অমরাবতি, 20 সেপ্টেম্বর: তিরুমালাকে অপবিত্র করে দিয়েছে ওয়াইএসআরসিপি সরকার ৷ তবে মন্দির শুদ্ধিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর প্রসাদী লাড্ডুতে পশু চর্বির নমুনা পাওয়ার পর এমনটাই জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর কথায়, "আমরা কোনও রকমের বেনিয়ম সহ্য করব না ৷ মন্দিরের পবিত্রতা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য ৷"
এদিকে, এই ঘটনায় অন্ধ্র সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রল্হাদ জোশী ৷ অন্যদিকে, ল্যাব রিপোর্ট আসার পর তীব্র নিন্দা করেছেন তেলেগু অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণ ৷ টিটিডি-কে আক্রমণ করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেন তিনি ৷
We are all deeply disturbed with the findings of animal fat (fish oil,pork fat and beef fat )mixed in Tirupathi Balaji Prasad. Many questions to be answered by the TTD board constituted by YCP Govt then. Our Govt is committed to take stringent action possible.
— Pawan Kalyan (@PawanKalyan) September 20, 2024
But,this throws… https://t.co/SA4DCPZDHy
চন্দ্রবাবু জানান, শ্রী ভেঙ্কাটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদের গুণমান বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে তাঁর সরকার ৷ সেই সঙ্গে তিনি আরও বলেন, "শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী হিন্দুদের কাছে অন্যতম পূজনীয় দেবতা ৷ আর সেই ভগবানের বাসস্থানকে অপবিত্র করেছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি ৷"
তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরিতে গরুর চর্বি ব্যবহারের অভিযোগ তোলেন তেলেগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো ৷ এরপর বৃহস্পতিবার রাতে সেই লাড্ডুর নমুনা পরীক্ষার জন্য গুজরাতের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডে পাঠায় তিরুমালা তিরুপতি দেবস্থানম ৷ পরীক্ষার ফলে চন্দ্রবাবু নাইডুর অভিযোগ প্রমাণিত হয়ে যায় ৷ তবে বর্তমানে ভক্তদের পরিবেশিত সমস্ত খাবারের কঠোর পরীক্ষা এবং তদারকি করছে নতুন প্রশাসন ৷
এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশ জানান, ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানায় একাধিক দুর্নীতি হয়েছে রাজ্যে ৷ সেই সমস্ত দুর্নীতির একটি অংশ হল, তিরুমালার প্রসাদ তৈরিতে ভেজাল ঘি-এর ব্যবহার ৷ তবে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর একজন নতুন বির্বাহী কর্তাকে(ইও) নিযুক্ত করা হয়েছে ৷ পূর্বের বেনিয়মগুলির যাতে পুনারাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই ইও-কে ৷ লোকেশ আরও জানান, মন্দিরে প্রবেশের আগে এখন ঘি, চাল ও শাকসবজি সবকিছু পরীক্ষা করা হচ্ছে ৷ পাশাপাশি, ভক্তদের পরিবেশিত সমস্ত খাবারের মান নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷
উল্লেখ্য, তিরুপতির প্রসাদী লাড্ডু শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে দেওয়া হয়, যেটি তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি) দ্বারা পরিচালিত হয় । চন্দ্রবাবু নাইডুর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি ৷ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ভক্তদের বিশ্বাসের কথা মাথায় রেখে দেবতার সামনে পরিবারের সঙ্গে তিনি এই বিষয়ে শপথ নেবেন ৷ চন্দ্রবাবু নাইডুও তা করতে পারবেন কি ? সেই প্রশ্ন ছুড়ে দেন তিনি ।