ETV Bharat / state

Robbery in Malda : চাঁচলে অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসে ডাকাতি, লুঠ প্রায় 12 লক্ষ টাকা

মালদায় একটি অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসে ডাকাতি (Robbery at Office of An Online Commercial Company in Malda) ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় 12 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ৷ পুলিশ সূত্রে খবর, 4 দুষ্কৃতী বাইকে করে এসে এই লুঠ চালায় ৷ সংস্থার সিসিটিভি ফুটেজে সেই ঘটনা ধরা পড়েছে ৷ তবে, সকলের মুখ মাস্কে ঢাকা ছিল ৷

Malda Crime News
চাঁচলে অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসে ডাকাতি
author img

By

Published : Mar 21, 2022, 11:26 AM IST

মালদা, 20 মার্চ : আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি অনলাইন বাণিজ্য সংস্থার অফিস থেকে প্রায় 12 লক্ষ টাকা লুঠ করে পালাল 4 দুষ্কৃতী (Robbery at Office of An Online Commercial Company in Malda) ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের শান্তিমোড় এলাকায় ৷ এই ডাকাতিকে কেন্দ্র করে শোরগোল পড়েছে চাঁচল জুড়ে ৷ দুষ্কৃতীদের খোঁজে রাতেই অভিযানে নেমেছে পুলিশ ৷ তবে, এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি ৷ ডাকাতির গোটা ঘটনা ওই সংস্থার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷

চাঁচলের শান্তিমোড়ে বেশ কিছুদিন ধরেই একটি অনলাইন সংস্থার অফিস রয়েছে ৷ ওই অফিসেই রয়েছে সংস্থাটির গুদাম ৷ প্রতিদিনের ব্যবসার টাকাও সেই অফিসে জমা হয় ৷ রবিবার রাত সাড়ে 10টা নাগাদ ওই অফিসের সামনে দু’টি বাইকে করে 4 দুষ্কৃতী উপস্থিত হয় ৷ তাদের সবার মুখে মাস্ক লাগানো ছিল ৷ অফিসের ভিতরে ঢুকেই আগ্নেয়াস্ত্র বের করে তারা ৷ সেই সময় সংস্থার কর্মীরা সারাদিনের লেনদেনের হিসাব করছিলেন ৷ দুষ্কৃতীরা কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত টাকা নিজেদের ব্যাগে ভরে চম্পট দেয় ৷ যাওয়ার আগে কর্মীদের কয়েকজনের হাত-পা বেঁধেও দেয় তারা ৷

মাত্র 5 মিনিটের মধ্যেই ডাকাতি করে সেখান থেকে পালিয়ে যায় ওই 4 জন ৷ দুষ্কৃতীরা চলে যেতেই চাঁচল থানায় ফোন করে গোটা ঘটনা জানানো হয় ৷ সঙ্গে সঙ্গে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে ৷ ঘটনাস্থলে যান চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ এবং এসডিপিও শুভেন্দু মণ্ডল ৷ রাতেই চাঁচল থেকে বেরেনোর সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় ৷ শুরু হয় নাকা তল্লাশি ৷ তবে দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি ৷

চাঁচলে অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় 4 দুষ্কৃতীর কাউকেই এখনও অবধি চিহ্নিত করা যায়নি

আরও পড়ুন : Dacoits loots Rs 1 crore at Howrah: ভরদুপুরে হাওড়ায় ডাকাতি, বন্দুক উঁচিয়ে এক কোটি লুঠ করে উধাও তিন দুষ্কৃতী

সংস্থার এক কর্মী নুর আলম বলেন, “তখন আমাদের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল ৷ অফিস বন্ধ করার তোড়জোড় শুরু করেছিলাম ৷ নিয়ম অনুযায়ী নির্দিষ্ট টেবিলে আমরা সমস্ত টাকা পয়সার হিসাবও করে ফেলেছিলাম ৷ শুধু ক্যাশ লকারে ভরতেই বাকি ছিল ৷ সেই সময় চারজন হাতে পিস্তল নিয়ে ভিতরে ঢোকে ৷ সবাই মুখে মাস্ক আর চোখে চশমা পরে ছিল ৷ আমরা ভয়ে চিৎকার করতে পারিনি ৷ তারা আমাদের দিকে পিস্তল তাক করে রেখেছিল ৷ প্রাণের ভয়ে তাদের টাকা দেখিয়ে দিতে বাধ্য হই ৷ ওরা 11 থেকে 12 লাখ টাকা নিয়ে পালিয়েছে ৷ তিন থেকে চার মিনিটের মধ্যেই তারা অপারেশন শেষ করে ফেলে ৷’’

