ETV Bharat / state

"আমি সহানুভূতিশীল", রেল জমিতে দোকান-ঘর প্রসঙ্গে বাবুল - সাংসদ বাবুল সুপ্রিয়

দোকান-ঘর তুলে নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের থেকে নোটিস পেয়েছিলেন । তাই সমস্যার সমাধানে দ্বারস্থ হয়েছিলেন বাবুল সুপ্রিয় । আজ সেই প্রসঙ্গেই বাবুল বলেন, "আমি সহানুভূতিশীল ।"

Babul Supriyo
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Dec 21, 2019, 12:24 PM IST

দুর্গাপুর, 21 ডিসেম্বর : রেলের জমিতে দোকান-ঘর করা হয়েছে । তাই নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে নিতে হবে সেই দোকান-ঘর । রেল কর্তৃপক্ষের কাছ থেকে এই নোটিস পাওয়ার পরই সাংসদ বাবুল সুপ্রিয়র দ্বারস্থ হন দোকানদাররা । আজ সেই প্রসঙ্গেই মুখ খোলেন বাবুল । বলেন, "আমি সহানুভূতিশীল ।"

অন্ডাল স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় 300 টি দোকান-ঘর রয়েছে । তাদেরই রেল কর্তৃপক্ষের তরফে একটি নোটিস দেওয়া হয় । তাতে লেখা হয়, "24 ডিসেম্বরের মধ্যে দোকান-ঘর তুলে নিতে হবে ।" এরপরই বাবুল সুপ্রিয়কে পুরো বিষয়টি জানান ওই দোকান-ঘরের মালিকরা । এই প্রসঙ্গে আজ বাবুল সুপ্রিয় বলেন, "অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে অনুরোধ-উপরোধ চলছে । আমি পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছি । আমি দেখছি । আমি সহানুভূতিশীল । কিন্তু সবকিছুরই একটা নিয়ম আছে । তাছাড়, আমি সবেমাত্র চিঠিটা পেয়েছি । এখনই কিছু মন্তব্য করতে চাইছি না ।"

অন্যদিকে, 34 নম্বর জাতীয় সড়কের রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে । কিন্তু জমি জট যে এখনও কাটেনি সেকথাও স্বীকার করেছেন বাবুল সুপ্রিয় । তিনি বলেন, "34 নম্বর জাতীয় সড়কে দিনের পর দিন কাজ হচ্ছে না । নীতিন গড়কড়ির বাড়িতে আমি নিজে মিটিং করেছিলাম । সেখানে সবাই জানায় যে, কাগজে কলমে জমি অধিগ্রহণ হয়েছে । অথচ কাজ করতে গেলে আমাদের মেশিন সহ যাবতীয় জিনিস সেখানকার মানুষ ঘিরে ফেলছে । অর্থাৎ প্রকৃতভাবে জমি জট ছাড়ানো যায়নি । তাই নীতিন গড়কড়ি বলেছিলেন, টাকা রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হোক । তারা এই কাজ করবে । কিন্তু রাজ্য সরকার কোনও জমি জট ছাড়াতে পারেনি । তাই টাকা এখনও পড়ে রয়েছে ।"

দুর্গাপুর, 21 ডিসেম্বর : রেলের জমিতে দোকান-ঘর করা হয়েছে । তাই নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে নিতে হবে সেই দোকান-ঘর । রেল কর্তৃপক্ষের কাছ থেকে এই নোটিস পাওয়ার পরই সাংসদ বাবুল সুপ্রিয়র দ্বারস্থ হন দোকানদাররা । আজ সেই প্রসঙ্গেই মুখ খোলেন বাবুল । বলেন, "আমি সহানুভূতিশীল ।"

অন্ডাল স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় 300 টি দোকান-ঘর রয়েছে । তাদেরই রেল কর্তৃপক্ষের তরফে একটি নোটিস দেওয়া হয় । তাতে লেখা হয়, "24 ডিসেম্বরের মধ্যে দোকান-ঘর তুলে নিতে হবে ।" এরপরই বাবুল সুপ্রিয়কে পুরো বিষয়টি জানান ওই দোকান-ঘরের মালিকরা । এই প্রসঙ্গে আজ বাবুল সুপ্রিয় বলেন, "অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে অনুরোধ-উপরোধ চলছে । আমি পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছি । আমি দেখছি । আমি সহানুভূতিশীল । কিন্তু সবকিছুরই একটা নিয়ম আছে । তাছাড়, আমি সবেমাত্র চিঠিটা পেয়েছি । এখনই কিছু মন্তব্য করতে চাইছি না ।"

অন্যদিকে, 34 নম্বর জাতীয় সড়কের রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে । কিন্তু জমি জট যে এখনও কাটেনি সেকথাও স্বীকার করেছেন বাবুল সুপ্রিয় । তিনি বলেন, "34 নম্বর জাতীয় সড়কে দিনের পর দিন কাজ হচ্ছে না । নীতিন গড়কড়ির বাড়িতে আমি নিজে মিটিং করেছিলাম । সেখানে সবাই জানায় যে, কাগজে কলমে জমি অধিগ্রহণ হয়েছে । অথচ কাজ করতে গেলে আমাদের মেশিন সহ যাবতীয় জিনিস সেখানকার মানুষ ঘিরে ফেলছে । অর্থাৎ প্রকৃতভাবে জমি জট ছাড়ানো যায়নি । তাই নীতিন গড়কড়ি বলেছিলেন, টাকা রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হোক । তারা এই কাজ করবে । কিন্তু রাজ্য সরকার কোনও জমি জট ছাড়াতে পারেনি । তাই টাকা এখনও পড়ে রয়েছে ।"

Intro:উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের যোগাযোগটা অন্যতম গুরুত্মপুর্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ৮৬ কিমি রাস্তা সম্প্রসারণ এর জন্য জমি অধিগ্রহণ এর দায়ীত্ম ও অর্থ রাজ্য সরকারের কাছে দেওয়া হলেও সেই জমিজট ছাড়েনি।রাজ্য সরকারও এখনও পারেনি""-গতকাল অন্ডালে দাঁড়িয়ে এমন কথা বলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।৩৪ নম্বর জাতীয় সড়কের দুরাবস্থার কথাও জানান তিনি।পাশাপাশি ডেডিকেটেড ফ্রেইড করিডোরের কাজ চলছে এরাজ্যে এই কাজ ভালোভাবে হবে বলে আশাবাদী বাবুল সুপ্রিয়।অন্যদিকে দীর্ঘ কয়েকদশক ধরেই অন্ডাল স্টেশন সংলগ্ন এলাকায় দোকানঘর এদের।রেলের জমিতেই এই ৩০০ টি দোকানঘরে হটাৎ রেলকর্তপক্ষের নোটিশ, তাতে লেখা "" আগামী ২৪ শে ডিসেম্বরের মধ্যে দোকানঘর তুলে নিতে হবে।""আর তাই এই দোকানমালিকরা শুক্রবার স্মরনাপন্ন এলাকার সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়র।দোকানদারেরা দাবী করলেন, পুনর্বাসন দিক রেলকর্তপক্ষ।সাংসদ ও জানালেন, "" আমি দেখছি।""সাংসদ বাবুল সুপ্রিয় র কথা শুনে আশ্বস্ত হন রেলের জায়গায় দোকানঘর বানিয়ে ব্যাবসা চালনো দোকানমালিকরা।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.