ETV Bharat / state

চন্দ্রকোনায় পথদুর্ঘটনায় মৃত 1, রাস্তায় বাম্পারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের - ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক

জানা গিয়েছে, চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন দুজন । সেই সময় দ্রুতবেগে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের । এতে গুরুতর আহত হয় ওই দুইজন । ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের ।

1 killed due to road accident in Chandrakona
চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকা
author img

By

Published : May 10, 2021, 11:11 PM IST

চন্দ্রকোনা, 10 মে : দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি রয়েছে এলাকায় বাম্পার বসানো হবে কিন্তু কোনোভাবেই তা কানে দেয়নি স্থানীয় প্রশাসন । এর ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । এদিনও দুর্ঘটনায় চার চাকার ধাক্কায় আক্রান্ত হল এক বাইক আরোহী । একজনের মৃত্যু, দুজন আহত । এই ঘটনার জেরে বাম্পারের দাবিতে সড়ক অবরোধ করেন এলাকার মানুষ।

জানা গিয়েছে, চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন দুজন । সেই সময় দ্রুতবেগে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের । এতে গুরুতর আহত হয় ওই দুইজন । ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের । এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, জনবহুল এলাকায় তিন মাথা মোড় হলেও গতি নিয়ন্ত্রণের জন্য নেই কোনও বাম্পার । প্রতিনিয়ত ওই জায়গায় দূর্ঘটনা ঘটে । প্রশাসনের কাছে বাম্পার বসানোর দাবি ছিল দীর্ঘ দিনের । কিন্তু তা হয়নি ।

আরও পড়ুন : হুগলিতে যাত্রীবাহী বাস-এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত 3, আহত 1

ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বাম্পার বসানোর দাবিতে সোচ্চার হয় স্থানীয়রা । স্থানীয়দের বিক্ষোভে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ ওই রাজ্যসড়ক । স্থানীয়দের আশ্বস্ত করে পরিস্থিতি সামাল দেয় চন্দ্রকোনা থানার পুলিশ ।

চন্দ্রকোনা, 10 মে : দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি রয়েছে এলাকায় বাম্পার বসানো হবে কিন্তু কোনোভাবেই তা কানে দেয়নি স্থানীয় প্রশাসন । এর ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । এদিনও দুর্ঘটনায় চার চাকার ধাক্কায় আক্রান্ত হল এক বাইক আরোহী । একজনের মৃত্যু, দুজন আহত । এই ঘটনার জেরে বাম্পারের দাবিতে সড়ক অবরোধ করেন এলাকার মানুষ।

জানা গিয়েছে, চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন দুজন । সেই সময় দ্রুতবেগে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের । এতে গুরুতর আহত হয় ওই দুইজন । ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের । এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, জনবহুল এলাকায় তিন মাথা মোড় হলেও গতি নিয়ন্ত্রণের জন্য নেই কোনও বাম্পার । প্রতিনিয়ত ওই জায়গায় দূর্ঘটনা ঘটে । প্রশাসনের কাছে বাম্পার বসানোর দাবি ছিল দীর্ঘ দিনের । কিন্তু তা হয়নি ।

আরও পড়ুন : হুগলিতে যাত্রীবাহী বাস-এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত 3, আহত 1

ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বাম্পার বসানোর দাবিতে সোচ্চার হয় স্থানীয়রা । স্থানীয়দের বিক্ষোভে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ ওই রাজ্যসড়ক । স্থানীয়দের আশ্বস্ত করে পরিস্থিতি সামাল দেয় চন্দ্রকোনা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.