নদিয়া , 2 জুন : গোষ্ঠী কোন্দলের জের ৷ তৃণমূলের পঞ্চায়েত সদস্য দিলীপ দাসকে রাস্তায় লোহার রড এবং বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার প্রাক্তন তৃণমূল সভাপতি সোমনাথ রায় ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার আড়ংঘাটার ৷ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ যদিও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ৷
সোমবার বিকেলে আড়ংঘাটা পঞ্চায়েতের সদস্য দিলীপ দাস ব্যক্তিগত কাজে বাজার যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁকে রাস্তায় ঘিরে ধরে এলাকার প্রাক্তন তৃণমূল সভাপতি সোমনাথ রায় ও তাঁর দলবল । তারপর তাঁরা চড়াও হন দিলীপ বাবুর উপর । করা হয় মারধরও । গোষ্ঠী কোন্দলের জেরেই এই আক্রমণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।
দিলীপবাবুকে মারধরের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ বেগতিক দেখে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় তৃণমূলের ওই দুষ্কৃতীরা। দিলীপ দাসকে রক্তাক্ত অবস্থায় আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের সদস্যের তরফ থেকে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি ।