ETV Bharat / business

বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি হচ্ছে বিমান সফরও ! - LPG price hiked

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 1:05 PM IST

Updated : Aug 1, 2024, 1:40 PM IST

LPG price hiked: দামি হতে চলেছে বিমান সফর ! শুধু তাই নয়, বাড়ছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও ৷ আজ থেকে নয়া দাম কার্যকর হয়েছে ৷ কোনটার দাম কতটা বাড়ল, জেনে নিন ৷

ETV BHARAT
বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি হচ্ছে বিমান সফরও ! (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 1 অগস্ট: জেট ফুয়েল বা এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম বাড়ল ৷ বাড়ানো হল হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও ৷

বৃহস্পতিবার এটিএফের দাম 2 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ যার প্রভাব বিমান টিকিটের দামের উপর পড়বে বলে মনে করা হচ্ছে ৷ আরও দামি হওয়ার পথে বিমানে সফর ৷ এছাড়াও হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক এলপিজির দাম প্রতি 19-কেজি সিলিন্ডারে 6.5 টাকা বাড়ানো হয়েছে ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মাসিক সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে ।

রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি খুচরা বিক্রেতাদের মূল্য বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম প্রতি কিলোলিটারে 1,827.34 টাকা অর্থাৎ 1.9 শতাংশ বেড়ে 97,975.72 টাকা করা হয়েছে । এই নিয়ে টানা দ্বিতীয় মাসে বাড়ল জেট জ্বালানির দাম ৷ 1 জুলাই এটিএফ-এর দাম 1.2 শতাংশ (প্রতি কিলোলিটারে 1,179.37 টাকা) বাড়ানো হয়েছিল ৷

তবে 1 জুন এই দাম অনেকটা কমানো হয়েছিল ৷ জুনে এটিএফ-এর দাম কমে 6.5 শতাংশ (প্রতি কিলোলিটারে 6,673.87 টাকা) ৷ বৃহস্পতিবার মুম্বইতে এটিএফ-এর দাম বেড়ে প্রতি কিলোলিটারে 91,650.34 টাকা হয়েছে, যা আগে ছিল 89,908.31 টাকা ৷ স্থানীয় করের উপর ভিত্তি করে এর দাম বিভিন্ন রাজ্যে আলাদা ।

পাশাপাশি, তেল সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির দাম 19-কেজি সিলিন্ডার প্রতি 6.5 টাকা করে বাড়িয়ে 1,652.50 টাকা করেছে । চার মাস মূল্য হ্রাসের পর আজ এই বৃদ্ধি হয়েছে ৷ সর্বশেষ 1 জুলাই সিলিন্ডার প্রতি 30 টাকা কমেছিল । চার মাস দাম কমায়, 19-কেজির সিলিন্ডারপিছু দাম 148 টাকা কমানো হয়েছিল ।

বাণিজ্যিক এলপিজির দাম এখন মুম্বইতে 19-কেজি সিলিন্ডারপিছু 1,605 টাকা, কলকাতায় 1,764.50 টাকা এবং চেন্নাইতে 1,817 টাকা । যদিও গার্হস্থ্য পরিবারগুলিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে ৷ তার প্রতি 14.2-কেজি সিলিন্ডারপিছু দাম 803 টাকা ৷

রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) আন্তর্জাতিক জ্বালানি এবং বিদেশি বিনিময় হারের গড় মূল্যের ভিত্তিতে প্রতি মাসের প্রথম তারিখে এটিএফ এবং রান্নার গ্যাসের দাম সংশোধন করে ।

পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে । মার্চের মাঝামাঝি প্রতি লিটারে 2 টাকা কমানো হয়েছিল । দিল্লিতে পেট্রলের দাম বর্তমানে প্রতি লিটার 94.72 টাকা এবং ডিজেলের দাম লিটারপিছু 87.62 টাকা । (পিটিআই)

নয়াদিল্লি, 1 অগস্ট: জেট ফুয়েল বা এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম বাড়ল ৷ বাড়ানো হল হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও ৷

বৃহস্পতিবার এটিএফের দাম 2 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ যার প্রভাব বিমান টিকিটের দামের উপর পড়বে বলে মনে করা হচ্ছে ৷ আরও দামি হওয়ার পথে বিমানে সফর ৷ এছাড়াও হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক এলপিজির দাম প্রতি 19-কেজি সিলিন্ডারে 6.5 টাকা বাড়ানো হয়েছে ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মাসিক সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে ।

রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি খুচরা বিক্রেতাদের মূল্য বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম প্রতি কিলোলিটারে 1,827.34 টাকা অর্থাৎ 1.9 শতাংশ বেড়ে 97,975.72 টাকা করা হয়েছে । এই নিয়ে টানা দ্বিতীয় মাসে বাড়ল জেট জ্বালানির দাম ৷ 1 জুলাই এটিএফ-এর দাম 1.2 শতাংশ (প্রতি কিলোলিটারে 1,179.37 টাকা) বাড়ানো হয়েছিল ৷

তবে 1 জুন এই দাম অনেকটা কমানো হয়েছিল ৷ জুনে এটিএফ-এর দাম কমে 6.5 শতাংশ (প্রতি কিলোলিটারে 6,673.87 টাকা) ৷ বৃহস্পতিবার মুম্বইতে এটিএফ-এর দাম বেড়ে প্রতি কিলোলিটারে 91,650.34 টাকা হয়েছে, যা আগে ছিল 89,908.31 টাকা ৷ স্থানীয় করের উপর ভিত্তি করে এর দাম বিভিন্ন রাজ্যে আলাদা ।

পাশাপাশি, তেল সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির দাম 19-কেজি সিলিন্ডার প্রতি 6.5 টাকা করে বাড়িয়ে 1,652.50 টাকা করেছে । চার মাস মূল্য হ্রাসের পর আজ এই বৃদ্ধি হয়েছে ৷ সর্বশেষ 1 জুলাই সিলিন্ডার প্রতি 30 টাকা কমেছিল । চার মাস দাম কমায়, 19-কেজির সিলিন্ডারপিছু দাম 148 টাকা কমানো হয়েছিল ।

বাণিজ্যিক এলপিজির দাম এখন মুম্বইতে 19-কেজি সিলিন্ডারপিছু 1,605 টাকা, কলকাতায় 1,764.50 টাকা এবং চেন্নাইতে 1,817 টাকা । যদিও গার্হস্থ্য পরিবারগুলিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে ৷ তার প্রতি 14.2-কেজি সিলিন্ডারপিছু দাম 803 টাকা ৷

রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) আন্তর্জাতিক জ্বালানি এবং বিদেশি বিনিময় হারের গড় মূল্যের ভিত্তিতে প্রতি মাসের প্রথম তারিখে এটিএফ এবং রান্নার গ্যাসের দাম সংশোধন করে ।

পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে । মার্চের মাঝামাঝি প্রতি লিটারে 2 টাকা কমানো হয়েছিল । দিল্লিতে পেট্রলের দাম বর্তমানে প্রতি লিটার 94.72 টাকা এবং ডিজেলের দাম লিটারপিছু 87.62 টাকা । (পিটিআই)

Last Updated : Aug 1, 2024, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.