের কর্তব্য ভোলেননি ঘাটালবাসী ৷ জলমগ্ন স্কুল-কলেজগুলিতেও স্বল্প পড়ুয়া নিয়েই পালন করা হল দিনটি ৷

ঘাটালে পালিত হল স্বাধীনতা দিবস
ঘাটালে পালিত হল স্বাধীনতা দিবস
author img

By

Published : Aug 15, 2021, 10:23 PM IST

ঘাটাল, 15 অগস্ট : বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা । তবে জলযন্ত্রণাকে সঙ্গী করেই স্বাধীনতা দিবস উদযাপন করলেন ঘাটালবাসী ।স্কুল-কলেজের পাশাপাশি স্বাধীনতা দিবস পালন বিভিন্ন ক্লাবে ক্লাবে ।

প্রাকৃতিক বিপর্যয়ে লন্ডভন্ড হয়েছে গোটা দেশ ৷ লন্ডভন্ড হয়েছে এরাজ্যের ঘাটালও । অতিরিক্ত পাওনা বন্যা পরিস্থিতি ৷ এই জলমগ্ন পরিবেশের মধ্যেই স্বাধীনতা দিবস পালন করলেন ঘাটালবাসী ৷ অনেক স্কুলই এখনও জলের নিচে ৷ ডিঙ্গি ও নৌকায় করে পড়ুয়া, অভিভাবক, শিক্ষকদের স্কুলে পৌঁছতে দেখা গেল ৷ হাঁটু জলে দাঁড়িয়েই উত্তোলন করা হল জাতীয় পতাকা ৷ গাওয়া হল জাতীয় সঙ্গীত ৷ যতই বিপর্যয় হোক না কেন, 75তম স্বাধীনতা দিবসের আনন্দ থেকে বাদ পড়া যায় না ৷ বিশেষ দিনে তাই এভাবেই বীর শহিদদের সম্মান জানালেন ঘাটালবাসী ৷

ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "করোনা আর এই জলযন্ত্রণা কিছুটা হলেও বাদ সেধেছে স্বাধীনতা দিবসে । অনুষ্ঠান সূচিতে কাটছাঁট করা হয়েছে ৷ বন্যা 11জন ঘাটালবাসীর প্রাণ কেড়েছে ৷ তাই শোকের আবহেই পালিত হল 75তম স্বাধীনতা দিবস ৷"

মহকুমাশাসক জানান, ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও 3-4টি পঞ্চায়েত জলমগ্ন । জল কমেছে ঘাটাল পৌরসভায় ৷ তবে বেশ কয়েকটি নিচু ওয়ার্ডে এখনও বন্যার জল রয়েছে । নদীর জলস্তর খানিকটা কমায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ৷ সরকারি তরফে ত্রাণ শিবির এখনও চালানো হচ্ছে ৷

বন্যা পরিস্থিতি এখনও কাটেনি, তবে তার মধ্যেই নিয়ম মেনে স্বাধীনতা দিবস পালন করলেন ঘাটলবাসী ৷

দেড় বছরের বেশি করোনা পরিস্থিতি চলার মধ্যেই বন্যা বিপর্যয়ের মুখে পড়েছে ঘাটাল ৷ অনেক মতেই, 78-এর বন্যার পর রাজ্যেও কোথাও ফের তেমন ভয়াবহ অবস্থা এই প্রথম হল ৷ অনেক স্কুল-কলেজই জলের তলায় । তাই ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের এবারের স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে । তবে তাই বলে তাঁরা থেমে থাকেননি ৷ যে যেমন পেরেছেন তেমনভাবে উদযাপন করেছেন উল্লেখযোগ্য এই দিনটি ৷

আরও পড়ুন : Mamata Visits Ghatal: ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিনিধিদল যাচ্ছে দিল্লিতে

ঘাটাল, 15 অগস্ট : বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা । তবে জলযন্ত্রণাকে সঙ্গী করেই স্বাধীনতা দিবস উদযাপন করলেন ঘাটালবাসী ।স্কুল-কলেজের পাশাপাশি স্বাধীনতা দিবস পালন বিভিন্ন ক্লাবে ক্লাবে ।

প্রাকৃতিক বিপর্যয়ে লন্ডভন্ড হয়েছে গোটা দেশ ৷ লন্ডভন্ড হয়েছে এরাজ্যের ঘাটালও । অতিরিক্ত পাওনা বন্যা পরিস্থিতি ৷ এই জলমগ্ন পরিবেশের মধ্যেই স্বাধীনতা দিবস পালন করলেন ঘাটালবাসী ৷ অনেক স্কুলই এখনও জলের নিচে ৷ ডিঙ্গি ও নৌকায় করে পড়ুয়া, অভিভাবক, শিক্ষকদের স্কুলে পৌঁছতে দেখা গেল ৷ হাঁটু জলে দাঁড়িয়েই উত্তোলন করা হল জাতীয় পতাকা ৷ গাওয়া হল জাতীয় সঙ্গীত ৷ যতই বিপর্যয় হোক না কেন, 75তম স্বাধীনতা দিবসের আনন্দ থেকে বাদ পড়া যায় না ৷ বিশেষ দিনে তাই এভাবেই বীর শহিদদের সম্মান জানালেন ঘাটালবাসী ৷

ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "করোনা আর এই জলযন্ত্রণা কিছুটা হলেও বাদ সেধেছে স্বাধীনতা দিবসে । অনুষ্ঠান সূচিতে কাটছাঁট করা হয়েছে ৷ বন্যা 11জন ঘাটালবাসীর প্রাণ কেড়েছে ৷ তাই শোকের আবহেই পালিত হল 75তম স্বাধীনতা দিবস ৷"

মহকুমাশাসক জানান, ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও 3-4টি পঞ্চায়েত জলমগ্ন । জল কমেছে ঘাটাল পৌরসভায় ৷ তবে বেশ কয়েকটি নিচু ওয়ার্ডে এখনও বন্যার জল রয়েছে । নদীর জলস্তর খানিকটা কমায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ৷ সরকারি তরফে ত্রাণ শিবির এখনও চালানো হচ্ছে ৷

বন্যা পরিস্থিতি এখনও কাটেনি, তবে তার মধ্যেই নিয়ম মেনে স্বাধীনতা দিবস পালন করলেন ঘাটলবাসী ৷

দেড় বছরের বেশি করোনা পরিস্থিতি চলার মধ্যেই বন্যা বিপর্যয়ের মুখে পড়েছে ঘাটাল ৷ অনেক মতেই, 78-এর বন্যার পর রাজ্যেও কোথাও ফের তেমন ভয়াবহ অবস্থা এই প্রথম হল ৷ অনেক স্কুল-কলেজই জলের তলায় । তাই ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের এবারের স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে । তবে তাই বলে তাঁরা থেমে থাকেননি ৷ যে যেমন পেরেছেন তেমনভাবে উদযাপন করেছেন উল্লেখযোগ্য এই দিনটি ৷

আরও পড়ুন : Mamata Visits Ghatal: ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিনিধিদল যাচ্ছে দিল্লিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.