আরও পড়ুন : Dacoits Enter House : জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা

পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে বিহারের দুষ্কৃতীরাও এই ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে ৷

মালদা, 20 মার্চ : আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি অনলাইন বাণিজ্য সংস্থার অফিস থেকে প্রায় 12 লক্ষ টাকা লুঠ করে পালাল 4 দুষ্কৃতী (Robbery at Office of An Online Commercial Company in Malda) ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের শান্তিমোড় এলাকায় ৷ এই ডাকাতিকে কেন্দ্র করে শোরগোল পড়েছে চাঁচল জুড়ে ৷ দুষ্কৃতীদের খোঁজে রাতেই অভিযানে নেমেছে পুলিশ ৷ তবে, এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি ৷ ডাকাতির গোটা ঘটনা ওই সংস্থার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷

চাঁচলের শান্তিমোড়ে বেশ কিছুদিন ধরেই একটি অনলাইন সংস্থার অফিস রয়েছে ৷ ওই অফিসেই রয়েছে সংস্থাটির গুদাম ৷ প্রতিদিনের ব্যবসার টাকাও সেই অফিসে জমা হয় ৷ রবিবার রাত সাড়ে 10টা নাগাদ ওই অফিসের সামনে দু’টি বাইকে করে 4 দুষ্কৃতী উপস্থিত হয় ৷ তাদের সবার মুখে মাস্ক লাগানো ছিল ৷ অফিসের ভিতরে ঢুকেই আগ্নেয়াস্ত্র বের করে তারা ৷ সেই সময় সংস্থার কর্মীরা সারাদিনের লেনদেনের হিসাব করছিলেন ৷ দুষ্কৃতীরা কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত টাকা নিজেদের ব্যাগে ভরে চম্পট দেয় ৷ যাওয়ার আগে কর্মীদের কয়েকজনের হাত-পা বেঁধেও দেয় তারা ৷

মাত্র 5 মিনিটের মধ্যেই ডাকাতি করে সেখান থেকে পালিয়ে যায় ওই 4 জন ৷ দুষ্কৃতীরা চলে যেতেই চাঁচল থানায় ফোন করে গোটা ঘটনা জানানো হয় ৷ সঙ্গে সঙ্গে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে ৷ ঘটনাস্থলে যান চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ এবং এসডিপিও শুভেন্দু মণ্ডল ৷ রাতেই চাঁচল থেকে বেরেনোর সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় ৷ শুরু হয় নাকা তল্লাশি ৷ তবে দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি ৷

চাঁচলে অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় 4 দুষ্কৃতীর কাউকেই এখনও অবধি চিহ্নিত করা যায়নি

আরও পড়ুন : Dacoits loots Rs 1 crore at Howrah: ভরদুপুরে হাওড়ায় ডাকাতি, বন্দুক উঁচিয়ে এক কোটি লুঠ করে উধাও তিন দুষ্কৃতী

সংস্থার এক কর্মী নুর আলম বলেন, “তখন আমাদের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল ৷ অফিস বন্ধ করার তোড়জোড় শুরু করেছিলাম ৷ নিয়ম অনুযায়ী নির্দিষ্ট টেবিলে আমরা সমস্ত টাকা পয়সার হিসাবও করে ফেলেছিলাম ৷ শুধু ক্যাশ লকারে ভরতেই বাকি ছিল ৷ সেই সময় চারজন হাতে পিস্তল নিয়ে ভিতরে ঢোকে ৷ সবাই মুখে মাস্ক আর চোখে চশমা পরে ছিল ৷ আমরা ভয়ে চিৎকার করতে পারিনি ৷ তারা আমাদের দিকে পিস্তল তাক করে রেখেছিল ৷ প্রাণের ভয়ে তাদের টাকা দেখিয়ে দিতে বাধ্য হই ৷ ওরা 11 থেকে 12 লাখ টাকা নিয়ে পালিয়েছে ৷ তিন থেকে চার মিনিটের মধ্যেই তারা অপারেশন শেষ করে ফেলে ৷’’

আরও পড়ুন : Dacoits Enter House : জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা

পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে বিহারের দুষ্কৃতীরাও এই ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.