ETV Bharat / state

কড়া প্রশাসন, হরিশ্চন্দ্রপুরের গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার 7

author img

By

Published : Sep 20, 2019, 10:01 PM IST

Updated : Sep 20, 2019, 11:43 PM IST

হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় গণপিটুনির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

mass

মালদা , 20 সেপ্টেম্বর : গণপিটুনির ঘটনা রুখতে আবারও কড়া পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন ৷ গতকালের গণপিটুনির ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে সাতজনকে গ্রেপ্তার করল হরিশচন্দ্র থানার পুলিশ৷

হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় ভিনরাজ্য থেকে চারজন বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ও তাবিজ বিক্রি করছিল । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, ওই চার ব্যক্তি সন্ন্যাসী সেজে ছেলে পাচার করতে এসেছে । নিমেষের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এলাকায় । স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই চার ব্যক্তিকে বিবস্ত্র করে মারধর করতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । অভিযোগ, সেই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে নামানো হয় RAF । এরপর ওই চার ব্যক্তিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । গণপিটুনির ঘটনার ভিডিয়ো দেখে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় ৷

দেখুন ভিডিয়ো

হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাস জানান, " গতকালের গণপিটুনির ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে আপাতত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে । এখনও দোষীদের শনাক্ত করার কাজ চলছে । ধৃতদের বিরুদ্ধে IPC 143/342/324/323/353/186/332/427/307/34 ধারায় মামলা রুজু করে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে । গণপিটুনির মতো ঘটনা রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷"

মালদা , 20 সেপ্টেম্বর : গণপিটুনির ঘটনা রুখতে আবারও কড়া পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন ৷ গতকালের গণপিটুনির ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে সাতজনকে গ্রেপ্তার করল হরিশচন্দ্র থানার পুলিশ৷

হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় ভিনরাজ্য থেকে চারজন বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ও তাবিজ বিক্রি করছিল । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, ওই চার ব্যক্তি সন্ন্যাসী সেজে ছেলে পাচার করতে এসেছে । নিমেষের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এলাকায় । স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই চার ব্যক্তিকে বিবস্ত্র করে মারধর করতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । অভিযোগ, সেই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে নামানো হয় RAF । এরপর ওই চার ব্যক্তিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । গণপিটুনির ঘটনার ভিডিয়ো দেখে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় ৷

দেখুন ভিডিয়ো

হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাস জানান, " গতকালের গণপিটুনির ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে আপাতত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে । এখনও দোষীদের শনাক্ত করার কাজ চলছে । ধৃতদের বিরুদ্ধে IPC 143/342/324/323/353/186/332/427/307/34 ধারায় মামলা রুজু করে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে । গণপিটুনির মতো ঘটনা রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷"

Intro:মালদা, ২০ সেপ্টেম্বরঃ গণপিটুনির ঘটনা রুখতে ফের কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। গতকালের গণপিটুনির ঘটনায় ভিডিয়ো ফুটেজ দেখে সাতজনকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।Body:উল্লেখ্য, গতকাল হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় ভিন রাজ্য থেকে চার সন্ন্যাসী বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ও তাবিজ বিক্রি করছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, ওই চার ব্যক্তি সন্ন্যাসী সেজে ছেলে পাচার করতে এসেছে। নিমেষের মধ্যেই সেই গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই চার ব্যক্তিকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় রযাফ। ওই চার ব্যক্তিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সেই গণপিটুনির ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা থেকে সাতজনকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।Conclusion:হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, “গতকালের গণপিটুনির ঘটনায় ভিডিয়ো ফুটেজ দেখে আপাতত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিয়ো ফুটেজ দেখে এখনও দোষীদের শনাক্ত করার কাজ চলছে। ধৃতদের বিরুদ্ধে IPC 143/342/324/323/353/186/332/427/307/34 ধারায় মামলা রুজু করে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গণ পিটুনির মতো ঘটনা রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।”
Last Updated : Sep 20, 2019, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.