ETV Bharat / state

স্কুলে গাঁজা খাওয়ার প্রতিবাদ, সহপাঠীদের হাতে আক্রান্ত তিন ছাত্র

স্কুলের শৌচালয়ে চলছে গাঁজার আসর । প্রতিবাদ করায় সহপাঠীদের হাতে আক্রান্ত তিন যুবক ।

আক্রান্ত ছাত্ররা
author img

By

Published : Jun 29, 2019, 11:21 PM IST

মালদা, 29 জুন : স্কুলে গাঁজা খাওয়ার প্রতিবাদে ক্লাস টুয়েলভের তিন ছাত্রকে মারধরের অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে । অভিযুক্তদের নাম রোহিত ও রাহুল । তাদের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুরাতন মালদার একটি স্কুলের ঘটনা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ওই স্কুলেরই দুই ছাত্র বাপি ঘোষ, শিবা বর্মণ । গতকাল প্রথম পিরিয়ডের পর তারা শৌচালয় যায় । দেখে, রোহিত ও রাহুল গাঁজা খাচ্ছে । স্কুলের ভিতরে নেশা করতে বারণ করে । আর তাতেই বিপত্তি । রোহিত, রাহুল, শিবা-বাপিকে মারধর করে । বাপি বলে, "স্কুলের ভিতর গাঁজা খেতে বারণ করলে ওরা আমাকে ধাক্কা দেয় । তখন ওদের বাধা দিতে গেলে শিবাকেও মারধর করে । আমি শিবাকে ওখান থেকে নিয়ে ক্লাসে চলে যাই । ওরা ফের ক্লাসে এসে আমার গলায় আঘাত করে ।" কালকের মতো বিষয়টি মিটে যায় ।

ফের আজ সকাল থেকে শুরু হয় ঝামেলা । বাপি বলে, "সেকেন্ড পিরিয়ডের পর ওরা এসেছিল । ঝামেলা শুরু করে । কালিয়াচকে নিয়ে গিয়ে খুনের হুমকি দেয় । বাধা দিতে আসে পবন চৌধুরি নামে আমাদের এক বন্ধু । তাকেও মারধর করে । এরপর ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয় ।" সে বলে, "এরপর আমরা ক্লাস করি । স্কুল ছুটির পর বাইরে বেরোই । দেখি, 70 জন মতো দাঁড়িয়ে । আমাদের তিনজনকে মারধর শুরু করে । স্কুলে ঢোকার চেষ্টা করি । দারোয়ান বাধা দেয় । স্থানীয়রা এসে আমাদের বাঁচায় ।"

স্থানীয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকার পর ছেড়ে দেওয়া হয় তিনজনকে । পরে মালদা থানায় রোহিত, রাহুল ও তাদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । স্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত ঘোষ বলেন, "মালদা থানার পুলিশ স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে । সোমবার এ নিয়ে স্কুলে বিশেষ বৈঠক হবে । স্কুলের ভিতর মাদক খাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

মালদা, 29 জুন : স্কুলে গাঁজা খাওয়ার প্রতিবাদে ক্লাস টুয়েলভের তিন ছাত্রকে মারধরের অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে । অভিযুক্তদের নাম রোহিত ও রাহুল । তাদের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুরাতন মালদার একটি স্কুলের ঘটনা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ওই স্কুলেরই দুই ছাত্র বাপি ঘোষ, শিবা বর্মণ । গতকাল প্রথম পিরিয়ডের পর তারা শৌচালয় যায় । দেখে, রোহিত ও রাহুল গাঁজা খাচ্ছে । স্কুলের ভিতরে নেশা করতে বারণ করে । আর তাতেই বিপত্তি । রোহিত, রাহুল, শিবা-বাপিকে মারধর করে । বাপি বলে, "স্কুলের ভিতর গাঁজা খেতে বারণ করলে ওরা আমাকে ধাক্কা দেয় । তখন ওদের বাধা দিতে গেলে শিবাকেও মারধর করে । আমি শিবাকে ওখান থেকে নিয়ে ক্লাসে চলে যাই । ওরা ফের ক্লাসে এসে আমার গলায় আঘাত করে ।" কালকের মতো বিষয়টি মিটে যায় ।

ফের আজ সকাল থেকে শুরু হয় ঝামেলা । বাপি বলে, "সেকেন্ড পিরিয়ডের পর ওরা এসেছিল । ঝামেলা শুরু করে । কালিয়াচকে নিয়ে গিয়ে খুনের হুমকি দেয় । বাধা দিতে আসে পবন চৌধুরি নামে আমাদের এক বন্ধু । তাকেও মারধর করে । এরপর ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয় ।" সে বলে, "এরপর আমরা ক্লাস করি । স্কুল ছুটির পর বাইরে বেরোই । দেখি, 70 জন মতো দাঁড়িয়ে । আমাদের তিনজনকে মারধর শুরু করে । স্কুলে ঢোকার চেষ্টা করি । দারোয়ান বাধা দেয় । স্থানীয়রা এসে আমাদের বাঁচায় ।"

স্থানীয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকার পর ছেড়ে দেওয়া হয় তিনজনকে । পরে মালদা থানায় রোহিত, রাহুল ও তাদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । স্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত ঘোষ বলেন, "মালদা থানার পুলিশ স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে । সোমবার এ নিয়ে স্কুলে বিশেষ বৈঠক হবে । স্কুলের ভিতর মাদক খাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

Intro:মালদা, ২৭ জুনঃ তীব্র দাবদাহে বিদ্যুতের সঙ্গে পানীয় জলের অভাবে সমস্যায় পড়েছেন পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙামাটিয়া এলাকার বাসিন্দারা৷ ক্ষিপ্ত হয়ে এদিন হাঁড়ি-কলসি রাস্তায় রেখে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা৷ ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা৷ Body:গ্রামবাসীদের অভিযোগ, গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎ না থাকায় পানীয় জলও পাচ্ছেননা গ্রামবাসীরা৷ বিদ্যুৎ দপ্তরে একাধিকবার ফোন করা হলেও দপ্তরে কেউ ফোন তুলছে না৷ তীব্র গরমে পানীয় জল ও বিদ্যুৎ না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা৷ বাধ্য হয়ে আজ বিকেলে হাঁড়ি-কলসি রাস্তায় রেখে রাঙামাটিয়া রেলগেট সংলগ্ন মালদা-কালুয়াদিঘি রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ৷ পুলিশের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত পরিসেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা৷Conclusion:স্থানীয় এক বাসিন্দা সরস্বতী হালদার জানান, "এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে৷ তার সঙ্গে গতকাল থেকে এলাকায় বিদ্যুৎ নেই৷ বাড়িতে খাওয়ার জল, কাপড়-বাসন ধোয়ার জল নেই৷ পঞ্চায়েতের সদস্য সহ প্রধানকে সমস্যার কথা জানালেও সমস্যার সমাধান হয়নি৷ বিদ্যুৎ দপ্তরে একাধিক বার ফোন করা হলেও বেশিরভাগ সময় দপ্তরে কেউ ফোন ধরছে না৷ ফোন ধরলেও কখনও বলছে বহরমপুরে ফোন করতে কখনও বা অন্য কোথাও৷ সেসব জায়গাতেও ফোন করা হয়েছে৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি৷ বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করেছি৷" একই বক্তব্য আরেক বাসিন্দা সবিতা প্রামাণিকের৷ তিনি বলেন, "গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎ না থাকায় এলাকায় জল সরবরাহ হচ্ছে না৷ বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কেউ ফোন ধরছে না৷"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.