ETV Bharat / state

ভোটার তালিকায় মৃত, ভোট দিতে পারলেন না বহরমপুরের বাসিন্দা

author img

By

Published : Apr 29, 2021, 11:46 AM IST

এদিন বহরমপুর বিধানসভার লিপিকা বালিকা বিদ্যালয়ের ৭১ নম্বর বুথে ভোট দিতে গিয়েছেলেন নন্দকুমার সাহা ৷ ভোট দিতে গেলে সেখানে থাকা প্রিসাইডিং আফিসার তাঁকে বাঁধা দেন ৷ তাঁকে বলা হয়, ভোটার তালিকায় তিনি নাকি মৃত ৷

ভোটার তালিকায় মৃত, ভোট দেওয়া হল না  বহরমপুরের নন্দদুলাল সাহার
ভোটার তালিকায় মৃত, ভোট দেওয়া হল না বহরমপুরের নন্দদুলাল সাহার

বহরমপুর, 29 এপ্রিল : জীবিত থেকেও মৃত ৷ বহরমপুরের জয়চাঁদপল্লির বাসিন্দা নন্দদুলাল সাহা ভোট দিতে পারলেন না ৷ কারণ ভোটার তালিকায় তিনি মৃত ৷ ভোট দিতে না পেরে হতাশ নন্দদুলালবাবু ৷

এদিন বহরমপুর বিধানসভার লিপিকা বালিকা বিদ্যালয়ের ৭১ নম্বর বুথে ভোট দিতে গিয়েছেলেন নন্দকুমার সাহা ৷ ভোট দিতে গেলে সেখানে থাকা প্রিসাইডিং আফিসার তাঁকে বাঁধা দেন ৷ তাঁকে বলা হয়, ভোটার তালিকায় তিনি নাকি মৃত ৷ এমন কথা শুনে স্বভাবতই অবাক হয়ে যান নন্দদুলালবাবু ৷ সেখানে থাকা ভোট কর্মীকে তিনি বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি ৷ তাঁকে বলা হয় নির্বাচন শেষে বিডিও অফিসে যোগাযোগ করতে ৷

ভোটার তালিকায় মৃত, ভোট দেওয়া হল না বহরমপুরের নন্দদুলাল সাহার

ভোট দিতে না পেরে হতাশ নন্দদুলাল সাহা বলেন, ‘‘এই ঘটনায় আমি বিস্মিত ৷ গত লোকসভা নির্বাচনেও আমি ভোট দিয়েছি ৷’’ কীভাবে এই ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না ৷

আরও পড়ুন : অষ্টম দফার ভোটে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া

বহরমপুর, 29 এপ্রিল : জীবিত থেকেও মৃত ৷ বহরমপুরের জয়চাঁদপল্লির বাসিন্দা নন্দদুলাল সাহা ভোট দিতে পারলেন না ৷ কারণ ভোটার তালিকায় তিনি মৃত ৷ ভোট দিতে না পেরে হতাশ নন্দদুলালবাবু ৷

এদিন বহরমপুর বিধানসভার লিপিকা বালিকা বিদ্যালয়ের ৭১ নম্বর বুথে ভোট দিতে গিয়েছেলেন নন্দকুমার সাহা ৷ ভোট দিতে গেলে সেখানে থাকা প্রিসাইডিং আফিসার তাঁকে বাঁধা দেন ৷ তাঁকে বলা হয়, ভোটার তালিকায় তিনি নাকি মৃত ৷ এমন কথা শুনে স্বভাবতই অবাক হয়ে যান নন্দদুলালবাবু ৷ সেখানে থাকা ভোট কর্মীকে তিনি বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি ৷ তাঁকে বলা হয় নির্বাচন শেষে বিডিও অফিসে যোগাযোগ করতে ৷

ভোটার তালিকায় মৃত, ভোট দেওয়া হল না বহরমপুরের নন্দদুলাল সাহার

ভোট দিতে না পেরে হতাশ নন্দদুলাল সাহা বলেন, ‘‘এই ঘটনায় আমি বিস্মিত ৷ গত লোকসভা নির্বাচনেও আমি ভোট দিয়েছি ৷’’ কীভাবে এই ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না ৷

আরও পড়ুন : অষ্টম দফার ভোটে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.