ETV Bharat / state

সোশাল মিডিয়ায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন পেজ - Higher Secondary Education - HIGHER SECONDARY EDUCATION

Higher Secondary Education: যুগের সঙ্গে তাল মেলাতে নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল খুলল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । ক্রমশ সোশাল মিডিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ ৷

Higher Secondary Education
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন পেজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 2:06 PM IST

কলকাতা, 1 অগস্ট: নতুন ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবার নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল খুলল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই এবার থেকে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে কথা বলবেন। যা সরাসরি বিনামূল্যে দেখতে পারবেন সকল শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। অভিভাবকদের কোনও প্রশ্ন থাকলে তার সরাসরি উত্তর পেয়ে যাবেন তাঁরা। সোশাল মিডিয়ার জনপ্রিয়তার কারণেই এই উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

এতদিন স্কুল শিক্ষা দফতরের অধীনে উজ্জীবন চর্চার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসত। সেখানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সেমিস্টার পদ্ধতি নিয়েও ক্লাস হয়েছিল। সেখানে সংসদ সভাপতি নিজে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। নতুন এই সেমিস্টার পদ্ধতি কী, কীভাবে প্রশ্নপত্র গঠন হবে সেই সব কিছু তুলে ধরা হয়েছিল । কিন্তু এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেও একটি পেজ গঠন করেছে । সেখানেই এবার থেকে তাঁরা সমস্ত তথ্য তুলে ধরবেন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,"এখন সমাজ মাধ্যমের জনপ্রিয়তা সব থেকে বেশি। এই পেজের মাধ্যমে সকলেই লাভবান হবে। সেই সব দিক বিবেচনা করে এই পেজ খোলা হবে।" শুধু সেমিস্টার নয়, এর ফলে নিজেদের ফলাফল এবং পরীক্ষার রুটিন-সহ সব কিছুই পড়ুয়ারা সরাসরি জানতে পারবেন ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া এই পেজের লিংক হল যথাক্রমে https://www.facebook.com/profile.php?id=61563482524077 এবং http://www.youtube.com/@wbchse 1975। এখানেই সব তথ্য জানতে পারবে পড়ুয়ারা। এই বিষয় নিয়ে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "এই বিষয় বেশ ভালো হয়েছে। নতুন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সকল পড়ুয়ার অভিভাবকের মধ্যে প্রশ্ন থেকে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে নিজেদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন পড়ুয়া ও অভিভাবকরা ৷"

কলকাতা, 1 অগস্ট: নতুন ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবার নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল খুলল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই এবার থেকে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে কথা বলবেন। যা সরাসরি বিনামূল্যে দেখতে পারবেন সকল শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। অভিভাবকদের কোনও প্রশ্ন থাকলে তার সরাসরি উত্তর পেয়ে যাবেন তাঁরা। সোশাল মিডিয়ার জনপ্রিয়তার কারণেই এই উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

এতদিন স্কুল শিক্ষা দফতরের অধীনে উজ্জীবন চর্চার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসত। সেখানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সেমিস্টার পদ্ধতি নিয়েও ক্লাস হয়েছিল। সেখানে সংসদ সভাপতি নিজে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। নতুন এই সেমিস্টার পদ্ধতি কী, কীভাবে প্রশ্নপত্র গঠন হবে সেই সব কিছু তুলে ধরা হয়েছিল । কিন্তু এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেও একটি পেজ গঠন করেছে । সেখানেই এবার থেকে তাঁরা সমস্ত তথ্য তুলে ধরবেন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,"এখন সমাজ মাধ্যমের জনপ্রিয়তা সব থেকে বেশি। এই পেজের মাধ্যমে সকলেই লাভবান হবে। সেই সব দিক বিবেচনা করে এই পেজ খোলা হবে।" শুধু সেমিস্টার নয়, এর ফলে নিজেদের ফলাফল এবং পরীক্ষার রুটিন-সহ সব কিছুই পড়ুয়ারা সরাসরি জানতে পারবেন ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া এই পেজের লিংক হল যথাক্রমে https://www.facebook.com/profile.php?id=61563482524077 এবং http://www.youtube.com/@wbchse 1975। এখানেই সব তথ্য জানতে পারবে পড়ুয়ারা। এই বিষয় নিয়ে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "এই বিষয় বেশ ভালো হয়েছে। নতুন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সকল পড়ুয়ার অভিভাবকের মধ্যে প্রশ্ন থেকে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে নিজেদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন পড়ুয়া ও অভিভাবকরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.