ETV Bharat / state

মালদায় এবার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, বসতে চলেছে সি-রাডার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 6:44 PM IST

Malda Weather Center: উত্তরবঙ্গে প্রথম রাডার ওয়েদার সেন্টার হচ্ছে মালদায় ৷ উপকৃত হবে সিকিমও ৷ ইতিমধ্যেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আবহাওয়া দফতরের সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মউ চুক্তিও সম্পন্ন হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

মালদা, 1 জানুয়ারি: নতুন বছরে জেলায় গড়ে উঠছে স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৷ বসানো হবে অত্যাধুনিক সি-রাডার ৷ উত্তরবঙ্গের মালদাতেই প্রথম এই রাডার বসতে চলেছে ৷ মালদা শহরের একপ্রান্তে থাকা সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারের জমিতেই ওই সেন্টার গড়ে উঠবে ৷ ইতিমধ্যেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আবহাওয়া দফতরের সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মউ চুক্তিও সম্পন্ন হয়েছে ৷ চলতি বছরেই আবহাওয়া কেন্দ্র তৈরির কাজ শুরুর নির্দেশ দিয়েছে দিল্লির মৌসম ভবন ৷ এটি তৈরি হলে গৌড়বঙ্গ নয়, গোটা উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিও আরও ভালোভাবে জানতে পারবে রাজ্য আবহাওয়া দফতর ৷ ফলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়াও সহজ হবে ৷

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে একটি মাত্র সি-রাডার রয়েছে ৷ চলতি বছর আরও তিনটি এমন রাডার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ তারমধ্য়ে একটি বসতে চলেছে মালদায় ৷ শুধু রাডার বসানোই নয়, তার সঙ্গে গড়ে তোলা হবে অত্যাধুনিক ওয়েদার সেন্টারও ৷ আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় বিদায়ী অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "পরিকাঠামোর অভাবে এই মুহূর্তে উত্তরবঙ্গের আবহাওয়ার উপর নজরদারি চালানো যায় না ৷ মালদায় সি-রাডার বসলে গোটা উত্তরবঙ্গের আবহাওয়ার উপর আরও ভালোভাবে নজরদারি চালানো যাবে ৷ বিশেষত ঝাড়খণ্ড ও বাংলাদেশে তৈরি হওয়া সিস্টেমগুলির আরও ভালোভাবে নজর রাখা যাবে৷ এই সিস্টেমগুলির জন্য গৌড়বঙ্গে প্রায় প্রতি বছরই ক্ষয়ক্ষতি হয়ে থাকে৷ কিন্তু এই ব্যবস্থা চালু হলে নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে ৷ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে ৷"

মালদায় এই ব্যবস্থা চালু হলে শুধু উত্তরবঙ্গ নয়, উপকৃত হবে সিকিমও ৷ আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "মালদায় রাডার ওয়েদার সেন্টার গঠিত হলে আমরাও আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পাব ৷ এতে সিকিমের আবহাওয়ারও নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে ৷ কারণ, উত্তরবঙ্গের মতো সিকিমের আবহাওয়াতেও ঝাড়খণ্ড ও বাংলাদেশে তৈরি হওয়া সিস্টেমগুলি প্রভাব ফেলে ৷"

এই রাডার কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পেতে সাহায্য করবে? দফতর সূত্রে জানা যাচ্ছে, এর ফলে বাতাসের তৎক্ষণিক অবস্থান ও শক্তি নিখুঁতভাবে জানা যাবে ৷ কোথায় কী পরিমাণে বৃষ্টি হবে, তাও জানা যাবে ৷ কালবৈশাখী, শিলাবৃষ্টি, তুষারপাত কোথায় হবে, কী পরিমাণে হবে, সেসব আগাম বোঝা যাবে ৷ ফলে প্রাণহানি থেকে শুরু করে ফসলের ক্ষয়ক্ষতি অনেকটা এড়ানো যাবে ৷

