ETV Bharat / state

গাংনাপুরে গোষ্ঠী কোন্দলে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি - গাংনাপুর

নাজমুল মণ্ডলের পরিবারের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল প্রধান মফিজুল দফাদার । মূলত দুর্নীতির প্রতিবাদ করতেই নাজমুল মণ্ডলকে লক্ষ্য করে গুলি করা হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 3, 2021, 3:15 PM IST

নদিয়া, 3মার্চ : নির্বাচনের কয়েকদিন আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এল ৷ এবার তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাানোর অভিযোগ উঠল ৷ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় হামলাকারী । ঘটনার কিছুক্ষণ পরেই জ্ঞান হারান ওই তৃণমূল কর্মী । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানা এলাকায় ।

সূত্রের খবর, নদিয়ার গাংনাপুর থানার আইসমালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নাজমুল মণ্ডল । তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত । আইসমালি গ্রাম পঞ্চায়েতের প্রধান মফিজুল দফাদার বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ । বোমা মজুত রাখা থেকে শুরু করে আম্ফান দুর্নীতি, এমনকি সবসময় মদ্যপান করে সাধারণ মানুষকে গালিগালাজ করেন বলে অভিযোগ প্রধানের বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে তাঁর এই কাজের প্রতিবাদ করে আসছিলেন নাজমুল ৷

নাজমুলের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে , দুর্নীতির প্রতিবাদ করাতে আজ রাতে নাজমুল যখন বাজারে যাচ্ছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় মফিজুল দফাদার এবং তাঁর ভাই । অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । এরপর প্রাণ বাঁচাতে নাজমুল মণ্ডল কোনক্রমে দৌড়ে তাঁর বাড়ি পর্যন্ত যান ।এবং সেখানে গিয়েই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন । এর পরেই তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয়রা ওই তৃণমূল কর্মীকে অজ্ঞান অবস্থায় রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । নাজমুল মণ্ডলের পরিবারের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল প্রধান মফিজুল দফাদার । মূলত দুর্নীতির প্রতিবাদ করাতেই নাজমুলের উপর এই হামলা ।

গাংনাপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

আরও পড়ুন: ঘরে সবার মা-বোন আছে...ভিডিয়ো ভাইরাল, মন্তব্যের ভুল ব্যাখ্যার দাবি কৌশানীর

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাংনাপুর থানার পুলিশ । পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোটের আগে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে ।

নদিয়া, 3মার্চ : নির্বাচনের কয়েকদিন আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এল ৷ এবার তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাানোর অভিযোগ উঠল ৷ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় হামলাকারী । ঘটনার কিছুক্ষণ পরেই জ্ঞান হারান ওই তৃণমূল কর্মী । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানা এলাকায় ।

সূত্রের খবর, নদিয়ার গাংনাপুর থানার আইসমালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নাজমুল মণ্ডল । তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত । আইসমালি গ্রাম পঞ্চায়েতের প্রধান মফিজুল দফাদার বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ । বোমা মজুত রাখা থেকে শুরু করে আম্ফান দুর্নীতি, এমনকি সবসময় মদ্যপান করে সাধারণ মানুষকে গালিগালাজ করেন বলে অভিযোগ প্রধানের বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে তাঁর এই কাজের প্রতিবাদ করে আসছিলেন নাজমুল ৷

নাজমুলের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে , দুর্নীতির প্রতিবাদ করাতে আজ রাতে নাজমুল যখন বাজারে যাচ্ছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় মফিজুল দফাদার এবং তাঁর ভাই । অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । এরপর প্রাণ বাঁচাতে নাজমুল মণ্ডল কোনক্রমে দৌড়ে তাঁর বাড়ি পর্যন্ত যান ।এবং সেখানে গিয়েই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন । এর পরেই তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয়রা ওই তৃণমূল কর্মীকে অজ্ঞান অবস্থায় রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । নাজমুল মণ্ডলের পরিবারের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল প্রধান মফিজুল দফাদার । মূলত দুর্নীতির প্রতিবাদ করাতেই নাজমুলের উপর এই হামলা ।

গাংনাপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

আরও পড়ুন: ঘরে সবার মা-বোন আছে...ভিডিয়ো ভাইরাল, মন্তব্যের ভুল ব্যাখ্যার দাবি কৌশানীর

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাংনাপুর থানার পুলিশ । পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোটের আগে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.