ETV Bharat / state

Sukanta majumdar on Hingalganj Bomb Blast : হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত এদেশের নাগরিক নয়, এনআইএ তদন্তের দাবি সুকান্তর

author img

By

Published : Jun 4, 2022, 7:45 PM IST

হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃতকে বাংলাদেশি তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার মালদায় দলীয় কর্মসূচিতে এসে এই মন্তব্য করেন তিনি। জানান, হিঙ্গলগঞ্জের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন ওই এলাকার বাসিন্দারা। তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন (Sukanta majumdar on Hingalganj Bomb Blast) । সুকান্তর গলায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাইযাত্রা থেকে শুরু করে কাশ্মীরি পণ্ডিতদের বিষয়ও উঠে আসে।

Sukanta majumdar
সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু

মালদা, 4 জুন : কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার মালদায় আসেন বিজেপির রাজ্য সভাপতি। এই অনুষ্ঠানে অংশ নিতে জেলায় এসেছেন দলীয় সাংসদ শুভেন্দু অধিকারীও। কর্মসূচি উপলক্ষ্যে এদিন একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু (Sukanta majumdar on Hingalganj Bomb Blast) ।

হিঙ্গলগঞ্জের সাণ্ডেরেলবিল এলাকায় বোমা বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, "এখন তৃণমূলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গোলমাল শুরু হয়েছে। সেই গোলমাল এখন আর শুধু মারধর কিংবা বাড়ি ভাঙচুরে সীমাবদ্ধ নয়। হিঙ্গলগঞ্জের এক গ্রামে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজন ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আরও একজন এখনও পর্যন্ত নিখোঁজ। গ্রামবাসীরাই অভিযোগ করেছেন, বোমা বিস্ফোরণে যার মৃত্যু হয়েছে সে ভারতের নাগরিক নয়। সে কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল। গ্রামবাসীরা এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন। আমি এ নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেব। তাঁকে আবেদন জানাব, এর পিছনে গোটা ঘটনা বের করা হোক। আসলে রাজ্য সরকারের ভোট ব্যাংক তোষামোদের রাজনীতিতে পশ্চিমবঙ্গের সুরক্ষাই আজ বিপন্ন ৷"

আরও পড়ুন : বোমা বাঁধতে গিয়ে একের পর এক বিস্ফোরণ, হিঙ্গলগঞ্জে ঝলসে গেল দুষ্কৃতীর দেহ

সম্প্রতি আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি পেতে চলেছেন বীরভূমের নলহাটির বাসিন্দা, ব্লাড ক্যানসার আক্রান্ত সোমা দাস। তাঁকে নলহাটির মধুরা হাইস্কুলে নবম ও দশম শ্রেণির বাংলা শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বালুরঘাটের সাংসদের বক্তব্য, এসএসসি নিয়ে আদালত একাধিক যুগান্তকারী রায় দিয়েছে। গতকালই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রভিডেন্ড ফান্ডে সুদের হার কমানোর বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে জনমানসে। এনিয়ে প্রশ্ন করা হলে সুকান্তবাবু বলেন,"অর্থনীতির উপর ভিত্তি করে সুদের হার বাড়াতে বা কমাতে হয়। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ-সহ আরও কিছু কারণে ভারত শুধু নয়, গোটা পৃথিবীর অর্থনীতিই ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও ভারতের জিডিপি বৃদ্ধির হার চিন-সহ আরও কিছু দেশের থেকে বেশি। আমরা সরকারের কাছে আবেদন জানাব, অর্থনীতির হাল একটু ভাল হলেই যেন পিএফে সুদের হার বাড়ানো হয়। কারণ, এর উপর ভিত্তি করেই অনেক মানুষের অন্ন সংস্থান হয় ৷"

সুকান্তবাবু এদিন আরও জানান, 370 ধারা বাতিলের পর থেকে কাশ্মীরি পণ্ডিতদের সেরাজ্যে পুনর্স্থাপনের চেষ্টা চলছে। পাকিস্তান-সহ কিছু শক্তি এর বিরোধিতা করছে। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়ানোর চেষ্টা চলছে। এই রাজ্যেও তার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে গত 10-15 বছরে জনসংখ্যার বড় পরিবর্তন এসেছে। তবে এর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা ও নিরাপত্তা সংস্থাগুলি প্রস্তুত।

হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত এদেশের নাগরিক নয় বললেন সুকান্ত

আরও পড়ুন : 'পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে আমরা অভিশপ্ত', বিতর্কিত মন্তব্য হিরণের

দলীয় সাংসদ জগন্নাথ সরকার সম্প্রতি মন্তব্য করেছেন, দলে তৃণমূলের চর রয়েছে। অনুশাসনের অভাব রয়েছে। এ নিয়ে সুকান্তবাবুর সাফ কথা, "উনি ঠিকই বলেছেন। অনুশাসনহীনতা বিজেপিতে কখনই বরদাস্ত করা হবে না। কারণ, এই দলে অনুশাসন একটি বড় স্তম্ভ। তবে কোনও দলে অন্য কোনও দলের চর থাকেই। আমরা বিষয়টিতে লক্ষ্য রাখছি। যদিও আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এ নিয়ে আমি জগন্নাথবাবুর সঙ্গে কথা বলব ৷"

