ETV Bharat / state

অগ্নিনির্বাপণ পরিকাঠামো পরিদর্শনে দমকল বিভাগ - পরিদর্শন

রানাঘাটের বহুতল, বাজার, গুদামগুলিতে অগ্নিনির্বাপণ বিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তা জানতে চলছে অভিযান ৷ অগ্নিকাণ্ড ঠেকাতেই এই উদ্যোগ ৷

WB_NAD_04_RANAGHAT_FIRE_BRIDGE_WB10029
অগ্নিনির্বাপণ পরিকাঠামো পরিদর্শনে দমকল বিভাগ
author img

By

Published : Mar 14, 2021, 1:57 PM IST

রানাঘাট, 14 মার্চ : কলকাতায় রেল দফতরের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ খোয়াতে হয়েছে ন’জনকে ৷ এঁদের মধ্যে রেল ও পুলিশের আধিকারিকরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন দমকলকর্মীরাও ৷ এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর রানাঘাট দমকল বিভাগ ৷ দফায় দফায় চলছে অভিযান ৷ বহুতল, গুদাম, বাজার-সহ বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণ বিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে সরেজমিনে ৷

রানাঘাটের বেসরকারি হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে সন্তুষ্ট দমকল ৷

শনিবার নদিয়ার রানাঘাট শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালায় দমকল বিভাগ ৷ নেতৃত্বে ছিলেন ওসি তাপস সাহা ৷ হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা ৷ কথা বলেন হাসপাতালের কর্মী, আধিকারিকদের ৷ সব মিলিয়ে হাসপাতালে পরিকাঠামোয় খুশি দমকল বিভাগের প্রতিনিধিরা ৷

আরও পড়ুন : পোলবায় বিধ্বংসী আগুনে পুড়ল কাঠের গোডাউন

ওসি জানান, প্রতি মাসেই নির্দিষ্ট সময় অন্তর অগ্নিনির্বাপণ ব্যবস্থার তদারকি করেন তাঁরা ৷ এদিনও তেমনই রুটিন চেক আপ ছিল ৷ যা আগামী দিনেও চলবে ৷

রানাঘাট, 14 মার্চ : কলকাতায় রেল দফতরের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ খোয়াতে হয়েছে ন’জনকে ৷ এঁদের মধ্যে রেল ও পুলিশের আধিকারিকরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন দমকলকর্মীরাও ৷ এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর রানাঘাট দমকল বিভাগ ৷ দফায় দফায় চলছে অভিযান ৷ বহুতল, গুদাম, বাজার-সহ বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণ বিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে সরেজমিনে ৷

রানাঘাটের বেসরকারি হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে সন্তুষ্ট দমকল ৷

শনিবার নদিয়ার রানাঘাট শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালায় দমকল বিভাগ ৷ নেতৃত্বে ছিলেন ওসি তাপস সাহা ৷ হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা ৷ কথা বলেন হাসপাতালের কর্মী, আধিকারিকদের ৷ সব মিলিয়ে হাসপাতালে পরিকাঠামোয় খুশি দমকল বিভাগের প্রতিনিধিরা ৷

আরও পড়ুন : পোলবায় বিধ্বংসী আগুনে পুড়ল কাঠের গোডাউন

ওসি জানান, প্রতি মাসেই নির্দিষ্ট সময় অন্তর অগ্নিনির্বাপণ ব্যবস্থার তদারকি করেন তাঁরা ৷ এদিনও তেমনই রুটিন চেক আপ ছিল ৷ যা আগামী দিনেও চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.