ETV Bharat / international

হিজবুল্লা প্রধানের হুঁশিয়ারি ! লেবাননে পালটা রকেট-বোমা হামলা ইজরায়েলের - Israel Targets Hezbollah sites

Israel Targets Hezbollah Sites: লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর একাধিক ঘাঁটি ধ্বংস করতে রকেট-বোমা হামলা চালাল ইজরায়েল ৷ বৃহস্পতিবারই হিজবুল্লা প্রধান পেজার-সহ যান্ত্রিক বিস্ফোরণের চরম দাম দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ তারপর এই হামলা ৷

Israel Targets Hezbollah Sites
হিজবুল্লা ঘাঁটিতে ইজরায়েলের হামলা (ছবি সৌজন্য: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 10:44 AM IST

বেইরুট ও জেরুজালেম, 20 সেপ্টেম্বর: মুহুর্মুহু ভারী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল হিজবুল্লা অধ্যুষিত বহু এলাকা ৷ লেবাননের সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার ইজরায়েল সেনার তরফে বোমা হামলা শুরু করেছে ৷ মঙ্গলবার বিকেলে লেবাননের বিভিন্ন এলাকায় হিজবোল্লাদের কাছে থাকে পেজারে বিস্ফোরণ হয় ৷ এরপর বুধবার বিকেলে ফের বিস্ফোরণ হয় ওয়াকিটকি-সহ তারবিহীন একাধিক যন্ত্রে ৷

এতে কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে একজন শিশুকন্যাও রয়েছে ৷ জখম মানুষের সংখ্যা 3 হাজার ৷ হিজবুল্লাদের এভাবে নিশানা করার জন্য ইজরায়েলকেই দায়ী করেছে হিজবুল্লা হাসান নাসরাল্লাহ ৷ বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দেন, এর দাম দিতে হবে ইজরায়েলকে ৷ এরপরই ইজরায়েল সেনা হঠাৎ হিজবুল্লাদের বিরুদ্ধে বোমা হামলা চালায় ৷

ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ইজরায়েলের বায়ুসেনা প্রায় 30টি হিজবুল্লা লঞ্চার এবং বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ৷ এই ঘাঁটিগুলিতে প্রায় 150টি লঞ্চার ব্য়ারেল ইজরায়েলি এলাকাগুলিকে নিশানা করে হামলার জন্য একেবারে তৈরি ছিল ৷ এছাড়া দক্ষিণ লেবাননের অনেক জায়গায় হিজবুল্লার অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছি ৷

লেবাননের সরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টার মধ্যে দক্ষিণ লেবাননে ইজরায়েল কমপক্ষে 52 বার হামলা চালিয়েছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের খবর, বৃহস্পতিবার ইজরায়েলের বিমান থেকে 150টি এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল ছোড়া হয়েছে ৷ এই হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ওই সূত্র গত বছর 7 অক্টোবর ইজরায়েলে হামাসের আক্রমণের সঙ্গে তুলনা করেছে ৷ এদিকে ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, দেশের বায়ু সেনা 100টি রকেট লঞ্চারকে ধ্বংস করেছে ৷ মধ্যরাতের সামান্য আগে ইজরায়েলের সেনাবাহিনী ঘোষণা করে তাদের অভিযান সম্পূর্ণ হয়েছে ৷ লেবানন সূত্রের খবর, দক্ষিণ লেবানন থেকে উত্তর ইজরায়েলের দিকে 50টি কাটইয়ুশা রকেট চালানো হয়েছে ৷

গত বছর 7 অক্টোবর ইহুদিদের পবিত্র সাবাথের সকালে রকেট ও বোমা হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ এরপর পালটা সামরিক অভিযান ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তারপর থেকে ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে ৷ এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলি দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে ৷ লেবাননের হিজবুল্লা প্রথম থেকেই গাজার পক্ষে এবং তারা হামাসকে সমর্থন করেছে ৷ হিজবুল্লা গোষ্ঠীকে আবার সমর্থন করে ইরান ৷ তাই এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধ হয়ে উঠেছে ৷

বেইরুট ও জেরুজালেম, 20 সেপ্টেম্বর: মুহুর্মুহু ভারী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল হিজবুল্লা অধ্যুষিত বহু এলাকা ৷ লেবাননের সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার ইজরায়েল সেনার তরফে বোমা হামলা শুরু করেছে ৷ মঙ্গলবার বিকেলে লেবাননের বিভিন্ন এলাকায় হিজবোল্লাদের কাছে থাকে পেজারে বিস্ফোরণ হয় ৷ এরপর বুধবার বিকেলে ফের বিস্ফোরণ হয় ওয়াকিটকি-সহ তারবিহীন একাধিক যন্ত্রে ৷

এতে কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে একজন শিশুকন্যাও রয়েছে ৷ জখম মানুষের সংখ্যা 3 হাজার ৷ হিজবুল্লাদের এভাবে নিশানা করার জন্য ইজরায়েলকেই দায়ী করেছে হিজবুল্লা হাসান নাসরাল্লাহ ৷ বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দেন, এর দাম দিতে হবে ইজরায়েলকে ৷ এরপরই ইজরায়েল সেনা হঠাৎ হিজবুল্লাদের বিরুদ্ধে বোমা হামলা চালায় ৷

ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ইজরায়েলের বায়ুসেনা প্রায় 30টি হিজবুল্লা লঞ্চার এবং বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ৷ এই ঘাঁটিগুলিতে প্রায় 150টি লঞ্চার ব্য়ারেল ইজরায়েলি এলাকাগুলিকে নিশানা করে হামলার জন্য একেবারে তৈরি ছিল ৷ এছাড়া দক্ষিণ লেবাননের অনেক জায়গায় হিজবুল্লার অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছি ৷

লেবাননের সরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টার মধ্যে দক্ষিণ লেবাননে ইজরায়েল কমপক্ষে 52 বার হামলা চালিয়েছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের খবর, বৃহস্পতিবার ইজরায়েলের বিমান থেকে 150টি এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল ছোড়া হয়েছে ৷ এই হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ওই সূত্র গত বছর 7 অক্টোবর ইজরায়েলে হামাসের আক্রমণের সঙ্গে তুলনা করেছে ৷ এদিকে ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, দেশের বায়ু সেনা 100টি রকেট লঞ্চারকে ধ্বংস করেছে ৷ মধ্যরাতের সামান্য আগে ইজরায়েলের সেনাবাহিনী ঘোষণা করে তাদের অভিযান সম্পূর্ণ হয়েছে ৷ লেবানন সূত্রের খবর, দক্ষিণ লেবানন থেকে উত্তর ইজরায়েলের দিকে 50টি কাটইয়ুশা রকেট চালানো হয়েছে ৷

গত বছর 7 অক্টোবর ইহুদিদের পবিত্র সাবাথের সকালে রকেট ও বোমা হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ এরপর পালটা সামরিক অভিযান ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তারপর থেকে ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে ৷ এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলি দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে ৷ লেবাননের হিজবুল্লা প্রথম থেকেই গাজার পক্ষে এবং তারা হামাসকে সমর্থন করেছে ৷ হিজবুল্লা গোষ্ঠীকে আবার সমর্থন করে ইরান ৷ তাই এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধ হয়ে উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.