ETV Bharat / state

56 লাখ টাকা আত্মসাৎ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক ! - সমর মুখার্জির বিরুদ্ধে বিধায়ক তহবিলের ৫৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

56 লাখ টাকা আত্মসাৎ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি ৷ আজ এই অভিযোগ তুলে সরব হলেন ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক ।

রতুয়ায় ব্লক তৃণমূল সভাপতি
author img

By

Published : Aug 31, 2019, 11:15 PM IST

Updated : Aug 31, 2019, 11:52 PM IST

মালদা, 31 অগাস্ট : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ৷ 56 লাখ টাকা আত্মসাৎ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, এই অভিযোগ তুলে সরব হলেন ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক ।

এই নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করেন ফজলুল । তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন সমর মুখার্জি ৷ এছাড়াও, দেবীপুর গ্রাম পঞ্চায়েত ও মহানন্দটোলায় নলকূপ বসানোর নামেও প্রচুর টাকা আত্মসাৎ করেছেন তিনি । এই নিয়ে মঙ্গলবার রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফজলুল সাহেব । এর আগে ইংরেজবাজার, পুরাতন মালদা পৌরসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছিল ৷

malda
এই সেই অভিযোগপত্র

উল্লেখ্য, 1996 সালে জাতীয় কংগ্রেসের প্রতীকে রতুয়া থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সমরবাবু । এরপর 2001 ও 2006-এর বিধানসভা নির্বাচনে তাঁকে হারিয়ে রতুয়া থেকে বিধায়ক নির্বাচিত হন শৈলেন সরকার । 2011 ও 2016 সালে কংগ্রেসের প্রতীকে ফের বিধায়ক নির্বাচিত হন সমরবাবু । 2018 সালে সমরবাবু তৃণমূলে যোগদান করেন ।

ভিডিয়োয় শুনুন ফজলুল হকের বক্তব্য

ফজলুল সাহেব বলেন, "সমরবাবু 6টি PMGSY পাকা রাস্তার কাজ থেকে 28 লাখ (BEUP FUND) টাকা আত্মসাৎ করেছেন । দেবীপুর গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েল নির্মাণ হচ্ছে দেখিয়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন । শুধু তাই নয় মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েল নির্মাণ হচ্ছে দেখিয়ে 24 লাখ টাকা আত্মসাৎ করেছেন ৷ অথচ এখানে টিউবওয়েলের কোনও কাজই হয়নি ৷ একজন বিধায়ক এইভাবে সরকারি টাকা তছরুপ করবে আমরা তা মানতে পারছি না । তাই আমরা রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি ।"

যদিও এবিষয়ে সমরবাবু বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন । অভিযোগের ভিত্তিতে দোষ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ।"

মালদা, 31 অগাস্ট : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ৷ 56 লাখ টাকা আত্মসাৎ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, এই অভিযোগ তুলে সরব হলেন ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক ।

এই নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করেন ফজলুল । তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন সমর মুখার্জি ৷ এছাড়াও, দেবীপুর গ্রাম পঞ্চায়েত ও মহানন্দটোলায় নলকূপ বসানোর নামেও প্রচুর টাকা আত্মসাৎ করেছেন তিনি । এই নিয়ে মঙ্গলবার রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফজলুল সাহেব । এর আগে ইংরেজবাজার, পুরাতন মালদা পৌরসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছিল ৷

malda
এই সেই অভিযোগপত্র

উল্লেখ্য, 1996 সালে জাতীয় কংগ্রেসের প্রতীকে রতুয়া থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সমরবাবু । এরপর 2001 ও 2006-এর বিধানসভা নির্বাচনে তাঁকে হারিয়ে রতুয়া থেকে বিধায়ক নির্বাচিত হন শৈলেন সরকার । 2011 ও 2016 সালে কংগ্রেসের প্রতীকে ফের বিধায়ক নির্বাচিত হন সমরবাবু । 2018 সালে সমরবাবু তৃণমূলে যোগদান করেন ।

