ETV Bharat / state

জামুড়িয়ায় ECL-এর খনিতে ফের বিস্ফোরণ, বিক্ষোভ - coal mine

খনিতে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ছে বাড়ির একাংশ । আহত হচ্ছেন অনেকে । আতঙ্কে দিন কাটাচ্ছেন তপসি গ্রামের বাসিন্দারা। অনেকেই আবার রাত কাটাচ্ছেন বাড়ির বাইরে । এরই মধ্যে ফের বিস্ফোরণ জামুড়িয়ার ECL-এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে।

তীব্র বিস্ফোরণের জেরে ফাটল
author img

By

Published : May 18, 2019, 11:17 PM IST

Updated : May 18, 2019, 11:49 PM IST

জামুড়িয়া, 18 মে : কয়লা উত্তোলনের সময় তীব্র বিস্ফোরণের জেরে ফাটল ধরেছে একাধিক বাড়িতে । জামুড়িয়ার ECL -এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে বিস্ফোরণ ঘটে।

অভিযোগ, খনিতে বিস্ফোরণের জেরেই ভেঙে পড়ছে একাধিক বাড়ির একাংশ । বিক্ষোভ শুরু করেছেন এলাকার বাসিন্দারা । তাঁদের বক্তব্য, বারবার ECL কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হয়নি । এরপর জামুড়িয়া থানার পুলিশ গ্রাম পরিদর্শনে আসেন । কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে । পুলিশ-প্রশাসন ECL কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কিন্তু তার পরও আজ দুপুরে খনিতে বিস্ফোরণ করানো হয় । এরপরই গ্রামবাসীরা নর্থ সিয়ারসোল কয়লা খনির অফিস চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কয়লা উৎপাদন ।

দেখুন ভিডিয়ো

ECL - এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে কয়েকদিন আগে তপসি গ্রামের বাসিন্দারা অফিস চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় । ECL - এর কুনুস্তোরিয়ার এলাকার G.M - এর বাংলোও ঘেরাও করেন তাঁরা ।

জামুড়িয়া, 18 মে : কয়লা উত্তোলনের সময় তীব্র বিস্ফোরণের জেরে ফাটল ধরেছে একাধিক বাড়িতে । জামুড়িয়ার ECL -এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে বিস্ফোরণ ঘটে।

অভিযোগ, খনিতে বিস্ফোরণের জেরেই ভেঙে পড়ছে একাধিক বাড়ির একাংশ । বিক্ষোভ শুরু করেছেন এলাকার বাসিন্দারা । তাঁদের বক্তব্য, বারবার ECL কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হয়নি । এরপর জামুড়িয়া থানার পুলিশ গ্রাম পরিদর্শনে আসেন । কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে । পুলিশ-প্রশাসন ECL কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কিন্তু তার পরও আজ দুপুরে খনিতে বিস্ফোরণ করানো হয় । এরপরই গ্রামবাসীরা নর্থ সিয়ারসোল কয়লা খনির অফিস চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কয়লা উৎপাদন ।

দেখুন ভিডিয়ো

ECL - এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে কয়েকদিন আগে তপসি গ্রামের বাসিন্দারা অফিস চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় । ECL - এর কুনুস্তোরিয়ার এলাকার G.M - এর বাংলোও ঘেরাও করেন তাঁরা ।

Intro:জামুড়িয়ার ইসিএলের নর্থ সিয়ারসোল খোলামুখ কয়লা খনিতে কয়লা উত্তোলনের সময় তীব্র বিস্ফোরণ করছে বলে অভিযোগ । এই তীব্র বিস্ফোরণে জেরে ই সি এলের নর্থ সিয়ারসোল খোলামুখ খনির পাশেই থাকা তপসি গ্রামের প্রচুর বাড়ি ফাটল ধরেছে । এমনকি ভেঙে পড়ছে বাড়ির একাংশ। বাড়িতে ফাটলের জেরে ঢালাইয়ের চাঁচর পড়ে আহত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ ।আতঙ্কে দিন কাটাচ্ছে তপসি গ্রামের বাসিন্দারা । অনেকেই আবার রাত কাটাচ্ছে বাড়ির বাইরেই ।


Body:


ইসিএলের নর্থ সিয়ারসোল খোলা মুখ কয়লা খনিতে তীব্র বিস্ফোরণের জেরে বিক্ষোভ আন্দোলন শুরু করে তপসি গ্রামের বাসিন্দারা । বারংবার ই সি এল কর্তৃপক্ষকে বলেও কিছুই লাভ হয়নি । এমনকি আজ সকালে জামুরিয়া থানার পুলিশ প্রশাসন পরিদর্শনে আসে তপসি গ্রামে । পরিদর্শনে এসে দেখেন বিস্ফোরণের জেরে তপসি গ্রামে বাড়ি ফাটল । কথা বলেন তপসি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে । জামুরিয়া থানার পুলিশ প্রশাসন আশ্বাস দেন ইসিএল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে আপাতত কয়লা খনিতে বিস্ফোরণ বন্ধ রাখা হয়েছে । কিন্তু পুলিশ প্রশাসন আশ্বাস দেওয়ার পরেও আজ দুপুর থেকে পুনরায় খোলামুখ খনি তে তীব্র বিস্ফোরণ করে ইসিএল কর্তৃপক্ষ । এরপরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে নর্থ সিয়ারসোল খোলামুখ খনির অফিস চত্বরে । গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ইসিএলের নর্থ সিয়ারসোল খোলামুখ খনির উৎপাদন ।

প্রসঙ্গত " ইসিএলের নর্থ সিয়ারসোল খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণে জেরে কয়েকদিন আগে তপসি গ্রামের বাসিন্দারা খোলামুখ কয়লা খনির অফিস চত্বর ব্যাপক ভাঙচুর চালায় । ইসিএলের কুনুস্তোরিয়ার এরিয়ার G.M-র বাংলো ঘেরাও করে তপসি গ্রামের বাসিন্দারা ।Conclusion:।
Last Updated : May 18, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.