প্যারিস, 1 অগস্ট: প্য়ারিস অলিম্পিক্সের ষষ্ঠদিন তৃতীয় পদক এল ভারতের ঘরে এবং এল সেই শুটিং থেকেই ৷ বৃহস্পতিবার 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ এনে দিলেন স্বপ্নিল কুসালে ৷ 451.4 পয়েন্ট স্কোর করে পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় শুটার ৷ এর আগে চলতি অলিম্পিক্সে ভারতের জোড়া পদক এসেছে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল এবং 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ৷
এদিন স্বপ্নিলের পদক জয় ঐতিহাসিকও বটে ৷ কারণ, অলিম্পিক্সে 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্ট থেকে ভারতীয় হিসেবে প্রথম পদক আনলেন তিনি ৷ এর আগে প্য়ারিসে চলতি অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এনে দিয়েছেন মনু ভাকের ৷ এরপর মিক্সড ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ব্রোঞ্জ এনে দেন সেই মনুই ৷ সবমিলিয়ে সপ্তম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে এদিন পদক আনলেন স্বপ্নিল ৷
🇮🇳🔥 𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗲𝗹𝗶𝘁𝗲 𝘀𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀! A historic achievement for Swapnil Kusale as he wins India's first-ever medal in the 50m Rifle 3 Positions shooting event at the Olympics.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 1, 2024
🧐 Here's a look at India's shooting medallists in the Olympics over the years.
👉… pic.twitter.com/FHZbZqxzim
বুধবার কোয়ালিফিকেশনে সপ্তমস্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছিন মহারাষ্ট্রের 28 বছরের স্বপ্নিল ৷ আর শনিবার প্রত্য়াশায় সিলমোহর দিয়ে অলিম্পিক্স শুটিংয়ে দেশকে সপ্তম পদক এনে দিলেন তিনি ৷ কিছুটা পিছিয়ে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ফাইনালে নিজের পারফরম্য়ান্স ফেলে ধরতে শুরু করেন স্বপ্নিল ৷ এর আগে বিশ্বকাপ এবং এশিয়ান গেমসে টিম ইভেন্টে পদক জিতেছিলেন এই ভারতীয় শুটার ৷ সেদিক থেকে দেখতে গেলে প্যারিসে ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ের ক্ষেত্রে নিজেকে ছাপিয়ে গিয়েছেন মরাঠা যুবক ৷
Exceptional performance by Swapnil Kusale! Congrats to him for winning the Bronze medal in the Men's 50m Rifle 3 Positions at the #ParisOlympics2024.
— Narendra Modi (@narendramodi) August 1, 2024
His performance is special because he’s shown great resilience and skills. He is also the first Indian athlete to win a medal in… pic.twitter.com/9zvCQBr29y
একই ইভেন্টে এদিন সোনা জিতে নিলেন চিনের ইউকুন লিউ ৷ তাঁর সংগ্রহে 463.6 পয়েন্ট ৷ 461.3 স্কোর করে 50 মিটার রাইফেল 3 পজিশনে রুপো জিতে নিলেন ইউক্রেনের সেরহি কুলিশ ৷ স্বপ্নিলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এক্সে লেখেন, "স্বপ্নিল কুসালের ব্যতিক্রমী পারফরম্যান্স ৷ 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে অভিবাদন ৷ ওর পারফরম্যান্স স্পেশাল কারণ অসীম ধৈর্য্য ও দক্ষতার পরিচয় দিয়েছে স্বপ্নিল ৷ সে এই বিভাগে পদকজয়ী প্রথম ভারতীয়ও বটে ৷ প্রত্যেক ভারতবাসী আজ ভীষণ খুশি ৷"