ফিলিপ রাইডার হয়ে উঠবেন বিনো! আশায় মেহতাব - MEHTAB ON EAST BENGAL - MEHTAB ON EAST BENGAL

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Sports Team

Published : Sep 30, 2024, 10:57 PM IST

"ফুটবলররা কোচ হয়ে গেলে সমস্যা। তাই নতুন যাঁর হাতেই দায়িত্ব যাক না কেন, দলের মোটিভেশন বাড়ানো জরুরি। তাহলেই কিছু হওয়া সম্ভব।" কার্লেস কুয়াদ্রাতের পদত্য়াগের পর এই ভাষাতেই নিজের মতামত জানালেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার মেহতাব হোসেন ৷ কলকাতা রেসকোর্সের কর্মীদের নিয়ে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবার এসেছিলেন তিনি। সেখানে লাল-হলুদের অন্তর্বর্তী কোচ বিনো জর্জকে নিয়ে আশাবাদী মেহতাব ৷ তিনি বলেন, "সুভাষ ভৌমিক কোচ থাকাকালীন আমরা ডার্বিতে 3-5 ব্যবধানে হেরে গিয়েছিলাম। সেই সময় ফিলিপ রাইডার এসে ফেডারেশন কাপ জিতিয়েছিল। তাই মোটিভেশনটা বাড়ানো সবার আগে দরকার ৷" একইসঙ্গে একদা লাল-হলুদের মিডফিল্ড জেনারেলের বিশ্বাস দল ঘুরে দাঁড়াবে ৷ মেহতাবের কথায়, "সবে তিনটে ম্যাচ হয়েছে। অনেক রাস্তা বাকি। বিনো জর্জ জুনিয়র দলকে তৈরি করেছে। একাধিক ভালো ফুটবলার রয়েছে। তাঁরা সকলেই গুণগত মানে ভালো। তবে মানসিক বিশ্রামটা জরুরি। খিদে রয়েছে। ড্রেসিংরুমটা সামলাতে পারলে ঘুরে না-দাঁড়ানোর কারণ নেই।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.