ETV Bharat / entertainment

মঞ্চ কাঁপাল আরাধ্যা-আব্রামের অভিনয়, গর্বিত শাহেনশা-বাদশা - AARADHYA BACHCHAN AND ABRAM KHAN

এখন থেকেই কি প্রস্তুতি? ভবিষ্যতে কখনও কি সিনেপর্দায় আরাধ্যার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আব্রাম খানকে? স্কুল ইভেন্টে ভাইরাল আরাধ্যা-আব্রামের অভিনয় ৷

Etv Bharat
মঞ্চ কাঁপাল আরাধ্যা-আব্রামের অভিনয় (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 7 hours ago

মুম্বই, 20 ডিসেম্বর: বলিউডের দুই বড় পরিবার মুখোমুখি ৷ একদিকে শাহেনশার পরিবার অন্যদিকে বাদশার পরিবার ৷ প্রত্যেকেই তাঁর উপস্থিত আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য ৷ আসলে শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যার অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল ৷

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন উপস্থিত হয়েছিলেন ধীরুভাই আম্বানি অ্যানুয়াল স্কুলের অনুষ্ঠানে ৷ প্রত্যেক বছরের মতো এই বছরও ইভেন্টে অংশগ্রহণ করে অভি-অ্যাশের মেয়ে আরাধ্যা ৷ অন্যদিকে নজর কাড়ে শাহরুখ-গৌরির ছোট ছেলে আব্রামও ৷ আরাধ্যা-আব্রামের খ্রিস্টমাস থিমড পারফর্ম্যান্স মন জর করে নেয় উপস্থিত দর্শকদের ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ আরাধ্যাকে দেখা গিয়েছে, লাল-সাদা পোশাকে ৷ অন্যদিকে, আব্রামকে দেখা গিয়েছে সাদা সোয়েটারের সঙ্গে লাল রঙের মাফলারে ৷

এদিন দর্শক আসনে বসে ছেলে আব্রামের শো ফোনে ভিডিয়ো করতেও দেখা যায় কিং খানকে ৷ দিদি সুহানা ও মা গৌরিকে দেখা যায় ছেলের অভিনয় উপভোগ করতে ৷ অন্যদিকে, অভিষেক-ঐশ্বর্যও মেয়ে আরাধ্যার মঞ্চাভিনয় রেকর্ড করেন মোবাইলে ৷ নাতনি আরাধ্যার অভিনয় দেখে মুগ্ধ হন দাদু অমিতাভ বচ্চনও ৷

মুম্বইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বসেছিল তারকাদের আসর ৷ একাধিক হাই-প্রোফাইল সেলেব এদিন উপস্থিত হন অনুষ্ঠানে ৷ নজরে আসেন করিনা কাপুর খান, শাহিদ কাপুর, করণ জোহর, মীরা কাপুর, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, পৃথ্বিরাজ সুকুমরন, মণীশ মলহোত্রা-সহ আরও অনেকে ৷ তবে এই সবকিছুর থেকে ছাপিয়ে যায়, প্রথমবার একসঙ্গে জনসমক্ষে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি ৷ খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের এই পাওয়ার কাপল ৷

মুম্বই, 20 ডিসেম্বর: বলিউডের দুই বড় পরিবার মুখোমুখি ৷ একদিকে শাহেনশার পরিবার অন্যদিকে বাদশার পরিবার ৷ প্রত্যেকেই তাঁর উপস্থিত আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য ৷ আসলে শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যার অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল ৷

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন উপস্থিত হয়েছিলেন ধীরুভাই আম্বানি অ্যানুয়াল স্কুলের অনুষ্ঠানে ৷ প্রত্যেক বছরের মতো এই বছরও ইভেন্টে অংশগ্রহণ করে অভি-অ্যাশের মেয়ে আরাধ্যা ৷ অন্যদিকে নজর কাড়ে শাহরুখ-গৌরির ছোট ছেলে আব্রামও ৷ আরাধ্যা-আব্রামের খ্রিস্টমাস থিমড পারফর্ম্যান্স মন জর করে নেয় উপস্থিত দর্শকদের ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ আরাধ্যাকে দেখা গিয়েছে, লাল-সাদা পোশাকে ৷ অন্যদিকে, আব্রামকে দেখা গিয়েছে সাদা সোয়েটারের সঙ্গে লাল রঙের মাফলারে ৷

এদিন দর্শক আসনে বসে ছেলে আব্রামের শো ফোনে ভিডিয়ো করতেও দেখা যায় কিং খানকে ৷ দিদি সুহানা ও মা গৌরিকে দেখা যায় ছেলের অভিনয় উপভোগ করতে ৷ অন্যদিকে, অভিষেক-ঐশ্বর্যও মেয়ে আরাধ্যার মঞ্চাভিনয় রেকর্ড করেন মোবাইলে ৷ নাতনি আরাধ্যার অভিনয় দেখে মুগ্ধ হন দাদু অমিতাভ বচ্চনও ৷

মুম্বইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বসেছিল তারকাদের আসর ৷ একাধিক হাই-প্রোফাইল সেলেব এদিন উপস্থিত হন অনুষ্ঠানে ৷ নজরে আসেন করিনা কাপুর খান, শাহিদ কাপুর, করণ জোহর, মীরা কাপুর, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, পৃথ্বিরাজ সুকুমরন, মণীশ মলহোত্রা-সহ আরও অনেকে ৷ তবে এই সবকিছুর থেকে ছাপিয়ে যায়, প্রথমবার একসঙ্গে জনসমক্ষে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি ৷ খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের এই পাওয়ার কাপল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.