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাইযাত্রা নিয়ে তাঁর কটাক্ষ, "তিনি এখনও মামলায় অভিযুক্ত। তিনি যাতে দুবাই থেকে অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন, তা দেখার জন্য আমরা কেন্দ্রকে আবেদন জানাচ্ছি। কিন্তু উনি চোখের চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই যাওয়ার আবেদন করেছিলেন। আমরা যতদূর জানি, এশিয়ায় চোখের চিকিৎসার বড় হাসপাতালগুলি এদেশেই রয়েছে। তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদেশে চিকিৎসা করালেন না কেন তা তিনিই জানেন।"

মালদা, 4 জুন : কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার মালদায় আসেন বিজেপির রাজ্য সভাপতি। এই অনুষ্ঠানে অংশ নিতে জেলায় এসেছেন দলীয় সাংসদ শুভেন্দু অধিকারীও। কর্মসূচি উপলক্ষ্যে এদিন একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু (Sukanta majumdar on Hingalganj Bomb Blast) ।

হিঙ্গলগঞ্জের সাণ্ডেরেলবিল এলাকায় বোমা বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, "এখন তৃণমূলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গোলমাল শুরু হয়েছে। সেই গোলমাল এখন আর শুধু মারধর কিংবা বাড়ি ভাঙচুরে সীমাবদ্ধ নয়। হিঙ্গলগঞ্জের এক গ্রামে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজন ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আরও একজন এখনও পর্যন্ত নিখোঁজ। গ্রামবাসীরাই অভিযোগ করেছেন, বোমা বিস্ফোরণে যার মৃত্যু হয়েছে সে ভারতের নাগরিক নয়। সে কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল। গ্রামবাসীরা এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন। আমি এ নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেব। তাঁকে আবেদন জানাব, এর পিছনে গোটা ঘটনা বের করা হোক। আসলে রাজ্য সরকারের ভোট ব্যাংক তোষামোদের রাজনীতিতে পশ্চিমবঙ্গের সুরক্ষাই আজ বিপন্ন ৷"

আরও পড়ুন : বোমা বাঁধতে গিয়ে একের পর এক বিস্ফোরণ, হিঙ্গলগঞ্জে ঝলসে গেল দুষ্কৃতীর দেহ

সম্প্রতি আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি পেতে চলেছেন বীরভূমের নলহাটির বাসিন্দা, ব্লাড ক্যানসার আক্রান্ত সোমা দাস। তাঁকে নলহাটির মধুরা হাইস্কুলে নবম ও দশম শ্রেণির বাংলা শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বালুরঘাটের সাংসদের বক্তব্য, এসএসসি নিয়ে আদালত একাধিক যুগান্তকারী রায় দিয়েছে। গতকালই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রভিডেন্ড ফান্ডে সুদের হার কমানোর বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে জনমানসে। এনিয়ে প্রশ্ন করা হলে সুকান্তবাবু বলেন,"অর্থনীতির উপর ভিত্তি করে সুদের হার বাড়াতে বা কমাতে হয়। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ-সহ আরও কিছু কারণে ভারত শুধু নয়, গোটা পৃথিবীর অর্থনীতিই ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও ভারতের জিডিপি বৃদ্ধির হার চিন-সহ আরও কিছু দেশের থেকে বেশি। আমরা সরকারের কাছে আবেদন জানাব, অর্থনীতির হাল একটু ভাল হলেই যেন পিএফে সুদের হার বাড়ানো হয়। কারণ, এর উপর ভিত্তি করেই অনেক মানুষের অন্ন সংস্থান হয় ৷"

সুকান্তবাবু এদিন আরও জানান, 370 ধারা বাতিলের পর থেকে কাশ্মীরি পণ্ডিতদের সেরাজ্যে পুনর্স্থাপনের চেষ্টা চলছে। পাকিস্তান-সহ কিছু শক্তি এর বিরোধিতা করছে। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়ানোর চেষ্টা চলছে। এই রাজ্যেও তার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে গত 10-15 বছরে জনসংখ্যার বড় পরিবর্তন এসেছে। তবে এর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা ও নিরাপত্তা সংস্থাগুলি প্রস্তুত।

হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত এদেশের নাগরিক নয় বললেন সুকান্ত

আরও পড়ুন : 'পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে আমরা অভিশপ্ত', বিতর্কিত মন্তব্য হিরণের

দলীয় সাংসদ জগন্নাথ সরকার সম্প্রতি মন্তব্য করেছেন, দলে তৃণমূলের চর রয়েছে। অনুশাসনের অভাব রয়েছে। এ নিয়ে সুকান্তবাবুর সাফ কথা, "উনি ঠিকই বলেছেন। অনুশাসনহীনতা বিজেপিতে কখনই বরদাস্ত করা হবে না। কারণ, এই দলে অনুশাসন একটি বড় স্তম্ভ। তবে কোনও দলে অন্য কোনও দলের চর থাকেই। আমরা বিষয়টিতে লক্ষ্য রাখছি। যদিও আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এ নিয়ে আমি জগন্নাথবাবুর সঙ্গে কথা বলব ৷"

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাইযাত্রা নিয়ে তাঁর কটাক্ষ, "তিনি এখনও মামলায় অভিযুক্ত। তিনি যাতে দুবাই থেকে অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন, তা দেখার জন্য আমরা কেন্দ্রকে আবেদন জানাচ্ছি। কিন্তু উনি চোখের চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই যাওয়ার আবেদন করেছিলেন। আমরা যতদূর জানি, এশিয়ায় চোখের চিকিৎসার বড় হাসপাতালগুলি এদেশেই রয়েছে। তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদেশে চিকিৎসা করালেন না কেন তা তিনিই জানেন।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.