আসানসোল, 15 এপ্রিল : ফের ধসের কবলে আসানসোলের কালীপাহাড়ি। আজ সকালে কালীপাহাড়ির শিবমন্দির এলাকায় ধস নামে। একাধিক বাড়ির দেওয়ালে ফাটল দেখা যায়। ফেটে যায় রাস্তাও। এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
গত কয়েক বছর ধরে প্রায় ধস নামছে কালীপাহাড়ি এলাকায়। আজ সকালে প্রচণ্ড শব্দে ফেটে যায় একটি বাড়ির দেওয়াল। গোটা বাড়িটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার আরও কয়েকটি বাড়ির দেওয়ালেও ফাটল ধরেছে।
তবে ঘটনাস্থানের অদূরে রেললাইন থাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি, শিবমন্দির এলাকার পাশেই রয়েছে ECL-র 3 নম্বর পিট। বাসিন্দাদের অভিযোগ, কয়লা খনন করার পর পর্যাপ্ত বালি দিয়ে তা ভরাট না করায় ধস নামছে। এর জন্য ECL-কর্তৃপক্ষকে দায়ী করেছেন তাঁরা। অবিলম্বে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।