ETV Bharat / sports

স্বপ্নিলের নিশানায় শুটিংয়ে ফের ব্রোঞ্জ, প্যারিসে ভারতের তৃতীয় পদক - PARIS OLYMPICS 2024

SWAPNIL KUSALE WINS BRONZE: প্য়ারিসে ভারতের তৃতীয় পদক এল শুটিং থেকেই ৷ 50 মিটার রাইফেল 3 পজিশনে এবার ব্রোঞ্জ এনে দিলেন স্বপ্নিল কুসালে ৷ প্রথম ভারতীয় হিসেবে এই ইভেন্টে অলিম্পিক্স পদক জিতলেন মরাঠ শুটার ৷

SWAPNIL KUSALE
পদক গলায় স্বপ্নিল কুসালে (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 1:49 PM IST

Updated : Aug 1, 2024, 2:21 PM IST

প্যারিস, 1 অগস্ট: প্য়ারিস অলিম্পিক্সের ষষ্ঠদিন তৃতীয় পদক এল ভারতের ঘরে এবং এল সেই শুটিং থেকেই ৷ বৃহস্পতিবার 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ এনে দিলেন স্বপ্নিল কুসালে ৷ 451.4 পয়েন্ট স্কোর করে পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় শুটার ৷ এর আগে চলতি অলিম্পিক্সে ভারতের জোড়া পদক এসেছে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল এবং 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ৷

এদিন স্বপ্নিলের পদক জয় ঐতিহাসিকও বটে ৷ কারণ, অলিম্পিক্সে 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্ট থেকে ভারতীয় হিসেবে প্রথম পদক আনলেন তিনি ৷ এর আগে প্য়ারিসে চলতি অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এনে দিয়েছেন মনু ভাকের ৷ এরপর মিক্সড ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ব্রোঞ্জ এনে দেন সেই মনুই ৷ সবমিলিয়ে সপ্তম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে এদিন পদক আনলেন স্বপ্নিল ৷

বুধবার কোয়ালিফিকেশনে সপ্তমস্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছিন মহারাষ্ট্রের 28 বছরের স্বপ্নিল ৷ আর শনিবার প্রত্য়াশায় সিলমোহর দিয়ে অলিম্পিক্স শুটিংয়ে দেশকে সপ্তম পদক এনে দিলেন তিনি ৷ কিছুটা পিছিয়ে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ফাইনালে নিজের পারফরম্য়ান্স ফেলে ধরতে শুরু করেন স্বপ্নিল ৷ এর আগে বিশ্বকাপ এবং এশিয়ান গেমসে টিম ইভেন্টে পদক জিতেছিলেন এই ভারতীয় শুটার ৷ সেদিক থেকে দেখতে গেলে প্যারিসে ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ের ক্ষেত্রে নিজেকে ছাপিয়ে গিয়েছেন মরাঠা যুবক ৷

একই ইভেন্টে এদিন সোনা জিতে নিলেন চিনের ইউকুন লিউ ৷ তাঁর সংগ্রহে 463.6 পয়েন্ট ৷ 461.3 স্কোর করে 50 মিটার রাইফেল 3 পজিশনে রুপো জিতে নিলেন ইউক্রেনের সেরহি কুলিশ ৷ স্বপ্নিলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এক্সে লেখেন, "স্বপ্নিল কুসালের ব্যতিক্রমী পারফরম্যান্স ৷ 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে অভিবাদন ৷ ওর পারফরম্যান্স স্পেশাল কারণ অসীম ধৈর্য্য ও দক্ষতার পরিচয় দিয়েছে স্বপ্নিল ৷ সে এই বিভাগে পদকজয়ী প্রথম ভারতীয়ও বটে ৷ প্রত্যেক ভারতবাসী আজ ভীষণ খুশি ৷"

প্যারিস, 1 অগস্ট: প্য়ারিস অলিম্পিক্সের ষষ্ঠদিন তৃতীয় পদক এল ভারতের ঘরে এবং এল সেই শুটিং থেকেই ৷ বৃহস্পতিবার 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ এনে দিলেন স্বপ্নিল কুসালে ৷ 451.4 পয়েন্ট স্কোর করে পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় শুটার ৷ এর আগে চলতি অলিম্পিক্সে ভারতের জোড়া পদক এসেছে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল এবং 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ৷

এদিন স্বপ্নিলের পদক জয় ঐতিহাসিকও বটে ৷ কারণ, অলিম্পিক্সে 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্ট থেকে ভারতীয় হিসেবে প্রথম পদক আনলেন তিনি ৷ এর আগে প্য়ারিসে চলতি অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এনে দিয়েছেন মনু ভাকের ৷ এরপর মিক্সড ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ব্রোঞ্জ এনে দেন সেই মনুই ৷ সবমিলিয়ে সপ্তম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে এদিন পদক আনলেন স্বপ্নিল ৷

বুধবার কোয়ালিফিকেশনে সপ্তমস্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছিন মহারাষ্ট্রের 28 বছরের স্বপ্নিল ৷ আর শনিবার প্রত্য়াশায় সিলমোহর দিয়ে অলিম্পিক্স শুটিংয়ে দেশকে সপ্তম পদক এনে দিলেন তিনি ৷ কিছুটা পিছিয়ে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ফাইনালে নিজের পারফরম্য়ান্স ফেলে ধরতে শুরু করেন স্বপ্নিল ৷ এর আগে বিশ্বকাপ এবং এশিয়ান গেমসে টিম ইভেন্টে পদক জিতেছিলেন এই ভারতীয় শুটার ৷ সেদিক থেকে দেখতে গেলে প্যারিসে ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ের ক্ষেত্রে নিজেকে ছাপিয়ে গিয়েছেন মরাঠা যুবক ৷

একই ইভেন্টে এদিন সোনা জিতে নিলেন চিনের ইউকুন লিউ ৷ তাঁর সংগ্রহে 463.6 পয়েন্ট ৷ 461.3 স্কোর করে 50 মিটার রাইফেল 3 পজিশনে রুপো জিতে নিলেন ইউক্রেনের সেরহি কুলিশ ৷ স্বপ্নিলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এক্সে লেখেন, "স্বপ্নিল কুসালের ব্যতিক্রমী পারফরম্যান্স ৷ 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে অভিবাদন ৷ ওর পারফরম্যান্স স্পেশাল কারণ অসীম ধৈর্য্য ও দক্ষতার পরিচয় দিয়েছে স্বপ্নিল ৷ সে এই বিভাগে পদকজয়ী প্রথম ভারতীয়ও বটে ৷ প্রত্যেক ভারতবাসী আজ ভীষণ খুশি ৷"

Last Updated : Aug 1, 2024, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.