বেইরুট ও জেরুজালেম, 20 সেপ্টেম্বর: মুহুর্মুহু ভারী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল হিজবুল্লা অধ্যুষিত বহু এলাকা ৷ লেবাননের সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার ইজরায়েল সেনার তরফে বোমা হামলা শুরু করেছে ৷ মঙ্গলবার বিকেলে লেবাননের বিভিন্ন এলাকায় হিজবোল্লাদের কাছে থাকে পেজারে বিস্ফোরণ হয় ৷ এরপর বুধবার বিকেলে ফের বিস্ফোরণ হয় ওয়াকিটকি-সহ তারবিহীন একাধিক যন্ত্রে ৷
এতে কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে একজন শিশুকন্যাও রয়েছে ৷ জখম মানুষের সংখ্যা 3 হাজার ৷ হিজবুল্লাদের এভাবে নিশানা করার জন্য ইজরায়েলকেই দায়ী করেছে হিজবুল্লা হাসান নাসরাল্লাহ ৷ বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দেন, এর দাম দিতে হবে ইজরায়েলকে ৷ এরপরই ইজরায়েল সেনা হঠাৎ হিজবুল্লাদের বিরুদ্ধে বোমা হামলা চালায় ৷
With the direction of IDF intelligence, the IAF struck approximately 30 Hezbollah launchers and terrorist infrastructure sites, containing approximately 150 launcher barrels that were ready to fire projectiles toward Israeli territory.
— Israel Defense Forces (@IDF) September 19, 2024
Additionally, the IDF struck Hezbollah… https://t.co/uqezvGXdZh
ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ইজরায়েলের বায়ুসেনা প্রায় 30টি হিজবুল্লা লঞ্চার এবং বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ৷ এই ঘাঁটিগুলিতে প্রায় 150টি লঞ্চার ব্য়ারেল ইজরায়েলি এলাকাগুলিকে নিশানা করে হামলার জন্য একেবারে তৈরি ছিল ৷ এছাড়া দক্ষিণ লেবাননের অনেক জায়গায় হিজবুল্লার অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছি ৷
লেবাননের সরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টার মধ্যে দক্ষিণ লেবাননে ইজরায়েল কমপক্ষে 52 বার হামলা চালিয়েছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের খবর, বৃহস্পতিবার ইজরায়েলের বিমান থেকে 150টি এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল ছোড়া হয়েছে ৷ এই হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ওই সূত্র গত বছর 7 অক্টোবর ইজরায়েলে হামাসের আক্রমণের সঙ্গে তুলনা করেছে ৷ এদিকে ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, দেশের বায়ু সেনা 100টি রকেট লঞ্চারকে ধ্বংস করেছে ৷ মধ্যরাতের সামান্য আগে ইজরায়েলের সেনাবাহিনী ঘোষণা করে তাদের অভিযান সম্পূর্ণ হয়েছে ৷ লেবানন সূত্রের খবর, দক্ষিণ লেবানন থেকে উত্তর ইজরায়েলের দিকে 50টি কাটইয়ুশা রকেট চালানো হয়েছে ৷
গত বছর 7 অক্টোবর ইহুদিদের পবিত্র সাবাথের সকালে রকেট ও বোমা হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ এরপর পালটা সামরিক অভিযান ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তারপর থেকে ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে ৷ এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলি দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে ৷ লেবাননের হিজবুল্লা প্রথম থেকেই গাজার পক্ষে এবং তারা হামাসকে সমর্থন করেছে ৷ হিজবুল্লা গোষ্ঠীকে আবার সমর্থন করে ইরান ৷ তাই এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধ হয়ে উঠেছে ৷