আরও পড়ুন:

  1. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
  2. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  3. নতুন বছরে ফিরতে পারে কনকনে শীত, বঙ্গে আপাতত দাপট দেখাবে কুয়াশা

মালদা, 1 জানুয়ারি: নতুন বছরে জেলায় গড়ে উঠছে স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৷ বসানো হবে অত্যাধুনিক সি-রাডার ৷ উত্তরবঙ্গের মালদাতেই প্রথম এই রাডার বসতে চলেছে ৷ মালদা শহরের একপ্রান্তে থাকা সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারের জমিতেই ওই সেন্টার গড়ে উঠবে ৷ ইতিমধ্যেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আবহাওয়া দফতরের সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মউ চুক্তিও সম্পন্ন হয়েছে ৷ চলতি বছরেই আবহাওয়া কেন্দ্র তৈরির কাজ শুরুর নির্দেশ দিয়েছে দিল্লির মৌসম ভবন ৷ এটি তৈরি হলে গৌড়বঙ্গ নয়, গোটা উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিও আরও ভালোভাবে জানতে পারবে রাজ্য আবহাওয়া দফতর ৷ ফলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়াও সহজ হবে ৷

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে একটি মাত্র সি-রাডার রয়েছে ৷ চলতি বছর আরও তিনটি এমন রাডার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ তারমধ্য়ে একটি বসতে চলেছে মালদায় ৷ শুধু রাডার বসানোই নয়, তার সঙ্গে গড়ে তোলা হবে অত্যাধুনিক ওয়েদার সেন্টারও ৷ আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় বিদায়ী অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "পরিকাঠামোর অভাবে এই মুহূর্তে উত্তরবঙ্গের আবহাওয়ার উপর নজরদারি চালানো যায় না ৷ মালদায় সি-রাডার বসলে গোটা উত্তরবঙ্গের আবহাওয়ার উপর আরও ভালোভাবে নজরদারি চালানো যাবে ৷ বিশেষত ঝাড়খণ্ড ও বাংলাদেশে তৈরি হওয়া সিস্টেমগুলির আরও ভালোভাবে নজর রাখা যাবে৷ এই সিস্টেমগুলির জন্য গৌড়বঙ্গে প্রায় প্রতি বছরই ক্ষয়ক্ষতি হয়ে থাকে৷ কিন্তু এই ব্যবস্থা চালু হলে নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে ৷ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে ৷"

মালদায় এই ব্যবস্থা চালু হলে শুধু উত্তরবঙ্গ নয়, উপকৃত হবে সিকিমও ৷ আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "মালদায় রাডার ওয়েদার সেন্টার গঠিত হলে আমরাও আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পাব ৷ এতে সিকিমের আবহাওয়ারও নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে ৷ কারণ, উত্তরবঙ্গের মতো সিকিমের আবহাওয়াতেও ঝাড়খণ্ড ও বাংলাদেশে তৈরি হওয়া সিস্টেমগুলি প্রভাব ফেলে ৷"

এই রাডার কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পেতে সাহায্য করবে? দফতর সূত্রে জানা যাচ্ছে, এর ফলে বাতাসের তৎক্ষণিক অবস্থান ও শক্তি নিখুঁতভাবে জানা যাবে ৷ কোথায় কী পরিমাণে বৃষ্টি হবে, তাও জানা যাবে ৷ কালবৈশাখী, শিলাবৃষ্টি, তুষারপাত কোথায় হবে, কী পরিমাণে হবে, সেসব আগাম বোঝা যাবে ৷ ফলে প্রাণহানি থেকে শুরু করে ফসলের ক্ষয়ক্ষতি অনেকটা এড়ানো যাবে ৷

আরও পড়ুন:

  1. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
  2. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  3. নতুন বছরে ফিরতে পারে কনকনে শীত, বঙ্গে আপাতত দাপট দেখাবে কুয়াশা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.