ETV Bharat / state

অরেঞ্জ জ়োন ঘোষিত হওয়ায় বিভিন্ন গাড়িতে স্যানিটাইজ়েশন পশ্চিম মেদিনীপুরে

পশ্চিম মেদিনীপুর জেলা ঘোষিত হয়েছে কোরোনার অরেঞ্জ জ়োন হিসেবে । তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন ।

awareness
স্যানিটাইজ়েশন
author img

By

Published : Apr 16, 2020, 1:49 PM IST

মেদিনীপুর, 16 এপ্রিল: কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে নতুন করে কোরোনা সংক্রমণের হটস্পট ঘোষিত হয়েছে রাজ্যের 11টি জেলা । অরেঞ্জ জ়োন হিসেবে থাকা সাতটি জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর অন্তর্ভুক্ত হয়েছে । আর তাই সংক্রমণ রোধে দু'চাকা, চারচাকা গাড়িগুলিতে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ । দফায় দফায় যাতায়াতকারী গাড়িগুলির উপর স্যানিটাইজ়েশনের কাজ চলছে ।

কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে দেশে । সংখ্যাটা 12 হাজারের গণ্ডি ছাড়িয়েছে । সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক নতুন করে সমীক্ষা করে গোটা রাজ্যের উপর । সংক্রমণের নিরিখে রাজ্যের কয়েকটি এলাকাকে হটস্পট, রেড জ়োন এবং অরেঞ্জ জ়োন ঘোষণা করা হয়েছে । যেসব জেলায় বেশি সংখ্যায় সংক্রমণের হার সেগুলি হটস্পট এবং রেড জ়োন হিসেবে ঘোষিত হয়েছে । তুলনামূলকভাবে যে জেলাগুলিতে কম সংক্রমণের হার সেগুলিকে অরেঞ্জ জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । নতুন করে সাতটি অরেঞ্জ জ়োনের মধ্যে পশ্চিম মেদিনীপুর অন্তর্ভুক্ত হয়েছে । কারণ হিসেবে বলা যায়, পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে তিনজন কোরোনা রোগীর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । চিকিৎসাধীন রয়েছেন বাকি দুই ।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত দুইজন । অপরদিকে বেলদার এক বাসিন্দাও আক্রান্ত হয়েছেন । তবে তিনি ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন । অন্য জেলার তুলনায় পশ্চিম মেদিনীপুর জেলায় সংক্রমণের হার কম হওয়ায় এই জেলাকে অরেঞ্জ জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে । অরেঞ্জ জ়োন ঘোষণা হওয়ায় পরেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন । সরকারি অফিস এবং সরকারি বিভিন্ন দপ্তরে দাঁড়িয়ে থাকা যাতায়াতকারী যানবাহনগুলিকে স্যানিটাইজ় করার কাজ শুরু হয়েছে পুলিশ প্রশাসেনের তরফে ।

পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাইক আরোহী মনোরঞ্জন সাহা । বলেন, "সংক্রমণ রোধে পুলিশের ভূমিকা সত্যিই ভালো । যানবাহনগুলিতে স্যানিটাইজ়েশনের মাধ্যমে অনেকাংশে সংক্রমণ রোধ করা সম্ভব ।" তারই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মত তাঁর ।

মেদিনীপুর, 16 এপ্রিল: কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে নতুন করে কোরোনা সংক্রমণের হটস্পট ঘোষিত হয়েছে রাজ্যের 11টি জেলা । অরেঞ্জ জ়োন হিসেবে থাকা সাতটি জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর অন্তর্ভুক্ত হয়েছে । আর তাই সংক্রমণ রোধে দু'চাকা, চারচাকা গাড়িগুলিতে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ । দফায় দফায় যাতায়াতকারী গাড়িগুলির উপর স্যানিটাইজ়েশনের কাজ চলছে ।

কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে দেশে । সংখ্যাটা 12 হাজারের গণ্ডি ছাড়িয়েছে । সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক নতুন করে সমীক্ষা করে গোটা রাজ্যের উপর । সংক্রমণের নিরিখে রাজ্যের কয়েকটি এলাকাকে হটস্পট, রেড জ়োন এবং অরেঞ্জ জ়োন ঘোষণা করা হয়েছে । যেসব জেলায় বেশি সংখ্যায় সংক্রমণের হার সেগুলি হটস্পট এবং রেড জ়োন হিসেবে ঘোষিত হয়েছে । তুলনামূলকভাবে যে জেলাগুলিতে কম সংক্রমণের হার সেগুলিকে অরেঞ্জ জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । নতুন করে সাতটি অরেঞ্জ জ়োনের মধ্যে পশ্চিম মেদিনীপুর অন্তর্ভুক্ত হয়েছে । কারণ হিসেবে বলা যায়, পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে তিনজন কোরোনা রোগীর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । চিকিৎসাধীন রয়েছেন বাকি দুই ।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত দুইজন । অপরদিকে বেলদার এক বাসিন্দাও আক্রান্ত হয়েছেন । তবে তিনি ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন । অন্য জেলার তুলনায় পশ্চিম মেদিনীপুর জেলায় সংক্রমণের হার কম হওয়ায় এই জেলাকে অরেঞ্জ জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে । অরেঞ্জ জ়োন ঘোষণা হওয়ায় পরেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন । সরকারি অফিস এবং সরকারি বিভিন্ন দপ্তরে দাঁড়িয়ে থাকা যাতায়াতকারী যানবাহনগুলিকে স্যানিটাইজ় করার কাজ শুরু হয়েছে পুলিশ প্রশাসেনের তরফে ।

পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাইক আরোহী মনোরঞ্জন সাহা । বলেন, "সংক্রমণ রোধে পুলিশের ভূমিকা সত্যিই ভালো । যানবাহনগুলিতে স্যানিটাইজ়েশনের মাধ্যমে অনেকাংশে সংক্রমণ রোধ করা সম্ভব ।" তারই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মত তাঁর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.