ভিডিয়োয় শুনুন ফজলুল হকের বক্তব্য

ফজলুল সাহেব বলেন, "সমরবাবু 6টি PMGSY পাকা রাস্তার কাজ থেকে 28 লাখ (BEUP FUND) টাকা আত্মসাৎ করেছেন । দেবীপুর গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েল নির্মাণ হচ্ছে দেখিয়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন । শুধু তাই নয় মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েল নির্মাণ হচ্ছে দেখিয়ে 24 লাখ টাকা আত্মসাৎ করেছেন ৷ অথচ এখানে টিউবওয়েলের কোনও কাজই হয়নি ৷ একজন বিধায়ক এইভাবে সরকারি টাকা তছরুপ করবে আমরা তা মানতে পারছি না । তাই আমরা রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি ।"

যদিও এবিষয়ে সমরবাবু বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন । অভিযোগের ভিত্তিতে দোষ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ।"

Intro:মালদা, ৩১ অগাস্টঃ রতুয়ার তৃণমূলি বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে বিধায়ক তহবিলের ৫৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলল রতুয়ায় ব্লক তৃণমূল সভাপতি। বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগে জেলাশাসক ও রাজ্য নেতৃত্বকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক। এবিষয়ে সমরবাবু জানান, অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক প্রশাসন।Body:ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ইংরেজবাজার, পুরাতন মালদা পৌরসভার পরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল রতুয়ায়। শনিবার দুপুরে রতুয়া 1 ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক একটি সাংবাদিক বৈঠক ডাকেন। বৈঠকে বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন তিনি। সমরবাবুর দুর্নীতি নিয়ে রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ফজলুল সাহেব। অভিযোগে তিনি জানান, ২০১৩-১৪ আর্থিক বছরে বিধায়ক সমর মুখার্জি পঞ্চায়েতের অধীন PMGSY পাকা রাস্তার ওপর 6টি মাটির রাস্তা নির্মাণের জন্য 28 লক্ষ (BEUP FUND) প্রধানের যোগসাজশে তিনজন ঠিকাদারের নামে বরাদ্দ দিয়ে আত্মসাৎ করেছেন। দেবীপুর গ্রামপঞ্চায়েতের নলকূপ বসানোর নামে চার লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ২০১৬-১৭ আর্থিক বছরে মহানন্দটোলায় নলকূপ বসানোর নামে ২৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে জাতীয় কংগ্রেসের প্রতীকে রতুয়ার বিধায়ক হিসেবে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সমর মুখার্জি। ২০০১ ও ২০০৬ এর বিধানসভা নির্বাচনে শৈলেন সরকার রতুয়া থেকে নির্বাচিত হন। ২০১১ ও ২০১৬ সালে কংগ্রেসের প্রতীকে সমরবাবু ফের বিধায়ক নির্বাচিত হন। ২০১৮ সালে সমরবাবু তৃণমূলে যোগদান করেন।
ফজলুল সাহেব জানান, “সমরবাবু ৬টি PMGSY পাকা রাস্তার ওপর 28 লক্ষ (BEUP FUND) টাকা আত্মসাৎ করেছেন। দেবীপুর গ্রাম পঞ্চায়েতের নির্মিত টিউবওয়েল দেখিয়ে চার লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয় মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েলের কোনও কাজই হয়নি অথচ সমরবাবু প্রধানের মাধ্যমে ২৪ লক্ষ টাকা আত্মসাত করেছেন। একজন বিধায়ক এইভাবে সরকারি টাকা তছরূপ করবে আমরা তা মানতে পারছি না। সেই কারণেই আমরা রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি।”
Conclusion:এবিষয়ে সমরবাবু জানান, অভিযোগ ভিত্তিহীন। অভিযোগের ভিত্তিতে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
Last Updated : Aug 31, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.